বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে এ দেশের মানুষ শান্তিতে থাকে-ভোলার সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

 


মোঃ ইকবাল বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর নিজ নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানে ফিরলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম । 

দীর্ঘ সময় পর ভোলার মাটিতে পা রাখলে জনগণের ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে সকাল থকেই বোরহানউদ্দিন ও দৌলতখান থেকে হাজার হাজার নেতাকর্মী ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে তাকে বরন করে নেয়। 

পরে বাংলাবাজার ও দৌলতখানে পথসভায় বক্তব্য রেখে বোরহানউদ্দিন আসলে স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে ফুলের শুভেচ্ছা জানান। 

এ সময় তিনি বলেন,  ছাত্র -জনতার গণআন্দোলনের মুখে ফ্যাসীবাদী হাসিনা সরকারের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ আজ মুক্ত স্বাধীন। তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলের চেয়ে বিএনপি সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকে। বর্তমান অন্তবর্তীালীন সরকারের সময়েও নিরাপদে আছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে এ দেশের মানুষ শান্তিতে থাকে।

 তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামীলীগ আমলে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। প্রয়োজনে পুলিশের সহায়তা নেবেন। 

আজ(২১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় বোরহানউদ্দিন উপজেলা সড়ক কুড়ালিয়া হাউজের সামনে জনসমুদ্রে তিনি এসব কথা বলেন।

 এ বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে, উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, সদস্য সচিব  আজম কাজী, পৌর বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম খান, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সাধারণ সম্পাদক জসিম খা, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব জাফর মূর্ধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দানেশ চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার সহ উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: