মোঃসোলায়মান হোসাইন সোহান,কাশিমপুর থানা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুরে কমিউনিটি পুলিশিং উপলক্ষ্যে মাদক,চুরি,ছিনতাই,ডাকাতি,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১২ ডিসেম্বর)দুপুরে মহানগরীর কাশিমপুরের ২নং ওয়ার্ডের লোহাকৈর এলাকায় হযরত লোহা আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কাশিমপুর থানার উদ্যোগে এই কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এসময় কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার মৃ্ধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,কাশিমপুর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল,কাশিমপুর থানার ২ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল মীর,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লাসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দরা।
এসময় প্রধান অতিথি তার ব্যক্তবে তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।সভায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
0 coment rios: