শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে - ডা. শফিকুর রহমান
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, দল-মত-ধর্ম ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
আমীরে জামায়াত আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি যেসব বিষয় জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করছে সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে, যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য। এছাড়া সামনে রমজান। সে সময় যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।
নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীরে জামায়াত বলেন, ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত। আমরা ৪০ এর অধিক সংস্কার প্রস্তাবনা তৈরি করেছি। তবে অন্তর্বর্তী সরকারকে ১০টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি। ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে।
আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন।
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
২০২৪ ইং সনের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে সরনসভা।
মো:আবুল হাসান (ভোলা প্রতিনিধ): জুলাই গনঅভ্যুথ্যানের ঘটনা প্রবাহ নিয়ে ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার হলরুমে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ও দোয়াঅনুষ্ঠান হয়।
উক্ত সরণ সভায় সভাপতিত্ব করেন ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব আলহাজ্ব মোহাম্মদ মুবাশ্বিরুল হক। এবং মাদ্রাসার অন্যান্য শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই গনঅভ্যুথ্যানের ঘটনা প্রবাহ নিয়ে বিভিন্ন ও শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন।
পরে নিহত ও আহতদের জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
সংসদীয় পর্যায়ে ভূমি অধিকার বিষয়ে জনসমাবেশ অনুষ্ঠিত
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-"মানুষের কল্যাণে আমরা, মানুষের পক্ষে সকল মানুষ এক হও"প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে সংসদীয় (রাণীশংকৈল-পীরগঞ্জ) এলাকা পর্যায়ে ভূমি অধিকার ও কৃষি-ভূমি সংস্কার বিষয়ক এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাণীশংকৈলে মহলবাড়ী প্রশিক্ষণ কেন্দ্রে জনসংগঠন ঐক্য পরিষদের আয়োজনে সিডিএ'র সহযোগিতায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।
এ সময় গজেন্দ্রনাথ রায় এর সভাপতিত্বে ভূমিহীনদের অধিকার বিষয়ে বক্তব্য রাখেন দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার জনসংগঠনের নেতা অবিনাশ রায়, লুৎফর রহমান, জালাল উদ্দীন, হরিমোহন রায়,কবিরাজ মূর্মূ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, প্রেসক্লাব সম্পাদক বিপ্লব, সিডিএ'র জাহেদুর রহমান প্রমুখ।
সমাবেশে ভূমিহীন নেতারা বলেন, ভূমি অধিকার বলতে আমরা সেই অধিকারের কথা বলছি যার মাধ্যমে খাদ্য ও বাসস্থানের চাহিদা পুরনের পাশাপাশি বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখবে। কিন্তু কয়েকযুগ ধরে আমরা যেটির বিষয়ে আন্দোলন সংগ্রাম করে আসছি সেটির এখনো কোনো সুদূর ফলাফল আমরা পাইনি।
তাই আমরা আশা করবো অতিদ্রুত ভূমির সংস্কার করে ভূমিদস্যুদের নিকট থেকে ভূমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে সুষম বন্টন করে বাসস্থানসহ খাদ্যের ব্যবস্থার জোর দাবি জানায়।
জনসমাবেশে আলোচনা শেষে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে সাতক্ষীরা ৪ আসনে কাজ করতে চাই বেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন
শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধি :কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হোগলা মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অফিস উদ্বোধন হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হোগলা মোড়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। এসময়ে তিনি বক্তব্যে বলেন সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে সাতক্ষীরা ৪ আসনে জনকল্যাণে কাজ করতে চাই। সেই গাবুরা থেকে শুরু করে শ্যামনগরের ১২টি ইউনিয়ন ও কালিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে উন্নয়ন করতে চাই। বিএনপিকে তৃনমুল পর্যায়ে সংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকেই বিজয়ী করতে হবে। অনেকে বিভ্রান্ত সৃষ্টি করতে নানামুখী ষড়যন্ত্রের পায়তারা চালাচ্ছে। তবে তাদের সেই চক্রান্ত সফল হবে না ইনশাআল্লাহ। কৃষক দলের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল করিম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ছোটন, যুগ্ম আহবায়ক শাহাজান আলী, উপজেলা জাসাস এর আহবায়ক মুরশিদ আলী, সদস্য সচিব জিএম মারুফ বিল্লাহ, আরজেদ মোল্লা, রফিকুল ইসলাম, রমিজ উদ্দিন প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, কৃষকদল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফিনল্যান্ড বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সভা অনুষ্ঠিত
জাকির হোসেন সুমন , ব্যাুরো প্রধান ইউরোপ : ফিনল্যান্ড বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেলো রবিবার হেলসিংকির কিভিক্কো মিলনায়তনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফিনল্যান্ড শাখার সভাপতি কামরুল হাসান জনির সভাপতিত্বে , সাধারণ সম্পাদক জামান সরকারের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক সামসুল গাজীর সঞ্চালনায় সভায় দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন দলের সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বলেন, ৭ নভেম্বর আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিক। স্বাধীনতার পর থেকে ৭ নভেম্বরের পূর্ববর্তী সময় অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করেছিল দেশ। অভূতপূর্ব এই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হয়ে স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সত্তা লাভ করে ও বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। সভায় আরো বক্তব্য রাখেন দলের সহ সভাপতি তাপস খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম বেপারী ও সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম , সিনিয়র সহ সভাপতি মবিন মোহাম্মদ, ফিনল্যান্ড বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ আবদুর রশিদ, উপদেষ্টা প্রদীপ কুমার সাহা। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জহিরুল আলম নজরুল, ফয়েজ আহাম্মেদ, সহ সভাপতি এজাজুল হক ভূঁইয়া রুবেল, বদরুম মনির ফেরদৌস, মাসুদ রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মেহেদি হাসান লিউ, মোঃ আনিসুর রহমান, অঞ্জন হাওলাদার, হামিদুল ইসলাম, মোঃ আল ইমরান, গিয়াস উদ্দিন আহমেদ, লিটন দেওয়ান, সালমান শিহাব, মহসিন আলম, হোসাইন রিফাত আরমান, রাফাত ঢালী, আবু নোমান, দবির হোসেন, রুমী আক্তার আলী, জেসমিন স্মৃতি, সুপ্তি ভূঁইয়া আফসানা আলম, খাদিজা পারভীন, সুরাইয়া হাসান, সিমু খান, সুচনা খাতুন, আসমা আকতার গাজী, সৌরভী রহমান, কেয়া আলী, লিপি আক্তার, বেলী রহমান, সাদিয়া টুম্পা, তামান্না পিয়সী, আরিফুল ইসলাম, মোঃ জাকির আলম, সাফাত ঢালী, মাজহারুল ইসলাম, রাশাদ ঢালী, রাথিন আহমেদ কর্ণেল, হালিম শেখ, মোঃ রকিবুল ইসলাম রুবেল, ইমরান আলম, মোঃ রাহান আলম, মোঃ লিয়াকত আলী কিরন, আবদুল্লাহ আল মাসুদ, আবুল কালাম আজাদ, মোঃ হাসিব উদ্দিন, আজগর আলী, মোঃ আল আমিন প্রমুখ।
বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
এ নিলয়ের চলচ্চিত্র ‘বউ’ এর সবুজ সূচনা
বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে কে এ নিলয়ের নতুন চলচ্চিত্র ‘বউ’ এর শুভ মহরত অনুষ্ঠিত হয়।
মহরতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান, বাংলাদেশ ফ্লিম ক্লাবের সভাপতি ও প্রযোজক শামসুল আলম, চিত্র নায়ক ডি এ তায়েব ও চিত্রনায়িকা ববি সহ আরো অনেকে।
পরিচালক নিলয় বলেন, বিএফডিসির ৮ নং ফ্লোরে আমার চলচ্চিত্র ‘বউ’ এর শুভ সূচনা করি। এবং এই চলচ্চিত্রে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ডি এ তায়েব ও চিত্র ববি।
তিনি আরো বলেন সরকার পতনের পর পরই সায়মন তারিক ও আমার টিম শিরোনামে চলচ্চিত্র নির্মানে কাজ চলছে পুরোদমে। ইতিমধ্যে রবিউল ইসলাম রবি’র পরিচালনায় (রহস্য) নামে একটি চলচ্চিত্র নির্মাণ কাজ শেষ হয়েছে। চলচ্চিত্র ‘বউ’ আমাদের দ্বিতীয় সিনেমা।
চলচ্চিত্র ‘বউ’ নিয়ে ডি এ তায়েব বলেন, এই চলচ্চিত্র পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে তৈরি হবে। আশা করি, চলচ্চিত্র দর্শক প্রিয় হবে, এবং দর্শকরা সপরিবারে সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন।
উক্ত শুভ সূচনায় বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, শামসুল আলম, সায়মন তারিক, ববি, নৃত্য পরিচালক আজিজ রেজা ও অভিনেত্রী শবনম পারভীন।