মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় সামনে ৩ জুলাই মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদস্য মাসুদ অরুণের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু এ সময় বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন দেশ আজ অসহনীয় দুর্নীতিতে ভরে গেছে প্রতিটি সেক্টরে দুর্নীতি,দুর্নীতির ফলে মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে, দেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে,সাবেক পুলিশ প্রধান বেনজির,সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ মতিয়ারের মতো দুর্নীতিবাজরা এ দেশে আছে কিন্তু সরকার তাদের কিছু করতে পারছে সরকার আজ টালমাটাল হয়ে পড়েছে,
বক্তার আলো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্রকামী মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে।
0 coment rios: