সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

বোরহানউ‌দ্দি‌নে শ্রীকৃ‌ষ্ণের জন্মাষ্টমী র‌্যালি, আ‌লোচনা সভা ও বন‌্যার্তদের জন‌্য প্রার্থনা।

 

নুরনবী জেলা  প্রতি‌নি‌ধি: ভোলার বোরহানউ‌দ্দি‌নে যথা‌যোগ‌্য মর্যাদায় ভগবান শ্রী কৃ‌ষ্ণের ৫২৫০ তম জন্মষ্টমী, আ‌লোচনা সভা ও বন‌্যা দুর্গত‌দের জন‌্য বি‌শেষ প্রার্থনা  অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে । সোমবার বেলা ১২ টায় উপ‌জেলা কে‌ন্দ্রিয় ম‌ন্দির থে‌কে  এক‌টি বর্নাঢ‌্য র‌্যালী বের হ‌য়ে পৌর বাজা‌রের বি‌ভিন্ন গুরুত্বপূর্ন সড়ক সমূহ প্রদ‌ক্ষিন ক‌রে রবীদ্রপল্লী ভাওয়া‌য়েলবাড়ী ম‌ন্দি‌রে গি‌য়ে শেষ হয় । প‌রে জন্মাষ্টমী উদ্ যাপন ক‌মি‌টির সভাপ‌তি অধ‌্যাপক লিটন চন্দ্র র‌ক্ষি‌তের সভাপ‌তি‌ত্বে শ্রী কৃ‌ষ্ণের জীবনী নি‌য়ে বি‌শেষ এক আ‌লোচনা ও বন‌্যা দুর্গত‌দের জন‌্য বি‌শেষ অসু‌ষ্ঠিত হয় ।  সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন, কে‌ন্দ্রিয় বিএন‌পির নির্বা‌হি ক‌মি‌টির সদস‌্য ও ভোলা ২ আস‌নের সা‌বেক সংসদ সদস‌্য আলহাজ্ব হা‌ফিজ ইব্রা‌হিম,জন্মাষ্টমী উদ্ যাপন ক‌মি‌টির সাধারণ সম্পাদক বাবু বিল্টু চন্দ্র দাস, উপ‌জেলা হিন্দু,বৌদ্ধ, খৃষ্ট্রান ঐক‌্য প‌রিষ‌দের সম্পাদক বাবু রতন দেবনাথ, সরকারী আব্দুল জব্বার ক‌লে‌জের অধ‌্যাপক বাবু প্রকাশ চন্দ্র দাস, যুগান্তর প্রতি‌নি‌ধি নীল রতন, রঘুনাথ দাস, প্রমূখ । এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,পৌর বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান লিটন, সহ সভাপতি বশির আহমেদ, সহ সভাপতি আলী আকবর পিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন, যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু,পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার,সদস্য সচিব আতিফ আসলাম রুবেল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান হাওলাদার, সদস্য সচিব শিপন হাওলাদার,উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর মাতাব্বর, সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত,সা‌বেক উপ‌জেলা ছাত্রদল সভাপ‌তি আসরাফ আলী সবুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দানিশ চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার,পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম সহ অন‌্যান‌্যরা উপ‌স্থিত ছি‌লেন ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: