বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে পঞ্চগড় সদর উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা-কর্মী বৃন্দ।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সারে ৩টায় পঞ্চগড় জেলা বিএনপি'র দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের ভিতরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদার রহমান মাহবুব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এটিএম হাসানুজ্জামান পলাশ, আরিফুল ইসলাম ইরান প্রমূখ।
আলোচনা সভা পরিচালনা করেন সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান বাঁধন।
0 coment rios: