সোমবার, ৮ জুলাই, ২০২৪

ভেড়ামারায় প্রয়াত সাংবাদিক দিপু খাঁনের স্মরণসভা অনুষ্ঠিত।

জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবের নির্বাহী সদস্য সদ্য প্রয়াত মেধাবী সাংবাদিক রফিকুল ইসলাম দিপু খাঁন এর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ  সোমবার বাদ আছর উপজেলা পরিষদ হলরুমে ভেড়ামারা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও স্মরণ সভা হয়। ভেড়ামারা সরকারি কলেজের শিক্ষক ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সাবেক প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েলের সভাপতিত্বে ও অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা  করেন ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক হিসনা বানী পত্রিকার সন্পাদক ও প্রকাশক আরিফুজ্জামান লিপটন। 

 সভায় সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ  সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএসম আনছার আলী, জেলা জাসদের  কৃষি বিষয়ক সম্পাদক বশিরউদ্দিন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সদস্য শরিফুজ্জামান নবাব, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা আলহাজ্ব তারিকুজ্জামান তারিক, পৌরসভার প্যানেল মেয়র নাইমুল হক, সাবেক কাউন্সিলর সরোয়ার পারভেজ, সিরাজুল ইসলাম, নাগরিক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আসলাম, সাম্যবাদী দলের জেলা সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, সাইফুল ইসলাম মিলন, সাংবাদিক রেজাউল করিম, শাহজামাল, বাবলু মোস্তাফিজ,ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম মনা, আনোয়ার পারভেজ, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর খাঁন, জান্নাতুল ফেরদৌস, জোসনা খাঁন, সাইফুল ইসলাম মিলন, আব্দুল আলিম, জাকির হোসেন বুলবুল, কাজী মিজানুর রহমান মামুন, মাসুদ রানা লেবু, বকুল দেব, মিন্টু হোসেন, নাসিম হোসেনসহ অনেকে। দোয়া পরিচালনা করেন হাফেজ ফয়জুল আজিজ ও রফিকুল ইসলাম। ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: