উপজেলা প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার গ্রাম-ঝলমলিয়া এলাকার রনি আলী (২৭) নামের এক যুবক বিবাহ বিচ্ছেদের পর মোহরানার টাকা পরিশোধ করতে না পারায় নিজ বাড়ির বারান্দার রুয়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করেছে।
মঙ্গলবার ১৬ই জুলাই তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। মৃত রনি আলী গ্রাম-ঝলমলিয়া এলাকার মৃত আব্দুস শাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী পুঠিয়া উপজেলার ফুলবাড়ী হাজীপাড়া গ্রামের শামিমার সাথে বিবাহ বিচ্ছেদের হয়। বিবাহ বিচ্ছেদের এক বছর পরে আবার নাটর-সিংড়া এলাকার দুলালিকে দ্বিতীয় বিবাহ করে মৃত রনি। কিন্তু দ্বিতীয় বিবাহের পর থেকে আবাও দ্বিতীয় স্ত্রী দুলালীর সাথে বিভিন্ন কারণে ঝগড়া-মারামারি হতো। এমত অবস্থায় আজ থেকে দুই মাস আগে দ্বিতীয় স্ত্রীর সাথেও তার বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু তার মোহরানা টাকা বাকি ছিল। মোহরানার টাকা পরিষদের জন্য মৃত রনি কে চাপ দেওয়া হয়। মোহরানা টাকা কিছুতে পরিষদ না করতে পারায় মানসিকভাবে ভেঙে পড়ে রনি।
মৃত রনির মা রোকেয়া জানায়, আজ দুপুরে মৃত রনি তার মাকে বলছিল মা আমি যদি না থাকি আমার মেয়েকে দেখে রেখো। এরপর তার মা বাড়ির পাশে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। বাড়ি ফিরে দেখে তার ছেলে আত্মহত্যা করেছে।
আত্মহত্যার বিষয় নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। মূলত মোহরানার টাকা পরিশোধ করতে না পারায় যুবক আত্মহত্যা করেছে। বিষয়টি নিয়ে কেউ বাদী হয়নি তাই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে লাশ রেখে এসেছি।
0 coment rios: