বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা মৎসজীবি দলের উদ্যোগে মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও বি এন পির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মাহতাব এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। দোয়া মিলাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী এবং বন্যায় মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া চাওয়া হয়। ২৩ আগস্ট শুক্রবার জাতীয়তাবাদী দল বি এন পির কার্যালয়ে আছর নামাজ বাদ বানারীপাড়া উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি খসরু নোমান নান্নু মৃধার সভাপতিত্বে সাধারন সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা বি এনপির সদস্য সচিব রিয়াজ মৃধা, পৌর বি এন পির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার, সদস্য সচিব হাবীবুর রহমান জুয়েল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিন খালাসী, পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জকু, উপজেলা মৎস্যজীবি দলের সিনিয়র সহসভাপতি সজিব আহম্মেদ মোক্তার, সাংগঠনিক সম্পাদক কেশব লাল বিশ্বাস। উল্লেখ্য গত ১২ আগস্ট মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও বি এন পির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মাহতাব বার্ধ্যক জনিত কারনে ইন্তেকাল করেন।
0 coment rios: