এম এ হানিফ রানা - সিনিয়র স্টাফ রিপোর্টার: কোটা আন্দোলন থেকে শেষ পর্যন্ত সরকার পতনের ১ দফা দাবিতে রুপ নেয়। যেখানে সমর্থন ছিলো ছাএ জনতা থেকে শুরু করে অভিভাবক, শিক্ষক সমাজ, সাবেক সেনা সদস্যদের এবং চিএ জগতের তারকা সহ আপামোর জনতার।
(৫ আগষ্ট ২০২৪ ইং) সোমবার সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘লং মার্চ টু ঢাকা’ আন্দোলনের ডাক দেয়। এই আন্দোলনকে সফল করতে রাজধানীর রাস্তায় নেমে আসে লাখো মানুষ। অনেকে হাতে পতাকাসহ স্লোগান দিতে দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। পদত্যাগ করে বেলা আড়াইটার দিকে থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে।
এদিকে দেশের চলমান পরিস্থিতিতে নিয়ে বিকাল সাড়ে ৪টায় জনগণের উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। সেই সময় পর্যন্ত দেশের সব নাগরিককে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।
0 coment rios: