সন্ত্রাসী, চাঁদাবাজি ও জবরদখলদের অত্যাচারে অতিষ্ট সিরাজদিখান থানার এলাকা। কয়েকদিন পরপর জমি দখল, চাঁদা দাবি এবং অপহরনের মতো অপকর্ম করে আসছে সন্ত্রাসীরা। এলাকাবাসী প্রশাসনের দ্বারস্থ হলেও তেমন কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এরমধ্যে নিমতলা এলাকায় মাহমুদা আক্তার সুমি নামে একজন মহিলার জমি জবরদখল এবং চাঁদাবাজির অভিযোগ উঠে এসেছে। স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগি সেই নারী অভিযোগ করেন। জানা গেছে, যারা এই এলাকায় সন্ত্রাসী তান্ডব করে আসছে তারা সবাই রাজনৈতিক ছত্রছায়ায় ঘুরে বেড়ান। এলাকাবাসী জানিয়েছে, সন্ত্রাসীরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এলাকাবাসী ও ভুক্তভোগিদের সাথে কথা বলে জানা যায়, মোঃ রকি শেখ বাহিনীর প্রধান। তার নেতৃত্বে নিমতলা এলাকায় একদল সন্ত্রাসী এলাকাবাসীকে জিম্মী করে রেখেছে। ভূমিদস্যু রকি বাহিনী দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ভুক্তভোগি মোসাম্মাৎ জিন্নাত পারভিন বলেন, ‘প্রথমে তারা জমি দখল করতে আসে। সেখানে জমিতে ধান রোপনে বাঁধা প্রদান করেন। কিছুদিন চুপ থাকার পর আবারো তারা ছেলেদের মারধর এবং মহিলাদের গালিগালাজ করে জমি ছেড়ে দিতে বলেন। বাধ্য হয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করি।’
অভিযোগকারী মোঃ আক্তার হোসেন বলেন আমাদের বাউন্ডারি লাইন ভেঙ্গে সম্পত্তি দখলের চেষ্টা করে ভূমিদস্যু রকি। ভয়ভীতিও দেখানো হয়। আমি থানায় অভিযোগ দায়ের করলে আমাকে জানায় আমার জমির কাজে কোন বাধা সৃষ্টি করবে না। কয়েকদিন পর ফের জমি বুঝিয়ে দিতে বলে আমি দিতে অস্বীকৃতি জানাই। রকি তখন আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার উপর চড়াও হয় এবং আমাদের পরিবারের প্রাণনাশের হুমকি দেয়। কিছুদিন আগে ২০/২৫জনের সন্ত্রাসী দল আমার বাউন্ডারি লাইন ভেঙ্গে ফেলে। এবং প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, ভুক্তভোগি সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছেন। কারণ স্থানীয়রা জানিয়েছেন, আসামীরা দিব্যি ঘুরছে আর ভুক্তভোগীদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগির জমির দুই পাশে বাউন্ডারি লাইন ভাঙ্গা। উল্লেখ্য থাকা কয়েকজন সন্ত্রাসী জমির আশে পাশে ঘুরতে দেখা গেছে। ভুক্তভোগি মোঃ দীন ইসলাম মোল্লা বলেন, ‘আমার জমি দেখতে এখানে আসা যেতনা। কেউ আসলে দুই থেকে তিন ঘন্টা আটকিয়ে রাখতো সন্ত্রাসীরা। সেনাবাহিনীর কাছে অভিযোগ দেয়ার পরে অবশ্য কিছু বলছেনা কিন্তু এখনো দেখা হলে ভয়ভীতি দেখাচ্ছেন সন্ত্রাসীরা। আমি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যেন সন্ত্রাসীদের ন্যায্য বিচারের আওতায় আনে।’ নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক চা দোকানদার এই প্রতিবেদককে বলেন, ‘প্রতিদিন আমরা অতিষ্ট হয়ে পড়ছি সন্ত্রাসীদের যন্ত্রনায়। কখনো দোকানে এসে চাঁদা দাবি করছে কখনো জমি দখল করতে যাচ্ছে। বাধাঁ দিলেই মারধরের শিকার হতে হয়। থানায় বহুবার বলেছি কিন্তু তারা কোন আমলে নিচ্ছেনা।’ স্থানীয়রা জানিয়েছেন, রকি শেখ বাহিনীর নেতৃত্বে এমন সন্ত্রাসী ঘটনা নিত্যদিনের। জানা গেছে, জমি বিক্রি করলে কিংবা কিনলে মোটা অংকের চাঁদা দাবি করে রকি বাহিনীরা। এক সময়ে মানুষের বাড়িতে লেবার হিসেবে কাজ করতেন রকি। চাঁদাবাজি করে সে এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। তার অত্যাচারে শিকার হয়েছেন মোঃ মোক্তার হোসেন মোল্লা,
মাহমুদা আক্তার সুমি,
মোঃ আক্তার হোসেন, (ভেন্ডার)
মোঃ দীন ইসলাম মোল্লা,
মোঃ তাজল ইসলাম মোল্লা,
মোঃ নজরুল ইসলাম মোল্লা এবং
মোসাম্মাৎ জিন্নাত পারভিন । জানা গেছে, নিমতলা সিরাজদিখান এলাকার আওয়ামী লীগের নেতা রকি, এখন নিজেই এক বিশাল সন্ত্রাসী সাম্রাজ্য তৈরি করেছেন ভূমিদস্যু রকি বাহিনী। এলাকাবাসী মোঃ শাহাবুদ্দিন মোল্লা জানিয়েছে, বর্তমানে আওয়ামী লীগ সরকার না থাকলে ও রকি কিভাবে চাঁদাবাজি করে তা বোধগম্য নয়। একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের প্রত্যেকটি সমাবেশে রকি সহ বেশ কয়েকজনকে দেখা যেতো। এমনকি মিটিং-মিছিলেও তারা সামনের সারিতে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রুখে দিতে আওয়ামী লীগের নেতৃত্বে রকিকে ১৮ তারিখ ২৯ তারিখ এবং ৪ তারিখে শটগাং সহ ঘুরতে দেখা যায় এবং ছাত্রদের উদ্দেশ্য করে গুলি করতে দেখা যায় প্রকাশ্যে । এলাকাবাসী জানায় রকি, আওয়ামী যুবলীগের সক্রিয় নেতা, উপজেলা ভূমি অফিস সিরাজদিখান মুন্সীগঞ্জ ভূমিদস্যু রকি বাহিনীর কাছে জিম্মী, অর্ধশত লোকের জমি দখল করে আছে ভূমিদস্যু রকি বাহিনী। ভয়ে মুখ খুলেন না সাধারণ মানুষ। মোঃ রাব্বি হাওলাদার এর কাছে রকি বাহিনী চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করলে, রাব্বিকে তখন রকি বাহিনী রক্তাক্ত জখম করে এবং তারপর ৪ লাখ টাকার মালামাল লুট করে। রাব্বি সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন , মামলা নম্বর -৫৬, তারিখ ১৩/০৩/২০২৪ ইং। সন্ত্রাসী রকির নামে একাধিক মামলাও রয়েছে।
এ প্রসংগে সিরাজদিখান থানার সাথে যোগাযোগ করা হলেও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি এ বিষয়ে মো: রকি শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
0 coment rios: