শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

 

এম এ হানিফ রানা - সিনিয়র স্টাফ রিপোর্টার: " বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন  পোশাক শ্রমিকরা"। গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট সংলগ্ন স্টাইল ক্র্যাফট ও ইয়ং ওয়ান্স বিডি লিঃ গার্মেন্টস শ্রমিকরা আজ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।  ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যাবতীয় পাওনা আদায়ে বারং বার এমন কর্মসূচি পালন করলেও মালিক পক্ষ থেকে কোন আশার বানী পাওয়া যায়না বলে অভিযোগ করছেন পোশাক শ্রমিকরা। 

শ্রমিকরা অভিযোগ করেন, ২০১৯ সাল থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে এক প্রকার জোর করেই বহিষ্কার করে মালিক ও কর্তৃপক্ষ। যেটা চলমান ছিলো। কিন্তু কোন বেতন বোনাস বা মাতৃত্বকালীন ভাতাও দেয়া হয় নাই। টাকা চাইলে বিভিন্ন ভাবে হয়রানিও করে যাচ্ছিলো বছরের পর বছর ধরে। অতিতে অনেকবার বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করলেও মালিক প্রভাব বিস্তার করে সেই আন্দোলনকে সফল করতে দেননি। 

গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমও এক সময় এই সমস্যা সমাধানের কথা বললেও সেই আশাতেও বালি পরেছে। আলোর মুখ দেখেনি অজানা কারনে। 

এভাবেই বিভিন্ন সময় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথক আলোচনা হলেও সমস্যা সেই আলোচনাতেই সীমাবদ্ধ রয়ে গেছে। বর্তমানে কারখানা চললমান থাকলেও নানান অজুহাতে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত বেতন দেয়ার নামে তালবাহানা করে যাচ্ছে মালিক পক্ষ। 


তারা আরে বলেন এখন দেশ আবারো স্বাধীন হয়েছে। তাই নব চেতনায় উজ্জীবিত হয়ে আমরা আবারো মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাও আছেন। তাীা আমাদের আশ্বাস দিয়েছেন এই সমস্যা সমাধানের বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিবেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: