মিজানুর রহমান কালু, উপজেলা প্রতিনিধি: পুঠিয়া টু তাহেরপুর রোড আজ আবার বেপরোয়া মাছ বোঝাই মিনি ট্রাক কেড়ে নিলো এক তরতাজা যুবকের প্রাণ।
মঙ্গলবার (২-জুলাই) বিকেল ৩ টার সময় উপজেলার পুঠিয়া তাহেরপুর সড়কের ধোকড়াকুল ঈদগাহ ময়দানের নিকটে ও নিজ বাড়ির প্রায় ২শ গজ দূরে ওই দুর্ঘটনা ঘটে' নিহত ব্যক্তির নাম মোঃ নাসির উদ্দিন (৪৫) তিনি ধোকড়াকুল সড়ক পাড়া এলাকার মোকসেদ আলীর ছেলে।
একই জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে মাছ বোঝাই করে মিনি ট্রাক ধোকড়াকুল ঈদগাহ এর কাছে এসে তাহেরপুরের দিকে যাওয়া একটি মোটরসাইকেল কে সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় নাসির নামের এক ব্যক্তির।
পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে গাড়িটির ড্রাইভার ও হেলপার সহ ধোকড়াকুল বাজারে এসে আটক করে,এবং আটকে রাখে।
স্থানীয় সূত্রে জানা যায়, আশেপাশের স্থানীয় ব্যক্তিরা বলছেন দুর্ঘটনায় স্থলে একটি ভ্যান গাড়িকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেল কে চাপা দেয় মাছ বোঝাই মিনি ট্রাক।
নাসিরের মাথা বুক ও পাজরে ব্যাপক আঘাতের চিহ্ন রয়েছে,নিহত নাসির উদ্দিন বাড়ির সাথে তার একটি মুদি দোকান রয়েছে,মূলত সে স্থানীয় বাসুপারা বাজার থেকে দোকানের জন্য জিনিসপাতি আনতে যাচ্ছিলেন।
এই ঘটনায় পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, দুর্ঘটনার কথা শুনে, সেখানে পুলিশ পাঠানো হয়েছে,উভয়কে থানায় ডাকা হয়েছে,গাড়ি ও তার ড্রাইভারকে আটক করা হয়েছে,সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হবে।
উল্লেখ্য যে, পুরো রাজশাহী জেলা জুড়ে মিনি ট্রাকে করে পানি নিয়ে তার মধ্যে তাজা মাছ বহন করা হয়, এতে করে ওইসব ট্রাকের পানি রাস্তায় পড়ে নানান রকম দুর্ঘটনা ঘটতেও দেখা গেছে।
মাছ বাহী মিনি ট্রাক গুলোর চলাচল অনিয়ন্ত্রিত ও বেপরোয়া,এর আগেও জেলার বিভিন্ন স্থানে মাছবাহি ট্রাকের ধাক্কায় গত কিছুদিন আগেও পুঠিয়া তাহেরপুর সড়কে কয়েকটি দুর্ঘটনা ঘটে মানুষ মারা যায়।
কখনো কখনো এসব মাছ বোঝাই ট্রাকের পানি মানুষের গায়ে পড়ায় বিড়ম্বনার শিকার হন অনেকে। অনিয়ন্ত্রিত এসব গাড়ি চলাচলের উপর নিয়ন্ত্রণ বা বন্ধ চায় সাধারণ মানুষ।
0 coment rios: