বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে কে এ নিলয়ের নতুন চলচ্চিত্র ‘বউ’ এর শুভ মহরত অনুষ্ঠিত হয়।
মহরতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান, বাংলাদেশ ফ্লিম ক্লাবের সভাপতি ও প্রযোজক শামসুল আলম, চিত্র নায়ক ডি এ তায়েব ও চিত্রনায়িকা ববি সহ আরো অনেকে।
পরিচালক নিলয় বলেন, বিএফডিসির ৮ নং ফ্লোরে আমার চলচ্চিত্র ‘বউ’ এর শুভ সূচনা করি। এবং এই চলচ্চিত্রে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ডি এ তায়েব ও চিত্র ববি।
তিনি আরো বলেন সরকার পতনের পর পরই সায়মন তারিক ও আমার টিম শিরোনামে চলচ্চিত্র নির্মানে কাজ চলছে পুরোদমে। ইতিমধ্যে রবিউল ইসলাম রবি’র পরিচালনায় (রহস্য) নামে একটি চলচ্চিত্র নির্মাণ কাজ শেষ হয়েছে। চলচ্চিত্র ‘বউ’ আমাদের দ্বিতীয় সিনেমা।
চলচ্চিত্র ‘বউ’ নিয়ে ডি এ তায়েব বলেন, এই চলচ্চিত্র পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে তৈরি হবে। আশা করি, চলচ্চিত্র দর্শক প্রিয় হবে, এবং দর্শকরা সপরিবারে সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন।
উক্ত শুভ সূচনায় বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, শামসুল আলম, সায়মন তারিক, ববি, নৃত্য পরিচালক আজিজ রেজা ও অভিনেত্রী শবনম পারভীন।
0 coment rios: