বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি:অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল সারে পাঁচটার দিকে পঞ্চগড় জেলা বিএমপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশ থেকে বক্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করেন। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য শফিউজ্জামন রুবেল পাটোয়ারী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এমএ বারী, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ।
0 coment rios: