স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আজ প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনার সামনে সারা দেশ থেকে আসা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছে।
বহুবছর ধরে দেশের বিভিন্ন জায়গায় প্রায় ১৭০০ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠা হলেও এখন পর্যন্ত বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন।
বিগত সরকারের সময় সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০০৯ ও ২০১৯ এর আওতায় বারবার বিদ্যালয় গুলো পরিদর্শন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট জমা হলেও কখনো সেগুলো আলোর মুখ দেখেনি। বরাবর আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি ।
কর্মসূচির বিষয়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক আরিফুর রহমান অপু বলেন প্রধান উপদেষ্টার নিকট হতে বিদ্যালয় শিক্ষকদের ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টার কার্যলয়ের সামনে এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো।
0 coment rios: