সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

কিশেরগঞ্জের ইটনায় চৌধুরী কামরুল হাসানকে প্রধান আসামী করে ৩৮ জনের বিরুদ্ধে মামলা

লিপন খান , কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানকে প্রধান আসামী করে ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৫ আগস্টল) রাতে উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের ওয়ারা গ্ৰামের মৃত কাশেম আলীর ছেলে মোঃ হারুন মিয়া (৩৫) বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, বিগত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার সমর্থক মোঃ হারুন মিয়া ২৫ মে মোটরসাইকেল মার্কার প্রচারণা শেষে বাড়িতে ফেরার পথে উল্লেখিত আসামিরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ককটেল ইত্যাদি নিয়ে অতর্কিত হামলা চালায়। যার প্রেক্ষিতে মোঃ হারুন মিয়া বাদী হয়ে ইটনা থানায় ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেন‌।

উক্ত মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসানসহ বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিলুজ্জামান এছাড়াও উল্লেখযোগ্য আসামি হয়েছেন জয়সিদ্দি ইউনিয়নের মদিরগাও গ্ৰামের ফারুক মিয়া, মদিরগাও গ্ৰামের মোঃ কামরুল হাসান, জয়সিদ্দি ইউনিয়নের ওয়ারা গ্ৰামের নুরু মিয়া, জয়সিদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হাই, ধনপুর ইউনিয়নের কাঠরই গ্ৰামের শৈলেন চন্দ্র দাস, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ নেতা এনায়েত কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আবু তালেব এবং মোঃ ইকবালসহ ২৫ জন এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির রব্বানী মামলার তথ্য নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: