রবিবার, ১৪ জুলাই, ২০২৪

র‍্যাবের মহা-পরিচালকের দেয়া ত্রাণ ও স্বাস্থ্য সেবা পেয়ে খুশি কুড়িগ্রামের চরবাসীরা


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম : কুড়িগ্রামের চলাঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন র‍্যাবের মহা-পরিচালক ব্যারিস্টার মো: হারুন অর রশিদ। দেয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্য সেবাও। বন্যার সংকটকালীন সময়ে ত্রাণ ও স্বাস্থ্য সেবা পেয়ে খুশি চরবাসীরা। আর বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়ানোর কথা জানায় সরকারি সংস্থাটি। 


সরেজমিনে বন্যার পানি নেমে যাওয়া ব্রহ্মপুত্র নদের পাড়ে অসহায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দিচ্ছেন র‍্যাবের মহা-পরিচালসহ অন্যান্যরা। আর সেই ত্রাণের প্যাকেট মাথায় নিয়ে পানি মাড়িয়ে বাড়িতে ফিরছেন বন্যার্তরা।


প্রায় দুই সপ্তাহ ধরে বন্যা কবলিত থাকায় খাদ্য সংকটে পড়েছেন জেলার ৯ উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষ। নদ-নদীর পানি হ্রাস পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খাদ্য সংকটে পড়েছেন কবলিতরা। এ অবস্থায় বন্যা কবলিতদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও সবার ভাগ্যে জুটছে না তা। এই পরিস্থিতিতে ত্রাণ সহায়তা নিয়ে চরাঞ্চলের বন্যার্তদের মাঝে হাজির র‍্যাবের মহা-পরিচালক। 


রোববার সকাল ১১ টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেয়া হয়। দুঃসময়ে এসব ত্রাণ সহায়তাসহ স্বাস্থ্য সেবা পেয়ে খুশি চরঞ্চলের বন্যা দুর্গতরা।


চর যাত্রাপুরের বাসিন্দা জামেলা বেগম জানান, ১৫ দিন ধরে বানের পানিতে আছি। কোন কাজ কাম নাই। খাবারও শেষ হয়ে গেছে। কোন সহযোগীতাও মেলে নাই। আজ  (রোববার) একটা ত্রাণের প্যাকেট পেয়েছি। এটা আমাদের খুব উপকারে আসবে।


সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর জানান, আমার ইউনিয়নে ১২ হাজার পরিবার বন্যা কবলিত। তাদের মধ্যে মাত্র দেড় হাজার পরিবারকে সরকারি সহায়তা দেয়া সম্ভব হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে যে সহায়তা দেয়া হল তা বন্যার্তদের উপকারে আসবে। আরো সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।


ত্রাণ বিতরণের পর র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো: হারুন অর রশিদ, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি হত্যা, ধর্ষণ, চাদাবাজি ও সন্ত্রাসীসহ অন্যান্য আসামীদের গ্রেপতার করে জনগণের মাঝে আস্থা অর্জন করেছে। এর পাশাপামি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায মানুষের পাশে দাড়াতে র‍্যাব সর্বদা আন্তরিক বলে জানান তিনি।


ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আটা,চিড়া, মুড়ি, গুড়, বিস্কিটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও স্থনীয় জনপ্রতিনিধিরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: