রাকিব হোসেন ঢাকা: রাজধানীর মালিটোলা ৩৫ নং ওয়ার্ড এর মৃত আফজাল হোসেন নান্টু মোল্লা দুটি বিয়ে করেন, দ্বিতীয় বিয়েটি করেন পারভিনকে সরল মোনে তিনি সংসার করেন চার সন্তান নিয়ে, আফজাল হোসেন নান্টু মোল্লা ২০০৫ মারা যায়, এরপর থেকেই শুরু হয় তাদের দুঃখের জীবন,
এক সময় তাদের সবকিছু থাকলেও এখন বাবার পৈত্রিক সম্পত্তি থেকে আজ বঞ্চিত। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা ভাঙচুর পরিবারের ৬ জনকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি।
প্রতিপক্ষ মো: আলী ময়না , মোঃ আবু সাঈদ ,ওয়াজেদ আলী রায়হান এবং তার সৎ ভাইদের বিরুদ্ধে। ওই হামলা ও ভাঙচুরের ঘটনাটি ঘটেছে গত সোবার সকালে বংশাল মালিটোলা এলাকায়।
আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল হসপাতালে ভর্তি করান। আহতরা হলেন,দ্বিতীয় স্ত্রী পারভিন বেগম, পাপিয়া সুলতানা টুম্পা, তুহিন হোসেন ও পারভেজ আহমেদ রাজু সহ আরো অনেকে।
এই সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাপিয়া সুলতানা টুম্পা জানান: সরকার পতনের ৫ তারিখের পর থেকে শীর্ষ সন্ত্রাসী সাবেক কাউন্সিলরের লোকজন নিয়ে আমার চাচা আলী ময়না আমার বাসায়, অতর্কিত হামলা চালায়। আজকে আমি আইনের ছাত্র হয়েও মার খাচ্ছি, আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়, আমি এবং আমার পরিবার বাড়ি ঘরের ঠিক মত থাকতে পারছি না আমি এই সরকারের কাছে আমার নিরাপত্তা চাই।
0 coment rios: