শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

এবার রাজনীতিতেও সংস্কার হচ্ছে নির্বাচিত হয়ে যা ইচ্ছা করবেন সে কথা ভুলে যান-আমির খসরু

 

 

আনোয়ার হোসেন লক্ষ্মীপুর  : লক্ষ্মীপুরের কমলনগর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ। নৈরাজ্য,সন্ত্রাসী, লুটপাট,হত্যা ও দখলদারের বাংলাদেশে নয়। এ দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যে বাংলাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করবে।নির্বাচিত জনপ্রতিনিধির জনগণের কাছে জবাবদিহিতা ও দায়বদ্ধ থাকতে হবে। এমপি মন্ত্রী হয়ে যা খুশি করবে সেটা আর চলবে না,সে দিন শেষ হয়ে গেছে।


 

শনিবার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট পানিবন্দি দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ ও সুধী সমাবেশে তিনি আরো বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বন্যার্তদের পাশে আছে থাকবে।দেশের যেখানে বন্যা কবলিত মানুষ আছে, যেখানেই তাদের পাশে দাঁড়াবে । লুটপাট, চাঁদাবাজি বিএনপি'র রাজনীতি নয়,জনগণের আস্থা ও ভালবাসাই বিএনপির রাজনীতি। রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে, যে সমস্ত রাজনীতিবিদ, নেতাকর্মী এটা বুঝতে পারবে না তাদের কোন রাজনীতি আগামী দিনে বাংলাদেশে থাকবে না। 


 এ সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ। বর্তমানে মানুষের যে অসহায়ত্ব,তা আর কখনো দেখা যায়নি। বন্যা দুর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি।


 কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত পানিবন্দি মানুষের পাশে আমরা থাকবো।


 কমলনগর উপজেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। কমলনগর উপজেলা বিএনপি'র সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, বিএনপি নেতা এম দিদার হোসেন। 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সহ সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ,বিএনপি নেতা হিরন হাওলাদার, আবদুল অদুদ হাওলাদার,সাধারণ সম্পাদক জাফর ও শাহাদাত হোসেন প্রমুখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: