রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-"মানুষের কল্যাণে আমরা, মানুষের পক্ষে সকল মানুষ এক হও"প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সংসদীয় (রাণীশংকৈল-পীরগঞ্জ) এলাকা পর্যায়ে ভূমি অধিকার ও কৃষি-ভূমি সংস্কার বিষয়ক এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাণীশংকৈলে মহলবাড়ী প্রশিক্ষণ কেন্দ্রে জনসংগঠন ঐক্য পরিষদের আয়োজনে সিডিএ'র সহযোগিতায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।
এ সময় গজেন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে ভূমিহীনদের অধিকার বিষয়ে বক্তব্য রাখেন দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার জনসংগঠনের নেতা অবিনাশ রায়, লুৎফর রহমান, জালাল উদ্দীন, হরিমোহন রায়,কবিরাজ মূর্মূ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, প্রেসক্লাব সম্পাদক বিপ্লব, সিডিএ'র জাহেদুর রহমান প্রমুখ।
সমাবেশে ভূমিহীন নেতারা বলেন, ভূমি অধিকার বলতে আমরা সেই অধিকারের কথা বলছি যার মাধ্যমে খাদ্য ও বাসস্থানের চাহিদা পুরনের পাশাপাশি বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখবে। কিন্তু কয়েকযুগ ধরে আমরা যেটির বিষয়ে আন্দোলন সংগ্রাম করে আসছি সেটির এখনো কোনো সুদূর ফলাফল আমরা পাইনি।
তাই আমরা আশা করবো অতিদ্রুত ভূমির সংস্কার করে ভূমিদস্যুদের নিকট থেকে ভূমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে সুষম বন্টন করে বাসস্থানসহ খাদ্যের ব্যবস্থার জোর দাবি জানায়।
জনসমাবেশে আলোচনা শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ।
0 coment rios: