মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ
গাজীপুরের কাশিমপুরে চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এসময় যৌথবাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে।
এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে থাকা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
শনিবার (২১শে ডিসেম্বর) সকাল ১০টা থেকে দফায়-দফায় গাজীপুরের কাশিমপুরে চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়,গত ১৭ ডিসেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করে ৪৫ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেন।পরে ১৮ ডিসেম্বর থেকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে ধারাবাহিক ভাবে আন্দোলন করে আসছে।
আজ ২১শে ডিসেম্বর সকাল সাড়ে ৮ টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা আন্দোলন শুরু করলে চক্রবর্তী ও জিরানী এলাকার অধিকাংশ কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
পরে যৌথবাহিনীর সদস্যরা একাধিকবার শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে না পারায় টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে শ্রমিকদের সাথে যৌথ বাহিনীর সদস্যদের একাধিকবার ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। চক্রবর্তী ও জিরানী এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে।
0 coment rios: