মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

দীর্ঘ কারাভোগের পর জামিন পেলেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ ৪৬ জন

দীর্ঘ কারাভোগের পর জামিন পেলেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ ৪৬ জন

 


খলিলুর রহমান,সাতক্ষীরা : শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ দিন কারাভোগের পর অবশেষে জামিন পেলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ নেতা-কর্মী। মঙ্গলবার(২৭ আগস্ট) দুপুরে উচ্চ আদালতের ১১ নং বেঞ্চ থেকে তিনিসহ কারাগারে থাকা বিএনপির সকল নেতা-কর্মীদের জামিন দেয়া হয়। এর ফলে তিনিসহ সকল নেতা-কর্মীদের কারাগার হতে বের হতে আর কোন বাধা নেই।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী বাংলাদেশ সুপ্রিম কোর্টের এড. শাহানারা আক্তার বকুল জানান, ২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার ১২ বছর পর কলারোয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে মনগড়া মিথ্যা চার্জশীট দাখিল করেন। যার প্রেক্ষিতে বিতর্কিত চার্জশিট ও মিথ্যা স্বাক্ষরের ভিত্তিতে আদালত সাবেক এমপি হাবিবসহ ৫০ জন বিএনপি নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা প্রদান করে আদালত। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কারাবন্দী বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। ইতিমধ্যেই এই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে চারজন বিএনপি নেতা কর্মী কারাগারে মৃত্যুবরণ করেছে। সাবেক এমপি হাবিবসহ ৪৬ জন বিএনপি নেতাকর্মী অদ্যবধি কারা ভোগের পর মঙ্গলবার দুপুরে উচ্চ আদালতের ১১ নং বেঞ্চ থেকে তিনিসহ সকল নেতা-কর্মীর জামিন প্রদান করা হয়।

এড. শাহানারা আক্তার বকুল আরো জানান, এর ফলে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ সকল নেতা-কর্মীদের কারাগার হতে বের হতে আর কোন বাধা নেই।

বানারীপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

বানারীপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

 


বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সরকারী মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদারের পদত্যাগের দাবীতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা মারব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গত ৪/৫ দিন ধরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে উত্তাল সমগ্র বানারীপাড়া। ইতিমধ্যে এই প্রধান শিক্ষকের পদত্যাগের উল্লেখ্যযোগ্য ১২ টি কারন উল্লেখকরে সমগ্র বানারীপাড়ায় হ্যান্ড বিল বিতরন করে শিক্ষার্থী,  অভিভাবক ও সাধারন জনতা। উক্ত হ্যান্ডবিলে প্রধান শিক্ষক কৃষ্ণ কান্তের বিভিন্ন দূর্নীতির তথ্য তুলে ধরা হয়। তারমধ্যে উল্লেখযোগ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক সমাজ সংস্কারের বিভিন্ন কাজ যেমন ট্রাফিক নিয়ন্ত্রন, রাস্কাঘাট পরিস্কার ও দেয়াল লিখনে শিক্ষার্থীদের বাধা প্রধান, আইডি কার্ড দেয়ার কথা বলে টাকা উত্তোলন করে আইডি কার্ড না দেয়া, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে খুব অশোভনীয় আচরন করা, গরীব শিক্ষার্থীদের আর্থিক অবস্থা নিয়ে বিদ্রুপ করা, ভিক্ষা করে ফরম পূরনের টাকা পরিশোধ করতে শিক্ষার্থী অভিভাবকদের হুমকি দেয়া। এস  এস সি পরীক্ষার প্রবেশ পত্র কিংবা পাসের সার্টিফিকেট নিতে জনপ্রতি ৫ শত টাকা চাদা নেয়া, ৮ম শ্রেনীর এক শিক্ষার্থীর পিঠে কনুই দিয়ে আঘাত করে ঐ শিক্ষার্থীর মেরুদন্ডের হার ভেঙ্গে দেয়া, মুসলিম শিক্ষার্থীর যোহরের নামাজ আদায় করতে সুযোগ না দেয়া এবং কেহ নামাজ আদায় করতে গেলে সেই শিক্ষার্থীকে হেনস্তা করা, বিভিন্ন সময় বিভিন্ন গাইড কোম্পানীর কাছ থেকে মোটা অংকের টাকা (৩/৪ লাখ) নিয়ে  নিম্ন মানের ঐ নির্ধারিত নোট গাইড কিনতে বাধ্য করা, শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাবদ সরকার ও শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত টাকা দিয়ে নিম্ন মানের খাবার ও পুরস্কার দিয়ে টাকা বাঁচিয়ে আত্মসাৎ করা, প্রতিবছর মসজিদের জন্য বিদ্যালয় হতে ৩০/৪০ হাজার টাকা উঠিয়ে ২০ হাজার ৪০০ টাকা দিয়ে বাকি টাকার হিসাব না দেয়া, শিক্ষার্থীদের বিভিন্ন সময় জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, ফকিনির বাচ্চা  গরীবের বাচ্চা বলে গালি দেয়া, পক্ষপাতিত্য যেমন নিজ সন্তানকে এক চোখে এবং অন্যান্য শিক্ষার্থীদের ভিন্ন চোখে দেখা সহ বিভিন্ন অভিযোগ উল্লেখ করে এই হ্যান্ড বিল বিতরন করা হয়। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা আরো অভিযোগ করে আজ অধিকাংশ শিক্ষার্থীদের বিদ্যালয়ের শিক্ষক নিয়াজ মোর্শেদ পলাশ গেটে তালা মেরে আটকে রাখে এবং অশ্লীল ভাষায় গালিগালাছ করে। দাবী এক দফা এক প্রধান শিক্ষকের পদত্যাগ এই শ্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল করে বানারীপাড়া উপজেলা কার্যালয়ে অবস্থান করে শিক্ষার্থীরা।  শিক্ষার্থীদের একটি দল তখন নির্বাহী কর্মকর্তা ডাঃ অন্তরা হালদারের সাথে দেখা করলে তিনি শিক্ষার্থীদের বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবেন বলে আচ্ছাস দিলে শিক্ষার্থীরা উপজেলা কার্যালয় ত্যাগ করে। আজ বিদ্যালয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক শ্রেনীকার্যক্রমে অনুপস্থিত ছিলেন। এ প্রসংগে নির্বাহী কর্মকর্তা ডাঃ অন্তরা হালদার বলেন প্রধান শিক্ষক আমার কাছে ছুটির জন্য লিখিত দরখস্ত দিয়ে গেছেন। উপস্থিত অনেক অভিভাবকরা আক্ষেপ করে বলেন বানারীপাড়ার মত ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে ওনার মত প্রধান শিক্ষক কিভাবে হতে পারে। সারা বানারীপাড়া আজ উত্তাল প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে। শিক্ষার্থীরা জানায় প্রধান শিক্ষক আমাদের মানব বন্ধনটি বানচাল করতে কয়েকজন শিক্ষকের সহায়তা নিয়ে আমাদের বাধা সৃষ্টি করে আসছে। তারা বিভিন্ন ভাবে পদক্ষেপ নিয়েছিল যাতে আমরা তার কুকৃর্তি নিয়ে মানব বন্ধন না করি, এমনকি আমাদের অভিভাবদের দিয়েও মারধর দেয়াইছে যাতে আমরা নিশ্চুপ থাকি। প্রসংগ কয়েক বছর পূর্বে বাংলাদেশ উন্মুক্ত বিদ্যালয়ের বোর্ড পরীক্ষা চলাকালীন সময় প্রশ্নপত্র আলমারিতে তালাবদ্ধ রেখে নিজের খেয়াল খুসি মত পাশ্ববর্তী উপজেলা স্বরুপকাঠিতে ভোজ খেতে যান। ২ টায় পরীক্ষার নির্ধারিত সময় থাকলে ও পরীক্ষা হলে না আসলে তাকে ফোন দিয়ে না পেয়ে মটোরসাইকেল যোগে তাকে ৩/৩০ টায় স্কুলে নিয়ে আসা হয়। স্বুরুপকাঠি গিয়ে দেখা যায় তিনি সেখানে খুবই খোশ মেজাজে ছিলেন। কতোটা দায়িত্বহীনতা হলে একজন প্রধান শিক্ষক এমন কর্মকান্ড করতে পারে তা নিয়ে ঐ সময় পরীক্ষার্থীরা খুবই উদ্বিগ্ন হয়েছিল। যদি ও সেযাত্রা অনেক টাকার বিনিময় নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল।

বিরামপুরে জরিমানা-সিলগালা, ২ দালাল কারাগারে

বিরামপুরে জরিমানা-সিলগালা, ২ দালাল কারাগারে

 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  থেকে ২ জন দালাল ও মালিকপক্ষের ২ জনকে আটক করে বৈষম্য বিরোধী  ছাত্র আন্দোলনের বিরামপুর উপজেলার ছাত্র'রা । পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের দুই'জনকে ১মাস মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও দু'জনকে ৫ হাজার টাকা জরিমানা'সহ ইউনিক ডায়াগনস্টিক সেন্টার নামে এক প্রতিষ্ঠানকে সিলগলা করা হয়েছে। মঙ্গলবার  (২৭আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা  করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।

এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল কঞ্চিগাড়ী গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোফাজ্জল হোসেন(৪০), ও খানপুর ইউনিয়নে ঝগুপাড়া গ্রামের মোজাফফর রহমানের ছেলে হাবিল মিয়া (২৭),। তারা পৌর শহরের নতুন বাজারের ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং পদে রয়েছেন।

অর্থদন্ড মালিকপক্ষরা হলেন-নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের সিম্না গ্রামের বাবুল হোসেনের ছেলে আব্দুল হাই (২৫) ও বিরামপুর পৌরশহরের তৈয়বপুর গ্রামের শামিম মন্ডল(২৫)।

এছাড়াও অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে।

জানাযায়,দীর্ঘদিন যাবত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে বেশ কিছু দলাল প্রবেশ করে  আসছিল। সাধারণ মানুষের নিকট তাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কথা বলে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার কথা বলে তাদের নিজ-নিজ প্রতিষ্ঠানে নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে পরীক্ষা নিরিক্ষার করার জন্য  রোগী খোঁজে আসলে বিরামপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা তাদের আটক করে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রসুল রাখি বলেন, উপজেলার বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের লোকজনদের অসৎ উদ্দেশ্য হাসপাতালে প্রবেশ না করার জন্য একাধিক বার বলা হয়েছে। তারপরও তারা নিয়মিত যাতায়াত করতে থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন জানান, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

মেহেরপুরের ৫ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান   মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের ৫ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান মেহেরপুর প্রতিনিধি

 


মেহেরপুর প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত মেহেরপুর শহরের দিঘির পাড়া ৫ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকেলে মেহেরপুর শহরের দিঘিরপাড়ায় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মেহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজিজুল হক প্রমুখ।পরে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের আলোচনা সভা ।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের আলোচনা সভা ।

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ১৬ বছর পর প্রকাশ্যে  বড়পলাশবাড়ী ইউনিয়নে জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বড়পলাশবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ফরহাদ রেজার সভাপতিত্বে ও ঠাকুরগাঁও শহর শাখার ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুল হাকিম। এছাড়াও বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, সহ- সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, বড়পলাশবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাসুদ রানা, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নওশাদ আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামীলীগ আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে জুলুম নির্যাতন করেছে। প্রত্যেক নেতাকর্মীদের নামে ১০-১৫ টার বেশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়েছে। দেশের টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে। এবার ২০১৪ ছাত্র জনতা দেশকে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার পতন করেছে আবাবিল পাখির মত। ছাত্ররা বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। ক্ষমতা হারিয়ে আজ দেশের ৩০০ আসনের এমপি গর্তে ঢুকে গেছে। তারা আর লজ্জায় বের হতে পারছে না। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট প্রফেসর ডা. মোহাম্মদ ইউনূস কাছে দাবি জানিয়েছি যাতে পরবর্তীতে কোন সরকার এভাবে অন্যায়ভাবে শাসন না করতে পারে। তাই তিনি কথা দিয়েছেন দেশের প্রতিটা সেক্টর সংস্কার করবেন। মানুষের জন্য কাজ করবেন এবং ভোটের অধিকার নিশ্চিত করবেন। এড়াছাও আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া কামনা করে দেশের নানা বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন বক্তারা।

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবীতে মানববন্ধন ।

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবীতে মানববন্ধন ।

 
মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রহিমানপুর ইউ.আই আলিম মাদ্রাসার অধ্যক্ষ নূর আলম সরকারের পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে সাবেক-বর্তমান শিক্ষার্থী ,শিক্ষক ও অভিভাবকগণ। ২৭ আগষ্ট মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রী আন্দোলনের ছাত্র- ছাত্রী ও অভিভাবক ব্যানারে এই মানববন্ধন করা হয়।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, চলতি মাসের ৩ আগস্ট সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মাদ্রাসায় উপস্থিত হয়ে কোন নিয়ম না মেনে অবৈধভাবে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর আলম সরকারকে মোটা অংকের টাকার বিনিময়ে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন। আমার এই অবৈধ অধ্যক্ষের পদত্যাগ চাই। সেই সাথে অবৈধ এই অধ্যক্ষের প্রয়োজনীয় বিচারের দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীদের মানববন্ধনে উপস্থিত হয়ে রহিমানপুর ইউ.আই আলিম মাদ্রাসার শিক্ষকরা জানান, ‘আমরা শিক্ষার্থীদের দাবীর সাথে একমত পোষণ করছি। অনিয়ম ও দুর্ণীতির সাথে যুক্ত থাকায় আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর আলম সরকারকে অপসরণের দাবী জানাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধীক শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকরা অধ্যক্ষ্যের পদত্যাগের দাবীতে বক্তাব্য রাখেন।

পরে বিক্ষোভটি ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এসে শেষ হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন শিক্ষার্থীরা।

সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি করা হয়। গত ২৬ আগষ্ট সোমবার এ আদেশ দেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। গত ২৬ আগষ্ট সোমবার শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা মন্ডপে জন্মাষ্টমী পূজা প্রস্তুুতিতে পূর্বের ন্যায় উত্তেজনা দেখা দেয়। ফলে ২৬ আগষ্ট ভোর ৬টা থেকে ২৭ আগষ্ট রাত ১০টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেওয়া হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলায়েত হোসেন বলেন, ঐ মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হতাহতের ঘটনাও ঘটে। জন্মাষ্টমী পূজা উদযাপনে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন ।

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন ।

 


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ২৬ আগষ্ট সোমবার পৌর শহরের মন্দিরপাড়া এলাকায় শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দির থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রাটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে শ্রী শ্রী গোবিন্দ জিউ মন্দিরের সভাপতি এডভোকেট শেখর কুমার রায়ের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, এনএসআই'র, জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি বাসুদেব ব্যানার্জি, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং, সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডু, ঠাকুরগাঁও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, ঠাকুরগাঁও জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অরুন কুমার রায়, ঠাকুরগাঁও জেলা যুব মহাজোটের সভাপতি জয় মহন্ত অলক, জাকের পার্টির হিন্দু ভক্ত ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা সভাপতি কেশব শর্মা প্রমুখ। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 

বোরহানউ‌দ্দি‌নে শ্রীকৃ‌ষ্ণের জন্মাষ্টমী র‌্যালি, আ‌লোচনা সভা ও বন‌্যার্তদের জন‌্য প্রার্থনা।

বোরহানউ‌দ্দি‌নে শ্রীকৃ‌ষ্ণের জন্মাষ্টমী র‌্যালি, আ‌লোচনা সভা ও বন‌্যার্তদের জন‌্য প্রার্থনা।

 

নুরনবী জেলা  প্রতি‌নি‌ধি: ভোলার বোরহানউ‌দ্দি‌নে যথা‌যোগ‌্য মর্যাদায় ভগবান শ্রী কৃ‌ষ্ণের ৫২৫০ তম জন্মষ্টমী, আ‌লোচনা সভা ও বন‌্যা দুর্গত‌দের জন‌্য বি‌শেষ প্রার্থনা  অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে । সোমবার বেলা ১২ টায় উপ‌জেলা কে‌ন্দ্রিয় ম‌ন্দির থে‌কে  এক‌টি বর্নাঢ‌্য র‌্যালী বের হ‌য়ে পৌর বাজা‌রের বি‌ভিন্ন গুরুত্বপূর্ন সড়ক সমূহ প্রদ‌ক্ষিন ক‌রে রবীদ্রপল্লী ভাওয়া‌য়েলবাড়ী ম‌ন্দি‌রে গি‌য়ে শেষ হয় । প‌রে জন্মাষ্টমী উদ্ যাপন ক‌মি‌টির সভাপ‌তি অধ‌্যাপক লিটন চন্দ্র র‌ক্ষি‌তের সভাপ‌তি‌ত্বে শ্রী কৃ‌ষ্ণের জীবনী নি‌য়ে বি‌শেষ এক আ‌লোচনা ও বন‌্যা দুর্গত‌দের জন‌্য বি‌শেষ অসু‌ষ্ঠিত হয় ।  সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন, কে‌ন্দ্রিয় বিএন‌পির নির্বা‌হি ক‌মি‌টির সদস‌্য ও ভোলা ২ আস‌নের সা‌বেক সংসদ সদস‌্য আলহাজ্ব হা‌ফিজ ইব্রা‌হিম,জন্মাষ্টমী উদ্ যাপন ক‌মি‌টির সাধারণ সম্পাদক বাবু বিল্টু চন্দ্র দাস, উপ‌জেলা হিন্দু,বৌদ্ধ, খৃষ্ট্রান ঐক‌্য প‌রিষ‌দের সম্পাদক বাবু রতন দেবনাথ, সরকারী আব্দুল জব্বার ক‌লে‌জের অধ‌্যাপক বাবু প্রকাশ চন্দ্র দাস, যুগান্তর প্রতি‌নি‌ধি নীল রতন, রঘুনাথ দাস, প্রমূখ । এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,পৌর বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান লিটন, সহ সভাপতি বশির আহমেদ, সহ সভাপতি আলী আকবর পিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন, যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু,পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার,সদস্য সচিব আতিফ আসলাম রুবেল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান হাওলাদার, সদস্য সচিব শিপন হাওলাদার,উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর মাতাব্বর, সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত,সা‌বেক উপ‌জেলা ছাত্রদল সভাপ‌তি আসরাফ আলী সবুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দানিশ চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার,পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম সহ অন‌্যান‌্যরা উপ‌স্থিত ছি‌লেন ।

দিনাজপুর জেলা এবি পার্টির যোগদান অনুষ্ঠান ও আনন্দ র‍্যালি

দিনাজপুর জেলা এবি পার্টির যোগদান অনুষ্ঠান ও আনন্দ র‍্যালি

 


বিরামপুর (দিনাজপুর): প্রতিনিধি- আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নতুন সদস্য যোগদান এবং আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট, রবিবার বিকেল ৪ টায় বিরামপুর পুরাতন বাজারে অবস্থিত এবি পার্টির জেলা কার্যালয়ের সামনে নতুন সদস্যদের যোগদান এবং সমাবেশ শেষে দলটির নিবন্ধন পাওয়ায় এক আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় এবি পার্টি ও অঙ্গ-সংগঠন যুব পার্টি, শ্রমিক পার্টিতে ২৬ জন নতুন সদস্য যোগদান করেন এবং ছাত্রপক্ষে প্রায় ১৫ জন ছাত্র যোগদান করেন।

যোগদান অনুষ্ঠান এবং আনন্দ র‍্যালিতে এবি পার্টির দিনাজপুর জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ শহীদুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, যুগ্ন আহবায়ক গোলাম সারওয়ার, তাইজুল ইসলাম দুলাল, সাংগঠনিক সচিব আনোয়ার হোসেন, অর্থ সচিব সাইদুর রহমান সুমন, সহকারী সদস্য সচিব হাদিসুর রহমান, সামিউল আলম, নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব ওয়াহেদুজ্জামান, কেন্দ্রীয় এবি যুব পার্টির সদস্য মনিরুল ইসলাম, মাহমুদুল ইসলাম সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ বলেন, এবি পার্টিকে জেলা থেকে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। সব জায়গায় এবি পার্টির ঘাঁটি তৈরি করতে হবে। রাষ্ট্র ও জনগণের প্রয়োজনে এবি পার্টি সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।

বক্তারা আরো বলেন,  আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

ঠাকুরগাঁওয়ে হরিপুরে গেরুয়াডাংগী  গ্রামের ৬০ থেকে ৭০ টি পরিবারের লোকজনের বের হওয়ার কোন  রাস্তা নেই !

ঠাকুরগাঁওয়ে হরিপুরে গেরুয়াডাংগী গ্রামের ৬০ থেকে ৭০ টি পরিবারের লোকজনের বের হওয়ার কোন রাস্তা নেই !


মজিবর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ৬০ থেকে ৭০ টি পরিবারের ৪০০ থেকে ৫০০ জন সদস্য নিয়ে বসবাস। মাঠে ফসলি জমিতে বাড়ি নির্মাণ করে সববাস শুরু করে পরিবার গুলো। মাঠের মধ্যে গঠে উঠা গ্ৰাম থেকে বের হওয়ার জন্য নির্দিষ্ট কোনো রাস্তা নেই। দীর্ঘ দিন ধরে চেষ্টা করছে অর্থের বিনিময়ে জমি ক্রয় করে রাস্তার নির্মাণের জন্য। কিন্তু কেউ রাজি হচ্ছে না রাস্তার জমি দিতে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম ও ইউপি সদস্য আব্দুর রহিম সহ গ্ৰামবাসীদের সাথে বসে রাস্তার জমি ক্রয় করার প্রস্তাব দেন। জমির মালিক দের মতের অমিল থাকার কারণে ৮ থেকে ১০ বার বসার পরেও কোনো লাভ হয়নি।  স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,গ্ৰামের নির্দিষ্ট রাস্তা না থাকায় দূভোগে পড়েছে গ্ৰামবাসী।গ্ৰামের শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করে।মাঠে ক্ষেতের আইল দিয়ে জুতা হাতে নিয়ে কাঁদা-পানি দিয়ে যেতে হয়। অনেক সময় আইল দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে কাপড় গুলো কাঁদা-পানিতে নষ্ট হয়ে গেলে শিক্ষার্থীরা বাসায় ফিরে যেতে  বাধ্য হয়। উৎপাদিত কৃষিপণ্য  বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে পারে না।গ্ৰামে কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে পারে না। চরম দুর্ভোগে পড়তে হয় গ্ৰামের গর্ভবতী মায়েদের । গ্ৰামের রাস্তা নাই এমন কথা শুনার পরে ছেলে মেয়ে দের বিয়ে ভেঙ্গে যায়। মানুষের চলাচলের জন্য নেই কোনো রাস্তা। ক্ষেতের আইল দিয়ে ঐ জনগোষ্ঠীকে চলাচল করতে হচ্ছে যুগের পর যুগ। প্রতিটি নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও তাদের ভাগ্যে জুটছে না একটি রাস্তা। সনদ পেলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ঐ জনপদের বাসিন্দারা। রাস্তার জন্য জমি দিতে নারাজ জমির মালিকরা। সব সমস্যা সমাধান হবে একটি রাস্তা নির্মাণ করা হলে। শাহিন আলম  জানান, তাদের গ্রামে ঢোকার সরকারি কোনো রাস্তা নেই। যুগ যুগ ধরে অন্যদের ক্ষেতের আইল দিয়ে চলাচল করতে হয় তাদের। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিলেও জয়ের পর রাস্তা নির্মাণের কথা ভুলে যান জনপ্রতিনিধিরা।

মোহাম্মদ আব্দুস সবুর বলেন, আমরা গ্ৰাম বাসবাসীরা মাঠের মধ্যে বাড়ি করে বিপাকে পড়েছি।ধান ক্ষেতের আইল মানুষের জমির উপর দিয়ে চলাফেরা করতে হয়। হরিপুর উপজেলা নিবার্হী অফিসার স্যার কে অনুরোধ করছি তিনি  যেনো আমাদের গ্ৰামের রাস্তার ব্যবস্থা করে দেয়। গেদড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন,গ্ৰামের মানুষের চলাচলের জন্য কোনো সরকারি রাস্তা নাই। যে পাশে দিয়ে রাস্তা করা যাবে সেই জমির মালিক দের সাথে নিয়ে কয়েক বার বসা হয়েছে।গ্ৰামবাসী  জমি কিনে রাস্তা করার জন্য রাজি হলেও জমির মালিক জমি বিক্রি করতে রাজি হননি।

গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, এই গ্ৰামে ৫০ থেকে ৬০ টি পরিবার বসবাস করে। এই গ্ৰামটা অনেক বড় একটা গ্ৰাম। গেরুয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সীমানা প্রাচীর নির্মাণ করার পর থেকে। গ্ৰামের মানুষের চলাচলের সমস্যা হয়েছে।গ্ৰামবাসী ও জমির মালিক দের সাথে নিয়ে একাধিক বার বসার পরে সমাধান করতে পারিনি। এই বিষয়ে এখন প্রশাসন ছাড়া রাস্তার সমাধান হবে না।তাই প্রশাসনের সহযোগিতায় প্রয়োজন বলে আমি মনে করি। এবিষয়ে হরিপুর উপজেলা নিবার্হী অফিসার আরিফুজ্জামান বলেন, রাস্তার বিষয় নিয়ে আমার কাছে আসছিলো। ইউপি চেয়ারম্যান ও স্টুডেন্ট দের বলা হয়েছে। জমির মালিকদের সাথে বসে আলোচনা করার জন্য।

কিশেরগঞ্জের ইটনায় চৌধুরী কামরুল হাসানকে প্রধান আসামী করে  ৩৮ জনের বিরুদ্ধে মামলা

কিশেরগঞ্জের ইটনায় চৌধুরী কামরুল হাসানকে প্রধান আসামী করে ৩৮ জনের বিরুদ্ধে মামলা

লিপন খান , কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানকে প্রধান আসামী করে ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২৫ আগস্টল) রাতে উপজেলার জয়সিদ্দি ইউনিয়নের ওয়ারা গ্ৰামের মৃত কাশেম আলীর ছেলে মোঃ হারুন মিয়া (৩৫) বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, বিগত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার সমর্থক মোঃ হারুন মিয়া ২৫ মে মোটরসাইকেল মার্কার প্রচারণা শেষে বাড়িতে ফেরার পথে উল্লেখিত আসামিরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ককটেল ইত্যাদি নিয়ে অতর্কিত হামলা চালায়। যার প্রেক্ষিতে মোঃ হারুন মিয়া বাদী হয়ে ইটনা থানায় ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেন‌।

উক্ত মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসানসহ বাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদিলুজ্জামান এছাড়াও উল্লেখযোগ্য আসামি হয়েছেন জয়সিদ্দি ইউনিয়নের মদিরগাও গ্ৰামের ফারুক মিয়া, মদিরগাও গ্ৰামের মোঃ কামরুল হাসান, জয়সিদ্দি ইউনিয়নের ওয়ারা গ্ৰামের নুরু মিয়া, জয়সিদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ হাই, ধনপুর ইউনিয়নের কাঠরই গ্ৰামের শৈলেন চন্দ্র দাস, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ নেতা এনায়েত কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আবু তালেব এবং মোঃ ইকবালসহ ২৫ জন এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির রব্বানী মামলার তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি

স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আজ প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনার সামনে সারা দেশ থেকে আসা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছে। 

বহুবছর ধরে দেশের বিভিন্ন জায়গায় প্রায় ১৭০০ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠা হলেও এখন পর্যন্ত বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন।

বিগত সরকারের সময় সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০০৯ ও ২০১৯ এর আওতায় বারবার বিদ্যালয় গুলো পরিদর্শন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট  জমা হলেও কখনো  সেগুলো আলোর মুখ দেখেনি। বরাবর আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি ।


কর্মসূচির বিষয়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক আরিফুর রহমান অপু বলেন প্রধান উপদেষ্টার নিকট হতে বিদ্যালয় শিক্ষকদের ন্যায্য দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টার কার্যলয়ের সামনে এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো।

কুড়িগ্রামে সুজন এর মানববন্ধন ।

কুড়িগ্রামে সুজন এর মানববন্ধন ।

 

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম : রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে একটি গণতান্ত্রিক-অসম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মানের দাবিতে কুড়িগ্রামে সুশাসনের জন্য নাগরিক-সুজন'র উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম দুর্নীতি প্রতিরোধে কমিটির সাবেক সভাপতি সামিউল হক নান্টু, সচেতন নাগরিক কমিটি-সনাক'র সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সুজন সভাপতি খন্দকার খায়রুল আনম,  কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক,  সুজন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সূর্য,  এডভোকেট মহব্বত বিন খন্দকার প্রমুখ। 


বক্তারা বলেন, ফেনীসহ দক্ষিণাঙ্চলের ১২টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। প্রায় ৯লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন জরুরিভাবে এসব মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি ছাত্র জনতার যে বিজয় সেই বিজয় ধরে রাখতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। এজন্য একটি গণতান্ত্রিক-অসম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে।

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দূর্নীতি বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ।

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দূর্নীতি বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ।

 


মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য, উন্নয়নের নামে লক্ষ লক্ষ টাকা আত্নসাত, শিক্ষার্থীদের অভিভাবদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, দোকান ঘর নির্মান ও ভাড়ার টাকা পকেটস্থ করা সহ নানা অনিয়ম ও দুর্নীতির নায়ক প্রধান শিক্ষক মফিজুল হক ও তার সহযোগীদের বিচার ও  শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।  ২৪ আগষ্ট শনিবার  সকালে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান ফটকের সামনে দূর্নীতি বিরোধী ছাত্র জনতার আয়োজনে ঘন্টা ব্যাপী এ বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্র নেতা এ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল,  পীরগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মুর্তজা আলম, অভিভাবক তবারক আলী, ছাত্র ইউনিয়ন কেন্দ্র কমিটির সাবেক সহ -সভপতি আবু সালেহ মোঃ সিহাব, পীরগঞ্জ উপজেলা যুব ইউনিয়নের সভপতি লিটন সরকার, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আলগীর হোসেন সৈকত, পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ, স্কুলের সাবেক ছাত্র মেহেদী হাসান লেলিন, হাবিবুর রহমান, কাজল, নবাব প্রমুখ। বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক মফিজুল হকের পদত্যাগ সহ তার সহযোগীদের বিচার ও শাস্তি দাবী করেছেন। অন্যথায় দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও ঘোষনা দেন বিক্ষোভকারীরা। 

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

 

এম এ হানিফ রানা - সিনিয়র স্টাফ রিপোর্টার: " বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন  পোশাক শ্রমিকরা"। গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট সংলগ্ন স্টাইল ক্র্যাফট ও ইয়ং ওয়ান্স বিডি লিঃ গার্মেন্টস শ্রমিকরা আজ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।  ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যাবতীয় পাওনা আদায়ে বারং বার এমন কর্মসূচি পালন করলেও মালিক পক্ষ থেকে কোন আশার বানী পাওয়া যায়না বলে অভিযোগ করছেন পোশাক শ্রমিকরা। 

শ্রমিকরা অভিযোগ করেন, ২০১৯ সাল থেকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে এক প্রকার জোর করেই বহিষ্কার করে মালিক ও কর্তৃপক্ষ। যেটা চলমান ছিলো। কিন্তু কোন বেতন বোনাস বা মাতৃত্বকালীন ভাতাও দেয়া হয় নাই। টাকা চাইলে বিভিন্ন ভাবে হয়রানিও করে যাচ্ছিলো বছরের পর বছর ধরে। অতিতে অনেকবার বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করলেও মালিক প্রভাব বিস্তার করে সেই আন্দোলনকে সফল করতে দেননি। 

গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমও এক সময় এই সমস্যা সমাধানের কথা বললেও সেই আশাতেও বালি পরেছে। আলোর মুখ দেখেনি অজানা কারনে। 

এভাবেই বিভিন্ন সময় অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথক আলোচনা হলেও সমস্যা সেই আলোচনাতেই সীমাবদ্ধ রয়ে গেছে। বর্তমানে কারখানা চললমান থাকলেও নানান অজুহাতে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত বেতন দেয়ার নামে তালবাহানা করে যাচ্ছে মালিক পক্ষ। 


তারা আরে বলেন এখন দেশ আবারো স্বাধীন হয়েছে। তাই নব চেতনায় উজ্জীবিত হয়ে আমরা আবারো মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাও আছেন। তাীা আমাদের আশ্বাস দিয়েছেন এই সমস্যা সমাধানের বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিবেন।

এবার রাজনীতিতেও  সংস্কার হচ্ছে নির্বাচিত হয়ে যা ইচ্ছা  করবেন সে কথা ভুলে যান-আমির খসরু

এবার রাজনীতিতেও সংস্কার হচ্ছে নির্বাচিত হয়ে যা ইচ্ছা করবেন সে কথা ভুলে যান-আমির খসরু

 

 

আনোয়ার হোসেন লক্ষ্মীপুর  : লক্ষ্মীপুরের কমলনগর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ। নৈরাজ্য,সন্ত্রাসী, লুটপাট,হত্যা ও দখলদারের বাংলাদেশে নয়। এ দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যে বাংলাদেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করবে।নির্বাচিত জনপ্রতিনিধির জনগণের কাছে জবাবদিহিতা ও দায়বদ্ধ থাকতে হবে। এমপি মন্ত্রী হয়ে যা খুশি করবে সেটা আর চলবে না,সে দিন শেষ হয়ে গেছে।


 

শনিবার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট পানিবন্দি দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ ও সুধী সমাবেশে তিনি আরো বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বন্যার্তদের পাশে আছে থাকবে।দেশের যেখানে বন্যা কবলিত মানুষ আছে, যেখানেই তাদের পাশে দাঁড়াবে । লুটপাট, চাঁদাবাজি বিএনপি'র রাজনীতি নয়,জনগণের আস্থা ও ভালবাসাই বিএনপির রাজনীতি। রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে, যে সমস্ত রাজনীতিবিদ, নেতাকর্মী এটা বুঝতে পারবে না তাদের কোন রাজনীতি আগামী দিনে বাংলাদেশে থাকবে না। 


 এ সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়াই এই মুহূর্তে বিএনপির প্রধান কাজ। বর্তমানে মানুষের যে অসহায়ত্ব,তা আর কখনো দেখা যায়নি। বন্যা দুর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি।


 কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত পানিবন্দি মানুষের পাশে আমরা থাকবো।


 কমলনগর উপজেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান। কমলনগর উপজেলা বিএনপি'র সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, বিএনপি নেতা এম দিদার হোসেন। 


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সহ সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ,বিএনপি নেতা হিরন হাওলাদার, আবদুল অদুদ হাওলাদার,সাধারণ সম্পাদক জাফর ও শাহাদাত হোসেন প্রমুখ।

ভারতে পালিয়ে যাওয়ার সময় কানাইঘাট  সীমান্তে সাবেক বিচারপতি মানিক বিজিবি’র হাতে আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় কানাইঘাট সীমান্তে সাবেক বিচারপতি মানিক বিজিবি’র হাতে আটক

 


কানাইঘাট প্রতিনিধিঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আলোচিত ও সমালোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক করা হয়েছে। আজ শুক্রবার রাত ৯টার দিকে দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করে বর্তমানে ক্যাম্পে তাদের হেফাজতে রেখেছেন। তাকে দনা বিজিবি কর্তৃক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনের কোন এক সময় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের মাধ্যমে দনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে সেখানে তাকে স্থানীয় কিছু লোকজন আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক পরিচয় দিয়ে একটি ভিডিওতে বলতে শুনাগেছে টাকা লাগলে তিনি দিবেন, তার ভাই-বোন দিবেন, আমি এদেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য?

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন সহ এলাকার আরো অনেকে জানিয়েছেন, দনা পাতিছড়া গ্রামের রফিকুল হোসেনের ছেলে সাদ্দামের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলের দিকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে তাকে দনা বিজিবির সদস্যরা আটক করে তাদের হেফাজতে নিয়ে যান। সাদ্দাম হোসেনের বসত বাড়িটি বাংলাদেশ-ভারতের সীমান্তঘেষা। সে ভারতে অবৈধভাবে বিভিন্ন সময়ে অনুপ্রবেশ করে থাকে বলে জানা গেছে। এদিকে বিজিবির সদস্যদের হাতে আটকের পর বিচারপতি শামসুদ্দিন মানিকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিয়েছেন অনেকে। ভিডিওতে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে বিষন্ন অবস্থায় কলা পাতায় শুয়ে থাকা অবস্থায় কথা বলতে দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দনা বিজিবি ক্যাম্পের হেফাজতে থাকা দেশের সমালোচিত সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে দেখতে শত শত মানুষ ক্যাম্পের পাশে ভিড় করছেন।

শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের চাকরি ছেড়ে ড্রাগন চাষে  অভিকের বাজিমাত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের চাকরি ছেড়ে ড্রাগন চাষে অভিকের বাজিমাত


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

এম এ জেড অভিক, বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি শুরু করতেন। চাকরি ছেড়ে তার নিজে কিছু করার ইচ্ছায় বাণিজ্যিকভাবে কৃষিকাজ শুরু করেন। ধান, গম ও প্রচলিত শষ্যের পরিবর্তে উচ্চমূল্যের ড্রাগন ফল চাষ করছেন তিনি। আর এতেই করেন বাজিমাত। ইচ্ছা ও মনোবল থাকায় নানা প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন। বুক ভরা আশা নিয়ে বলছেন, ড্রাগন মানে ডলার ব্যাংক। তাঁর বাগানে গেলে গাছে গাছে ঝুলতে থাকা ড্রাগন ফল আর অভিকের মুখের হাসিই আপনাকে বলে দেবে চাকরি ছেড়ে মোটেই ভুল করেননি এই যুবক। অভিক হলেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও গ্রামের প্রয়াত জননেতা আফসার আলীর ছেলে।

তিনি এখন ঐ এলাকার একজন মডেল কৃষক। তার দেখাদেখি আরও অনেকেই করছেন আধুনিক ফসলের চাষাবাদ। বিদেশি ফল ড্রাগন, বাজারে দাম ও চাহিদা ভালো হওয়ায় তিনি গতবছর ১ একর জমিতে ভিয়েতনামি জাতের ৪ হাজার ৫‍‍`শ টি লাল রঙের ড্রাগনের আবাদ শুরু করেছেন। প্রথম বছরেই ফল ধরেছিল গাছে। প্রথম দিকে ড্রাগন চাষের জন্য কাটিং, রোপণ, খুঁটি লাগানো, জিআই তার ও পরিচর্যা সহ আনুমানিক ৮ লক্ষ টাকা খরচ হয়। প্রথম বছরেই তিন লাখ টাকা উঠে এসেছে। অভিকের ড্রাগন বাগানে গিয়ে দেখা যায়, গাছে ঝুলছে প্রচুর পরিমাণ ড্রাগনফল ও ফুল। এ কারণে প্রতিদিন ড্রাগন তুলতে হচ্ছে। আকারে অনেক বড়। প্রতিদিন অনেকেই আসছেন তার ড্রাগন বাগান দেখতে। চার জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে তার বাগানে। কৃষক উদ্যোক্তা অভিক জানান, ড্রাগনের জন্য বেলে-দোআঁশ মাটি বেশ ভালো। এর সাথে যদি এটেল মাটির মিশ্রন থাকে তাহলে আরও ভালো হয়। ড্রাগনের জন্য চারা বাইরে থেকে কেনার প্রয়োজন হয় না। একবার রোপণ করলে ঐ গাছ থেকেই কাটিং করে চারা তৈরি করা যায়। খুঁটি দিলে আশানুরূপ ফল পাওয়া যায়। সেই সাথে বাগানও সুন্দর হয়। আগামীতে আরো পাঁচ একর জমিতে ড্রাগন ফল চাষ করবেন বলে তিনি জানান।‍‍`এ বছর যে ড্রাগন হবে, সেখানে ৭০ শতাংশ খরচ উঠে আসবে আশা করি। পরের বছর দ্বিগুণ ফলন দেবে। ড্রাগনকে ভালোমতো যত্ন করলে ২০ থেকে ২৫ বছর ধরে ফল দেয়। রানীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘ড্রাগন অনেক পুষ্টিসমৃদ্ধ ফল। এ ফল চাষে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। খাবারের পুষ্টির মানও নিশ্চিত করা যায়। অভিকের মতো শিক্ষিত উদ্যোক্তারা কৃষিতে কর্মসংস্থান সৃষ্টি করছেন। কৃষিকাজে শিক্ষিতরা এগিয়ে এলে কৃষি এগোবে, দেশ সমৃদ্ধ হবে।’

ঠাকুরগাঁওয়ে সাবেক ২ এমপি সহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা ।

ঠাকুরগাঁওয়ে সাবেক ২ এমপি সহ ৭৭ জনের বিরুদ্ধে মামলা ।

 


মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনে দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিদগ্ধ হয়ে ৪ জনের মৃত্যুর ঘটনায় সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও--১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি দ্রৌপদী দেবী আগরওয়াল সহ ৭৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সম্প্রতি গত ২১ আগষ্ট 

বুধবার রাতে মো. জাকির হোসেন ঠাকুরগাঁও সদর থানায় মামলাটি দায়ের করেন। জাকির হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ আরাজী পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

মামলার এজাহারে ৭৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলাটি করা হয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম ফিরোজ ওয়াহিদ। মামলার অন্য আসামিরা হলেন- ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌরসভার সদ্য সাবেক মেয়র ও আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বনি আমিন, ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়া, পৌর যুবলীগ নেতা সোহেল, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহাগ, ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলো, পৌরসভার কাউন্সিলর একরামুদৌল্লা সাহেব, পৌর আওয়ামী লীগের সভাপতি আকরাম, পৌরসভার কাউন্সিলর জমিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান গুড্ডু, মুন্সিপাড়ার ন্যাংড়া সাদ্দাম, ফরহাদ হোসেন, শাহাজাহান জনি, হেলাল, শান্তিনগর এলাকার জুয়েল, মোস্তফা কামাল, আশরাফুজ্জামান (মুক্তা সরকার), ছিট চিলাং এলাকার সুবর্ণ, মোখলেসুর রহমান, আব্বাস আলী, কিবরিয়া, নজরুল, আমিরা, মমিন, মাজহারুল, তপু, সোহারাব হোসেন, মোস্তাফা (তোতলা) নুর আলম, তৌফিক এলাহী, আকরাম হোসেন মিঠু, আমিরুল ইসলাম, রাজা মেম্বার, গোলাম মর্তুজা সরকার, সোহেল, ফরহাদ, রুবেল, আনারুল ইসলাম, মো. মন্টু, আনোয়ার হোসেন, হবিবর রহমান, মহিমউদ্দীন, হারুন, কামরুল ইসলাম, মোকসেদ (চোর), মো. ফারুক, কামরুজ্জামান (কামু), আজিজুর রহমান (আইজুল), মো. ফিরোজ, মোমিনুল ইসলাম, মিনহাজুল ইসলাম, আতাউর মৌলানা, মো. সাত্তার, মেহেদী হাসান, কুরবান আলী (আপন), মো. সেলিম, করিমুল্লাহ , আব্দুস নুর, মো. রাসেল (চোর), আলতাফ হোসেন, আরাজীপাইকপাড়া গ্রামের মাজহারুল ইসলাম, আবু  সাঈদ, মো. মোস্তফা, সইফুল মেম্বার, রফিকুল, ব্যবসায়ী খাইরুল হক, মো. সামু, মো. তৈয়ব আমিন, মো. আলম, মো. সামসুজ্জামান।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা বাদীর ছেলে মো. রাকিবুল হাসান (রকি) সহ আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বিরত থাকার জন্য বিভিন্ন প্রকার হুমকি-ধামকি ও প্ররোচনা দিতে থাকে এবং আসামিরা তাদের হত্যার পরিকল্পনা করে। দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাকিবুল হাসান রকি, আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হান আন্দোলনে অংশ নেওয়ার জন্য ঠাকুরগাঁও স্টেশন রোড এলাকায় বালিয়াডাঙ্গী -পীরগঞ্জ তিন রাস্তার মোড়ে জমায়েত হতে থাকে। ঘটনার দিন (৫ আগস্ট) বিকেলে আসামিরা  রাকিবুল হাসান (রকি) সহ আল মামুন, শাওন পারভেজ ও আবু রায়হানকে ১৮-২৪ নম্বর আসামি তাদের পূর্ব পরিকল্পনা অনুসারে কৌশলে ১৮ নম্বর আসামির বাড়িতে নিয়ে যায় এবং আন্দোলন বন্ধসহ অর্থের প্রস্তাব দেয় তাঁরা। এতে তাঁরা রাজি না হলে হুমকি দিতে থাকে। তাদের ঘরে মধ্যে আটকে রেখে বাইরে থেকে গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয়। এতে তাঁরা অগ্নিদগ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান রকিকে রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন। আরও উন্নত চিকিৎসার জন্য সেখানকার চিকিৎসক ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করলে ১০ আগস্ট ভোর ৬টায় রাকিবুল হাসান রকি মারা যান। আর আল মামুন ঠাকুরগাঁও থেকে ঢাকা যাওয়ার পথে মারা যায়। শাওন, পারভেজ ও আবু রায়হান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আরও বলা হয়, নিহতের দাফন প্রক্রিয়াসম্পন্ন ও সাক্ষীদের কাছ থেকে আসামিদের নাম সংগ্রহ করে এজাহার দায়েরে বিলম্ব হয়েছে। এরই মধ্যে মামলার ৩৭ নম্বর আসামি পৌরসভার সদ্য সাবেক মেয়র ও আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য আঞ্জুমান আরা বেগম বন্যাকে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১টার দিকে বোদা থানার থানাপাড়ার জনৈক শাহজাহানের বাসা থেকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে অগ্নিদগ্ধ হয়ে নিহত রাকিবুল হাসান রকির বাবা মো. জাকির হোসেনের দায়ের কৃত হত্যা মামলায় সাবেক মেয়রকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক নিত্যানন্দ সরকার তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আর মামলার প্রধান আসামি সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে শুক্রবার (১৬ আগস্ট) রাতে গ্রেপ্তার করে ছাত্র আন্দোলনে বিস্ফোরক ব্যবহারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদানের অভিযোগে শনিবার  (১৭ আগস্ট) বিস্ফোরক দ্রব্য আইনে কারাগারে পাঠান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়।

বানারীপাড়ায় মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির আহবায়কের মুত্যু ও শহীদদের স্মরনে দোয়া ও মিলাদ

বানারীপাড়ায় মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির আহবায়কের মুত্যু ও শহীদদের স্মরনে দোয়া ও মিলাদ

 


বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা মৎসজীবি দলের উদ্যোগে মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও বি এন পির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মাহতাব এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। দোয়া মিলাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী এবং বন্যায় মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া চাওয়া হয়। ২৩ আগস্ট শুক্রবার জাতীয়তাবাদী দল বি এন পির কার্যালয়ে আছর নামাজ বাদ বানারীপাড়া উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি খসরু নোমান নান্নু মৃধার সভাপতিত্বে সাধারন সম্পাদক সৈয়দ নুরুজ্জামান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য দোয়া মিলাদে উপস্থিত ছিলেন উপজেলা বি এনপির সদস্য সচিব রিয়াজ মৃধা, পৌর বি এন পির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার, সদস্য সচিব হাবীবুর রহমান জুয়েল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিন খালাসী, পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জকু, উপজেলা মৎস্যজীবি দলের সিনিয়র সহসভাপতি সজিব আহম্মেদ মোক্তার, সাংগঠনিক সম্পাদক কেশব লাল বিশ্বাস। উল্লেখ্য গত  ১২ আগস্ট  মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও বি এন পির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম মাহতাব বার্ধ্যক জনিত কারনে ইন্তেকাল করেন।

 ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকো পাঠশালা এন্ড কলেজের শিক্ষার্থীদের ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়েছে। সম্প্রতি গত ২১ আগষ্ট  বুধবার বিকেলে বৃক্ষরোপন করে এই কর্মসূচির সমাপনী ঘোষণা করেন ইএসডিও'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং ইকো পাঠশালা এন্ড কলেজের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। এ সময় ইকো পাঠশালা এন্ড কলেজের উপাধ্যক্ষ জহুরাতুন নেছা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ৭ দিনব্যাপী ইকো পাঠশালা এন্ড কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে ফলজ,  বনজ এবং ঔষধি গাছ রোপন করা হয়। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।

সাতক্ষীরায় এবার সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হকসহ ৮০ জনের নামে পৃথক হত্যা মামলা

সাতক্ষীরায় এবার সাবেক স্বাস্থ্য মন্ত্রী রুহুল হকসহ ৮০ জনের নামে পৃথক হত্যা মামলা

 



খলিলুর রহমান,সাতক্ষীরা : সাতক্ষীরায় সাবেক মন্ত্রী ডাঃ আ.ফ.ম. রুহুল হক, সাবেক পুলিশ চৌধুরী মঞ্জুরুল কবির, সাবেক এএসপি কাজী মনিরুজ্জামানসহ ৫৪ জন এবং সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবির ও সাবেক এএসপি কাজী মনিরুজ্জামানসহ ২৬ জনের নামে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের মৃত এজাহার আলী গাজীর ছেলে মোঃ শহর আলী গাজী বাদী হয়ে সাতক্ষীরার ১নং আমলী আদালতে এবং দেবহাটার দক্ষিণ নাংলা গ্রামের আব্দুল হান্নান গাজীর ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা ৭নং আমলী আদালতে পৃথক এই দুটি হত্যা মামলা দায়ের করেন। আদালত বাদীর দায়ের করা অভিযোগ দুটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য সাতক্ষীরা সদর থানা ও দেবহাটা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের মৃত এজাহার আলী গাজীর ছেলে মোঃ শহর আলী গাজীর দায়ের করা অভিযোগে বর্ণিত আসামীরা হলেন সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সদর থানার ওসি এনামুল হক, সাবেক ডিবি’র ওসি আব্দুল হান্নান, এসআই আব্দুল মালেক, এসআই আবুল কালাম, ভোমরার ওহিদুল ইসলাম, ভোমরা দাসপাড়ার আশরাফুল ইসলাম, হাড়দ্দহার শহিদুল ইসলাম গাজী, আব্দুল গনি, পদ্মশাখরার মফিজুল ইসলাম, খানপুরের ইব্রাহিম খলিল, চৌবাড়িয়ার আব্দুস সাত্তার সরদার, মোশারফ হোসেন, পদ্ম শাখরার রেজাউল ইসলাম, ভোমরার আনারুল ইসলাম গাজী, ল²ীদাড়ীর জালাল উদ্দীন, হাড়দ্দহার খলিলুর রহমান, তরিকুল ইসলাম, এমাদুল ইসলাম, পদ্মশাখরার শহীদুল ইসলাম, ভোমরার আনসার আলী, পদ্মশাখরার আবু বক্কর ফকির, ইসমাঈল হোসেন, ভোমরার সুবাস ডাঃ, ল²ীদাড়ীর জালাল মোল্লা, হারু ঘোষ, পদ্মশাখরার আব্দুল গফুর গাজীসহ অজ্ঞাত আরো ১৫/২০ জন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে পুলিশের সাথে অন্যান্য আসামীগণ বাদীর বাড়িতে যেয়ে কাউকে না পেয়ে বাদীর ছোট ছেলে আবু হানিফ ছোটনকে ধরে নিয়ে যায়। পরদিন ১৮ জানুয়ারি ভোর সাড়ে ৫ টারদিকে ভোমরা স্থলবন্দরের লাভলু স্কেল এর সামনে মেইন রাস্তার উত্তর পার্শ্বে ফাঁকা জায়গায় শিশু আবু হানিফ ছোটনকে গুলি করে হত্যা করে।

বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী এড, আবু বাক্কার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দেবহাটার দক্ষিণ নাংলা গ্রামের আব্দুল হান্নান গাজীর ছেলে রবিউল ইসলাম বাদী হয়ে দায়ের করা মামলার আসামীরা হলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক, সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবির ও সাবেক এএসপি সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, তৎকালিন এএসপি কালিগঞ্জ সার্কেল মনিরুজ্জামান, দেবহাটা থানার ওসি তারক বিশ্বাস, এসআই জিয়াউল হক, শেখ আলী আকবর, তপন কুমার সিংহ, ইউনুস আলী গাজী, পিএসআই তানভীর হাসান, এএসআই এফ এম তারেক, এএসআই মদন মোহন অধিকারী, কনস্টেবল দেবাশীষ অধিকারী, জাহাঙ্গীর, গৌতম সাহা, আনোয়ার, আব্দুল্লাহ, ইসমাইল, মাহাফুজুল হক, আবু জাফর, শহিদুল, রেজাউল,ইব্রাহীম, শাহ জাহান, আবুল হাসেম, হাদিস উদ্দিন, আ: মজিদ, দলিল উদ্দিন, নুর ইসলাম, মনজুরুল, মেহেদী, দেবহাটা গ্রামের নজরুল ইসলাম, মুজিবর রহমান, মোমিন গাজী, সাংবাড়িয়া গ্রামের মজিবর রহমান, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, নংলা গ্রামের মাহমুদুল হক লাভলু, ঘোনাপাড়া গ্রামের সামছুর রহমান, মনতেজ, হাবিবুল্লাহ গাজী, মোস্তফা বিশ্বাস, মাহমুদ গাজী, রমজান গাজী, ছুটিপুর গ্রামের আব্দুর রশিদ, নওয়াপাড়া গ্রামের মনিরুজ্জামান মনি, এবাদুল গাজী, সিদ্দিক গাজী, মাঝের আটি গ্রামের আকবর আলী, নাজমুস শাহাদাত (নফর বিশ^াস), জারিফুল ইসলাম, সাতক্ষীরা শহরের কামালনগর গ্রামের কিলার কামরুল (কেটো কামরুল) এবং দেবহাটার কোমরপুর গ্রামের আবু মুসা।

মামলার বিবরণে জানা গেছে, বিগত ২০১৪ সালের ১৪ জানুয়ারি দেবহাটার নাংলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে আনারুল ইসলাম নিজস্ব মৎস্যঘের কাজ করছিল। এসময় উল্লেখিত ব্যক্তিদের সহযোগিতায় পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আনারুল ইসলামকে পুলিশ আটকের চেষ্টা করলে তিনি জীবনের ভয়ে দৌড় দিলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে। এরপরও উল্লেখিত ব্যক্তিদের নির্দেশে মৃত্যু নিশ্চিত না পর্যন্ত নির্যাতন করতে থাকে। অথচ উল্টো মৃত আনারুল ইসলামকে আসামী করে মামলা দায়ের করা হয়। সে সময় রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন থাকায় মামলা করার সাহস পায়নি। তবে শেখ হাসিনার পদত্যাগের পর পরিস্থিতি অনুক‚লে আসায় ন্যায় বিচার পাওয়ার দাবিতে মামলা রুজু করেছেন বলে বাদী রবিউল ইসলাম দাবি করেছেন।

আদালতের বিচারক মোহিতুল ইসলাম মামলাটি আমলে নিয়ে দেবহাটা থানার ওসিকে এফ.আই.আর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। এমামলায় বাদী পক্ষের আইনজীবি এড. এ.টি.এম বাসারুতুল্লাহ আওরঙ্গী বাবলা ও এড. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আলফাডাঙ্গায় প্রবাসীর জমিতে ১৩ বছর ঘর তুলে কৌশলে ব্যবসা

আলফাডাঙ্গায় প্রবাসীর জমিতে ১৩ বছর ঘর তুলে কৌশলে ব্যবসা

 


আরিফুজ্জামান চাকলাদার: ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ড কুটুমবাড়ি কফি হাউস নামে পার্কের ভেতরে প্রবাসীর জমিতে ১৩ বছর ধরে কৌশলে ঘর তুলে জবর দখলে ব্যবসা করেছে অভিযোগ  ভুক্তভোগী  মানব রঞ্জন ঘোষ(৫৩)।


সরজমিনে গিয়ে দেখা যায়,কফি হাউজের মালিক দুলাল কুমার মন্ডল (৫৩) পার্কের ভিতর ৮৬১ নং দাগে ১০ শতাংশ জায়গাসহ ঘর তুলে দীর্ঘদিন ব্যবসা করে আসছে।জানা যায়,একই উপজেলার জাটিগ্রামের  ডাক্তার  মানব রঞ্জন ঘোষ রাশিয়া প্রবাসী। ২০১০ সালে ৪১ নং আলফাডাঙ্গা মৌজা ১৯০৬ নং খতিয়ান ৮৬১নং দাগে ১০ শতাংশ জমি ঐ দুলালের কাছ থেকে খরিদ করে। ভাল পরিচিত থাকার সুবাদে লিজের (ভাড়া) নামে জমিতে ঘর তুলে পার্কের ব্যবসা করছে। 


আদালতের অভিযোগ  সূত্র জানা যায়,দুলালের কাছ থেকে ১৫-৪-২০১০ সাল ৮৬৮ নং কবলা দলিলে ১০ শ. জমি খরিদ করে। দুইজন ভাল পরিচিত সুবাদে দুলাল মৌখিক বছরে পঞ্চাশ হাজার টাকা লিজ নিয়ে ঘর তুলে ব্যবসা শুরু করে। প্রবাসী থাকায় ১৩ বছর কোন টাকা উত্তোলন করে নাই।২০২৩ সালের জুলাই মাসে ৬ লাখ ৫০ হাজার টাকা চাইলে দুই মাসের সময় নেয়। আজকাল বলিয়া ঘুরাইয়া অবশেষে অস্বীকার করে। সালিশি বসলে তাতেও দিতে অস্বীকার করে। এরপর থানার অভিযোগের সিআর মামলার নং ১৩৪/২৩  স্মারক  নং ১৪২/২৩ তাং ১৭- ৮-২০২৩ ইং চলমান। 


দুলাল কুমার মন্ডল বলেন, ৮৬০ ও ৮৬১ দাগে ২২ শতাংশ সাত লক্ষ টাকায় ১০ সালে বিক্রি করি।এর মধ্যে ২০২১ সালে ১২ শ. ফেরত দেয় আর ১০ শ. ফেরত দেওয়ার কথা থাকলেও তাল বাহানা করে ফেরত দিচ্ছে না।এ নিয়ে সালিশ হয়েছে মৌখিক সাক্ষী আছে।১৪ বছর পর একই টাকায় ফেরত দিতে হবে কেন সাংবাদিকেরা প্রশ্ন করলে বলেন, ঘনিষ্ঠ বন্ধু সুবাদে জমি বিক্রি করার সময় কথা ছিল একই টাকায় ফেরত দেবে। এখন এক দাগ ফেরত দিয়েছে এবং অন্য দাগ দিচ্ছে না। 


এদিকে ডাক্তার মানব ঘোষ বলেন,  

আমার জমি পঞ্চাশ হাজার টাকা লিজ নিয়ে ব্যবসা করছে।১৩ বছর পর প্রবাস থেকে এসে টাকা চাইলে অস্বীকার করে এবং দখলে আসলে হাত-পা ভেঙ্গে খুন করার হুমকি দেয়। উপজেলা ভূমি কমিশনারের নিকট সরজমিনে প্রতিবেদন চেয়েছে আদালত ।কোন দলিল পত্র দেখাতে পারে নাই। জোর জবর দখল করে খাচ্ছে।আদালতে ভাড়ার টাকার জন্য ওয়ারেন্ট হলে মীমাংসার নামে এক মাসের সময় নেয়। আমি আদালতের মাধ্যমে দ্রুত সুষ্ঠ সমাধান চাই।

ভারপ্রাপ্ত  সহকারী কমিশনার ভূমি  উপজেলা নির্বাহী অফিসার ছারমীন ইয়াসমীন বলেন,আদালত থেকে  প্রতিবেদন রিপোর্ট চেয়েছে।সরজমিনে গিয়ে দুই পক্ষকে কাগজপত্র নিয়ে কার্যালয়ে  হাজির হতে বলেছি,অফিসে জমা দিয়েছে রিপোর্ট  চলামান রয়েছে।


মেহেরপুরের গাংনীতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 


মেহেরপুর প্রতিনিধি:বৃক্ষে সমৃদ্ধ পরিবেশ, প্রাণ প্রাচুর্যে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরের গাংনীতে আল আরাফাহ ইসলামী ব্যাংক (পিএলসি) বামন্দী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট ) দুপুরে উপজেলার বামন্দীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বামন্দী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ হাসান ওয়ায়েজ আল সাগর।

অনুষ্ঠানের উদ্ভোধন করেন বামন্দী সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(ও এন্ড এম) মোঃ হানিফ রেজা।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত  উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন। 

সভাপতিত্ব মোঃ হাসান ওয়ায়েজ আল সাগর বলেন,আমরা আল আরাফা ইসলামী ব্যাংকের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি প্রতিষ্ঠান এবং সম্মানিত গ্রাহকগদের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ এবং ঔষধি গাছ বিতরন করা হয়।আমাদের সকলের উচিত বৃক্ষ রোপণ করা।প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তেমনি আমাদের অক্সিজেনের ঘাটতি পূরণ করাসহ বিভিন্ন উপকারে আসে।

এসময় বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত গ্রাহকবৃন্দ এবং শাখার সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

ইউনিয়ন ডিজিটাল সেন্টার জাতীয়করণের দাবীতে ঢাকায় অবস্থান কর্মসূচি

ইউনিয়ন ডিজিটাল সেন্টার জাতীয়করণের দাবীতে ঢাকায় অবস্থান কর্মসূচি

 


বিশেষ প্রতিনিধি:সারাদেশে চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নিয়োজিত কর্মীদের চাকুরী জাতীয়করণ ও রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে ঢাকায় আইসিটি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

২২ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশের প্রায় আট হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মীরা সংঘবদ্ধ হয়ে বৈষম্য বিরোধী ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমন্বয়ক ঐক্য পরিষদের আয়োজনে অবস্থান কর্মসূচি পালন করছেন। 

এসময় বক্তারা, অতি দ্রুত বৈষম্য বিরোধী ইউনিয়ন ডিজিটাল সেন্টার তথা জাতীয়করণ ও রাজস্ব খাতে স্থানান্তরের জোর দাবি জানান।

উল্লেখ্য, ২০০৭ সালে চালু হওয়া এ কার্যক্রম ২০১০ সালের ১১ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রশাসক একযোগে দেশের ৪৫৭৮ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার কার্যক্রমের উদ্বোধন করেন।

ভূমিদসুদ্যের দৌরাত্মে অতিষ্ট সিরাজদিখান বাসী

ভূমিদসুদ্যের দৌরাত্মে অতিষ্ট সিরাজদিখান বাসী

 

সন্ত্রাসী, চাঁদাবাজি ও জবরদখলদের অত্যাচারে অতিষ্ট সিরাজদিখান থানার এলাকা। কয়েকদিন পরপর জমি দখল, চাঁদা দাবি এবং অপহরনের মতো অপকর্ম করে আসছে সন্ত্রাসীরা। এলাকাবাসী প্রশাসনের দ্বারস্থ হলেও তেমন কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এরমধ্যে নিমতলা এলাকায়  মাহমুদা আক্তার সুমি নামে একজন মহিলার জমি জবরদখল এবং চাঁদাবাজির অভিযোগ উঠে এসেছে। স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগি সেই নারী অভিযোগ করেন। জানা গেছে, যারা এই এলাকায় সন্ত্রাসী তান্ডব করে আসছে তারা সবাই রাজনৈতিক ছত্রছায়ায় ঘুরে বেড়ান। এলাকাবাসী জানিয়েছে, সন্ত্রাসীরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এলাকাবাসী ও ভুক্তভোগিদের সাথে কথা বলে জানা যায়, মোঃ রকি শেখ বাহিনীর প্রধান। তার নেতৃত্বে নিমতলা এলাকায় একদল সন্ত্রাসী এলাকাবাসীকে জিম্মী করে রেখেছে। ভূমিদস্যু রকি বাহিনী দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। ভুক্তভোগি মোসাম্মাৎ জিন্নাত পারভিন   বলেন, ‘প্রথমে তারা জমি দখল করতে আসে। সেখানে জমিতে ধান রোপনে বাঁধা প্রদান করেন। কিছুদিন চুপ থাকার পর আবারো তারা  ছেলেদের মারধর এবং মহিলাদের গালিগালাজ করে জমি ছেড়ে দিতে বলেন। বাধ্য হয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করি।’ 

অভিযোগকারী মোঃ আক্তার হোসেন বলেন আমাদের বাউন্ডারি লাইন ভেঙ্গে সম্পত্তি দখলের চেষ্টা করে ভূমিদস্যু রকি। ভয়ভীতিও দেখানো হয়। আমি থানায় অভিযোগ দায়ের করলে আমাকে জানায় আমার জমির কাজে কোন বাধা সৃষ্টি করবে না। কয়েকদিন পর ফের জমি বুঝিয়ে দিতে বলে আমি দিতে অস্বীকৃতি জানাই। রকি তখন আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার উপর চড়াও হয় এবং আমাদের পরিবারের প্রাণনাশের হুমকি দেয়। কিছুদিন আগে  ২০/২৫জনের সন্ত্রাসী দল আমার বাউন্ডারি লাইন ভেঙ্গে ফেলে। এবং প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। 

জানা গেছে, ভুক্তভোগি সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছেন। কারণ স্থানীয়রা জানিয়েছেন, আসামীরা দিব্যি ঘুরছে আর ভুক্তভোগীদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগির জমির দুই পাশে বাউন্ডারি লাইন ভাঙ্গা। উল্লেখ্য থাকা কয়েকজন সন্ত্রাসী জমির আশে পাশে ঘুরতে দেখা গেছে। ভুক্তভোগি মোঃ দীন ইসলাম মোল্লা বলেন, ‘আমার জমি দেখতে এখানে আসা যেতনা। কেউ আসলে দুই থেকে তিন ঘন্টা আটকিয়ে রাখতো সন্ত্রাসীরা। সেনাবাহিনীর কাছে অভিযোগ দেয়ার পরে অবশ্য কিছু বলছেনা কিন্তু এখনো দেখা হলে ভয়ভীতি দেখাচ্ছেন সন্ত্রাসীরা। আমি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি যেন সন্ত্রাসীদের ন্যায্য বিচারের আওতায় আনে।’ নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক চা দোকানদার এই প্রতিবেদককে বলেন, ‘প্রতিদিন আমরা অতিষ্ট হয়ে পড়ছি সন্ত্রাসীদের যন্ত্রনায়। কখনো দোকানে এসে চাঁদা দাবি করছে কখনো জমি দখল করতে যাচ্ছে। বাধাঁ দিলেই মারধরের শিকার হতে হয়। থানায় বহুবার বলেছি কিন্তু তারা কোন আমলে নিচ্ছেনা।’ স্থানীয়রা জানিয়েছেন, রকি শেখ বাহিনীর নেতৃত্বে এমন সন্ত্রাসী ঘটনা নিত্যদিনের। জানা গেছে, জমি বিক্রি করলে কিংবা কিনলে মোটা অংকের চাঁদা দাবি করে রকি বাহিনীরা। এক সময়ে মানুষের বাড়িতে লেবার হিসেবে কাজ করতেন রকি। চাঁদাবাজি করে সে এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। তার অত্যাচারে শিকার হয়েছেন মোঃ মোক্তার হোসেন মোল্লা, 

মাহমুদা আক্তার সুমি,

মোঃ আক্তার হোসেন, (ভেন্ডার) 

মোঃ দীন ইসলাম মোল্লা,

মোঃ তাজল ইসলাম মোল্লা,

মোঃ নজরুল ইসলাম মোল্লা এবং 

মোসাম্মাৎ জিন্নাত পারভিন । জানা গেছে,  নিমতলা সিরাজদিখান এলাকার আওয়ামী লীগের নেতা রকি, এখন নিজেই এক বিশাল সন্ত্রাসী সাম্রাজ্য তৈরি করেছেন ভূমিদস্যু রকি বাহিনী। এলাকাবাসী মোঃ শাহাবুদ্দিন মোল্লা জানিয়েছে, বর্তমানে আওয়ামী লীগ সরকার না থাকলে ও রকি কিভাবে চাঁদাবাজি করে তা বোধগম্য নয়। একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের প্রত্যেকটি সমাবেশে রকি সহ বেশ কয়েকজনকে দেখা যেতো। এমনকি মিটিং-মিছিলেও তারা সামনের সারিতে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রুখে দিতে আওয়ামী লীগের নেতৃত্বে রকিকে ১৮ তারিখ ২৯ তারিখ এবং ৪ তারিখে শটগাং সহ ঘুরতে দেখা যায় এবং ছাত্রদের উদ্দেশ্য করে গুলি করতে দেখা যায় প্রকাশ্যে । এলাকাবাসী জানায় রকি, আওয়ামী যুবলীগের সক্রিয় নেতা, উপজেলা ভূমি অফিস সিরাজদিখান মুন্সীগঞ্জ ভূমিদস্যু রকি বাহিনীর কাছে জিম্মী, অর্ধশত লোকের জমি দখল করে আছে ভূমিদস্যু রকি বাহিনী। ভয়ে মুখ খুলেন না সাধারণ মানুষ। মোঃ রাব্বি হাওলাদার এর কাছে রকি বাহিনী চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করলে, রাব্বিকে তখন রকি বাহিনী রক্তাক্ত জখম করে এবং তারপর ৪ লাখ টাকার মালামাল লুট করে। রাব্বি সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন , মামলা নম্বর -৫৬, তারিখ ১৩/০৩/২০২৪ ইং। সন্ত্রাসী রকির নামে একাধিক মামলাও রয়েছে।









এ প্রসংগে সিরাজদিখান থানার সাথে যোগাযোগ করা হলেও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি এ বিষয়ে মো: রকি শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বিমানবন্দরে ফারজানা রূপা ও শাকিল আহমেদকে আটকে দিল পুলিশ

বিমানবন্দরে ফারজানা রূপা ও শাকিল আহমেদকে আটকে দিল পুলিশ

 


স্বপন কুমার রায়, একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হওয়া প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও প্রধান বার্তা সম্পাদক

শাকিল আহম্মেদকে ফ্রান্সে যাওয়ার সময় আটকে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২১ আগস্ট) সকালে তাদের দেশ ছাড়তে

বাধাদেয় ইমিগ্রেশন পুলিশ।পরে তাদেরকে বিমান বন্দরে দায়িত্বরত ডিবি পুলিশের কাছে হস্তন্তর করা হয়।বিমান বন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সকাল ৮টা ২০ মিনিটে শাকিল আহমেদ, ফারজানা রূপা ও তার মেয়েকে আটকে দেওয়া হয়। তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে-৭১৩) যোগে ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন।

বর্তমানে তাদের কোথায় রাখা হয়েছে এ বিষয়ে নিশ্চিত করতে পারেননি বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে এ দেশের মানুষ শান্তিতে থাকে-ভোলার সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে এ দেশের মানুষ শান্তিতে থাকে-ভোলার সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

 


মোঃ ইকবাল বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর নিজ নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখানে ফিরলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম । 

দীর্ঘ সময় পর ভোলার মাটিতে পা রাখলে জনগণের ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে সকাল থকেই বোরহানউদ্দিন ও দৌলতখান থেকে হাজার হাজার নেতাকর্মী ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে তাকে বরন করে নেয়। 

পরে বাংলাবাজার ও দৌলতখানে পথসভায় বক্তব্য রেখে বোরহানউদ্দিন আসলে স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে ফুলের শুভেচ্ছা জানান। 

এ সময় তিনি বলেন,  ছাত্র -জনতার গণআন্দোলনের মুখে ফ্যাসীবাদী হাসিনা সরকারের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ আজ মুক্ত স্বাধীন। তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলের চেয়ে বিএনপি সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকে। বর্তমান অন্তবর্তীালীন সরকারের সময়েও নিরাপদে আছেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে এ দেশের মানুষ শান্তিতে থাকে।

 তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামীলীগ আমলে বিএনপি নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। প্রয়োজনে পুলিশের সহায়তা নেবেন। 

আজ(২১ আগস্ট) সন্ধ্যা ৬ টায় বোরহানউদ্দিন উপজেলা সড়ক কুড়ালিয়া হাউজের সামনে জনসমুদ্রে তিনি এসব কথা বলেন।

 এ বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আয়োজনে, উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, সদস্য সচিব  আজম কাজী, পৌর বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম খান, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার, সাধারণ সম্পাদক জসিম খা, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব জাফর মূর্ধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দানেশ চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার সহ উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ কর্মসূচী !

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ কর্মসূচী !

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, লগিবৈঠার তান্ডব, শাপলা চত্বরে হেফাতের সমাবেশে শত শত আলেম-ওলামা মাদ্রাসা ছাত্রকে হত্যা, নিরপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় কাহিনীর বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। ২১ আগষ্ট বুধবার বিকেলে বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ঠাকুরগাঁও জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুরের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ -সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো: পয়গাম আলী, থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, থানা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা ডানো, পৌর যুবদলের সভাপতি মো: মনিরুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক মো: বেলায়েত হোসেন, রুহিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আনার আলী, সাধারণ সম্পাদক নূরে আলম রুবেল প্রমুখ। বিক্ষোভ কর্মসূচীতে জেলা বিএনপি, জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকগণ অংশ নেন। বক্তারা ১৫ বছরে হাজার হাজার নেতা কর্মীকে গুম-খুন-জখম, লগিবৈঠার তান্ডব, শাপলা চত্বরে হেফাতের সমাবেশে শত শত আলেম-ওলামা মাদ্রাসা ছাত্রকে হত্যা, নিরপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজার অধিক শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দানবীয় কাহিনীর বিচারের দাবি জানান। 

ঈদগাঁওতে নিহত নুরুল মুস্তফার পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ২ লক্ষাধিক নগদ টাকা সহায়তা

ঈদগাঁওতে নিহত নুরুল মুস্তফার পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ২ লক্ষাধিক নগদ টাকা সহায়তা

 


ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এবারকার আন্দোলন বাংলার ১৮ কোটি মজলুম গণমানুষের আন্দোলন। একটি পরিবারের কাছে গোটা দেশের মানুষ অসহায় ছিল। তারা তাদেরকে বাংলার মালিক এবং আমাদেরকে গোলাম ও বাদী মনে করত। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক 'মা' দাসী হয়ে বাঁচতে চায় না বলে রাস্তায় প্রতিবাদ করতে বের হয়েছিল। 

ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ছাত্র- যুব সমাজের নেতৃত্বে বাংলাদেশে স্বৈরাচারের পতন হয়েছে। দেশের মাটিতে তারা দুই পা রাখারও সুযোগ পায়নি। অথচ তারা গাল ফুলিয়ে বলতো এদেশ আমার এবং আমার বাপের। সুতরাং এদেশ থেকে পালিয়ে যাওয়ার কোন প্রশ্নই উঠে না। জামায়াত আমীর আজ বুধবার (একুশ আগস্ট) কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়ার শহীদ নুরুল মোস্তফার পরিবার বর্গকে নগদ অর্থ সহায়তা প্রদান কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সাধারণ জনতার সাথে পুলিশের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলে প্রাণ হারায় এ শিক্ষার্থী। তিনি স্থানীয় দারুস সালাম একাডেমীর দশম শ্রেণীর ছাত্র এবং পশ্চিম গজলিয়ার শফি উল্লার পুত্র। 

জামায়াত আমীর আজ নুরুল মোস্তফার পিতাকে নগদ এক লক্ষ টাকা অর্থ সহায়তা দেন। এছাড়া গত ১৬ অগাস্ট জামায়াতের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান দলের পক্ষ থেকে উক্ত পরিবারকে নগদ এক লক্ষ টাকা প্রদান করেছিলেন। উপজেলা জামায়াতের পক্ষ থেকেও এ পরিবারকে নগদ অর্থ সহযোগিতা করা হয়। 

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী চেয়ারম্যান, নায়েবে আমীর মুফতি মাওলানা হাবিব উল্লাহ, সেক্রেটারি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি শামসুল আলম বাহাদুর, সেক্রেটারি মাওলানা মোঃ মহসিন, জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর, উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জেহাদী, নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নুর হেলালি, সেক্রেটারী মাওলানা নুরুল আজিম, সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম হেলালি, জেলা কর্ম পরিষদ সদস্য ও ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, ইসলামপুর সভাপতি শাহাব উদ্দিন সহ স্থানীয় জামায়াত- শিবিরের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

পঞ্চগড়ে সাবেক মেয়র-উপজেলা চেয়ারম্যানসহ ১১ আ.লীগ নেতার নামে মামলা

পঞ্চগড়ে সাবেক মেয়র-উপজেলা চেয়ারম্যানসহ ১১ আ.লীগ নেতার নামে মামলা

 


বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ এনে অপসারন হওয়া পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভসহ ১১ জন আ.লীগ নেতার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের হয়েছে।


সোমবার (১৯ আগস্ট) এই মামলাটি করে পঞ্চগড় পৌর যুবদলের সদস্য সচিব নুর ইসলাম দিপু।


মামলার অন্য আসামীরা হলে- পঞ্চগড় পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি হাসনাত মো. হামিদুর রহমান (৪০), জেলা আ.লীগের সহ-সভাপতি মো. আবু তোয়াবুর রহমান (৫৮), সদর উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম (৫২), সদর উপজেল আ.লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান শেখ মিলন (৪৫), জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম পল্লব (৪৮), জেলা ছাত্রলীগের সভাপতি আবু হাসান নোমান (৩২), পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম (৫৫), আ.লীগ নেতা সাইফুল ইসলাম তপন (৩৫) এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. জাহাঙ্গীর (২৫)।


মামলায় উল্লেখ করা হয়েছে- গত ১৯ জুলাই বিকেলে পঞ্চগড় চৌড়ঙ্গী মোড়ে জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জাকিয়া খাতুনের নির্দেশে যুবদল নেতা নুর ইসলাম দিপুর ওপর হামলা করেন অন্য অভিযুক্তরা। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।


পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন

প্রতিষ্ঠা বার্ষিকীত উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলা সেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রতিষ্ঠা বার্ষিকীত উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলা সেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  


বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে পঞ্চগড় সদর উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা-কর্মী বৃন্দ।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সারে ৩টায় পঞ্চগড় জেলা বিএনপি'র দলীয় কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের ভিতরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

র‌্যালী ও আলোচনা সভায় সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহেব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদার রহমান মাহবুব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন তাপস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এটিএম হাসানুজ্জামান পলাশ, আরিফুল ইসলাম ইরান প্রমূখ। 

আলোচনা সভা পরিচালনা করেন সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান বাঁধন।

রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

বাবার সম্পত্তি ফিরে পেতে মেয়ের সংবাদ সম্মেলন

বাবার সম্পত্তি ফিরে পেতে মেয়ের সংবাদ সম্মেলন

 


রাকিব হোসেন ঢাকা: রাজধানীর মালিটোলা ৩৫ নং ওয়ার্ড এর মৃত আফজাল হোসেন নান্টু মোল্লা দুটি বিয়ে করেন, দ্বিতীয় বিয়েটি করেন পারভিনকে সরল মোনে তিনি সংসার করেন চার সন্তান নিয়ে, আফজাল হোসেন নান্টু মোল্লা ২০০৫  মারা যায়, এরপর থেকেই শুরু হয় তাদের দুঃখের জীবন,


এক সময় তাদের সবকিছু থাকলেও এখন বাবার পৈত্রিক সম্পত্তি থেকে আজ বঞ্চিত।  সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা ভাঙচুর পরিবারের ৬ জনকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারটি। 


প্রতিপক্ষ মো: আলী ময়না , মোঃ আবু সাঈদ ,ওয়াজেদ আলী রায়হান এবং তার সৎ  ভাইদের বিরুদ্ধে। ওই হামলা ও ভাঙচুরের ঘটনাটি ঘটেছে গত সোবার সকালে বংশাল মালিটোলা এলাকায়। 

আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল হসপাতালে ভর্তি করান। আহতরা হলেন,দ্বিতীয় স্ত্রী পারভিন বেগম, পাপিয়া সুলতানা টুম্পা, তুহিন হোসেন ও পারভেজ আহমেদ রাজু সহ আরো অনেকে। 


এই সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাপিয়া সুলতানা  টুম্পা জানান: সরকার পতনের ৫ তারিখের পর থেকে শীর্ষ সন্ত্রাসী সাবেক কাউন্সিলরের  লোকজন নিয়ে আমার চাচা আলী ময়না আমার বাসায়, অতর্কিত হামলা চালায়। আজকে আমি আইনের ছাত্র হয়েও মার খাচ্ছি, আমাদের সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়, আমি এবং আমার পরিবার বাড়ি ঘরের ঠিক মত থাকতে পারছি না আমি এই সরকারের কাছে আমার নিরাপত্তা চাই।

বিরামপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিরামপুর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিনাজপুরের বিরামপুর পৌর শাখার ৫নং ওয়ার্ড কমিটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭ ঘটিকায় পুরাতন বাজারে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রব তোতার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ও পৌর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, বিএনপি নেতা  ও সাবেক পৌর ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব অ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, যুগ্ম আহবায়ক জাকির খন্দকার, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাদশা মোহাম্মদ নাজ্জাসী প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

প্রধান শিক্ষকের পদত্যাগের বিরুদ্ধে মানববন্ধন রাজশাহী পুঠিয়ায়

প্রধান শিক্ষকের পদত্যাগের বিরুদ্ধে মানববন্ধন রাজশাহী পুঠিয়ায়

 


উপজেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল ১০ টার সময় ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।


নন্দনপুর উচ্চ বিদ্যালয় বর্তমান ও প্রাক্তন বেশ কয়েকজন ছাত্রছাত্রী তারা বলেন, প্রধান শিক্ষক স্যার আমাদেরকে ফেল করিয়ে প্রতি সাবজেক্টে ১ হাজার টাকা করে জোরপূর্বক নিতেন। 


টাকা না দিলে পরীক্ষা দিতে দিবে না বলে হুমকিও দিতেন,ঠিকমত ক্লাসে আসেন না,আইসিটি ক্লাস না করিয়ে আড়াইশো টাকা করে নিতেন।মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া সহকারী শিক্ষক মোজাম্মেল হক বলেন, আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন (মিম) আমাদের সবাইকে খুব চাপে রাখে।অতিরিক্ত কাজ করিয়ে নেয়। তার মনোনীত ব্যক্তিদের নিয়ে আড্ডা বাজি করে নিয়মিত আসেও না।


সহকারী শিক্ষক নজরুল ইসলাম সহ একাধিক শিক্ষক শিক্ষিকা বলেন, মুরাদ নামের আরেক জন শিক্ষককে নিয়ে বেশিরভাগ সময় বাইরে থাকে, নিয়মিত আসে না, আমাদেরকে গুরুত্বও দেয় না। এমনকি স্কুলের কোনো হিসাব দেয় না,যা খুশি তাই করেন,আমাদের প্রকৃত যে ন্যায্য পাওনা সেটা কখনোই আমাদেরকে দেয় না।একই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফরোজ হোসেন (ছুম্মা) এর স্ত্রী মাহবুবা আক্তার রুবি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী বহুবচন এই স্কুলে সুনামের সাথে চাকরি করেছে।


 অথচ ওরা আমার স্বামীকে নির্যাতন করে বের করে দিয়েছে। এই বিষয়ে আমাদের কাছে দুটি মামলার রায় রয়েছে তবুও তারা আমার স্বামীকে স্কুলে ঢুকতে দেয়নি।এই টেনশনে আমার স্বামী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আলহাজ্ব আনোয়ারুল ইসলাম (জুম্মা) সাবেক পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তিনি বলেন, ওই প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির বহু ঘটনা রয়েছে কয়টি ঘটনা আপনাদেরকে বলবো।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিম তিনি স্থানীয় শরিফ কাজির সাথে লিয়াজও করে প্রতিষ্ঠানে চরম অনিয়ম আর দুর্নীতি করেছে।


 এমনকি ফরম ফিলাপের টাকা ছাড়াও স্কুলের টেস্ট পরীক্ষায় ছাত্রদের ফেল করিয়ে প্রতিটি সাবজেক্টে অতিরিক্ত ১ হাজার টাকা করে জোরপূর্বক নেওয়া হয়। প্রতিষ্ঠানটিতে কোন পত্রিকায় বিজ্ঞাপন না দিয়েও নিয়োগ দেয়া হয় কর্মচারী,বিদ্যালয়ের মার্কেট একজনের কাছে টাকা নিয়ে অন্য জনের কাছেও দেওয়া হয় ভাড়া।


 ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষক অভিজ্ঞতা ছাড়াই পেয়েছেন দায়িত্ব, মুরাদ নামের আরেকজন তার এসএসসি পরীক্ষায় ১. ৮০ পয়েন্ট রয়েছে,অর্থাৎ যোগ্যতা ছাড়াই শিক্ষক ও প্রধান শিক্ষক হয়ে বসে আছে, এছাড়াও সারাদিন বলে ওই প্রতিষ্ঠানের দুর্নীতির কথা শেষ হবে না।

ইতালির ভেনিসে  সনাতন  হিন্দু ধর্মাবলম্বীের প্রতিবাদ সমাবেশ

ইতালির ভেনিসে সনাতন হিন্দু ধর্মাবলম্বীের প্রতিবাদ সমাবেশ

 

ব্যাুরো প্রধান ইউরোপ : আওয়ামীলীগ সরকারের পতন ও শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগেরবপর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা,  নির্যাতন ,  বাড়িতে অগুন দেয়া সহ মন্দিরে  হামলার অভিযোগ এনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে  ইতালির ভেনিসে বসবাসরত  সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন ।  ভেনিসের মেসত্রে র ট্রেন স্টেশনের সামনে থেকে মিছিলটি শুরু করে কয়েন মার্কেট চত্বরে দিয়ে শেষ হয়।  কয়েন মার্কেট চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে দেশে হিন্দুদের উপর নির্যাতন ও বাড়িতে হামলা ও মন্দিরে হামলার নিন্দা জানিয়ে দোশি দের শাস্তি দাবি করেন।  ভেনিস  ,  পাদোভা  ও এস্ত্রা হতে বেশ কয়েকন প্রবাসী বাংলাদেশী হিন্দু পরিবার সহ  মিছিলে স্লোগান দিতে থাকেন। তবে মিছিলটিতে পেছন থেকে নেতৃত্ব দিতে দেখা যায় ভেনিস আওয়ামীলীগের  নেতা আজাদ খান কে।  মিচিল শেষে সমাবেশে  বক্তব্য রাখেন ,  উৎপল চন্দ্র দে ,  কৃষ্ণ লাল দাস ,  সুব্রত দাস , অসিম মন্ডল ,  শ্যাম মন্ডল,  রাজন চন্দ্র  শীল ,  স্বপন পাল , সুবর্ণা বিশ্বাস ,  সাথী ভৌমিক   প্রমূখ ।