সোমবার, ১ জুলাই, ২০২৪

ডোমারের ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান

 


সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল আলম বিপিএএ'কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে উপজেলা স্কাউটস।

সোমবার (১লা জুলাই) বিকাল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ। এতে সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী।

 

উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, দিনাজপুর অঞ্চল স্কাউটসের উপ-কমিশনার মোঃ কোহিনূর ইসলাম, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি মোঃ রবিউল আলম, শালকী মুক্ত মহাদলের সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম বাবু, স্কাউট আন্দোলনের অন্যতম সারথী বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ সহ উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ তার কর্মস্থলের স্মৃতিচারণ করে বলেন, 'দেশ ও জাতির আগামীর কাণ্ডারী নতুন প্রজন্মকে সঠিকভাবে বেড়ে উঠতে সহযোগিতা করতে হবে। শিশু-কিশোরদের মেধা বিকাশে ও সৃজনশীল মনন তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে স্কাউট। ডোমার উপজেলা স্কাউটস আরও বহুদূর এগিয়ে যাক।' তার নতুন কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সবার কাছে দোয়া চান সদ্য বিদায়ী এই কর্মকর্তা।


আলোচনা সভা শেষে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাফল্যের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে, অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন থেকে কাব ও স্কাউট সদস্যদের গার্ড অন অনারের মাধ্যমে বিদায়ী ইউএনওকে অনুষ্ঠান স্থলে নিয়ে আসা হয়। শেষ ভাগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


অনুষ্ঠানে স্কাউট নেতৃবৃন্দ, বিভিন্ন গ্রুপ সভাপতি, ইউনিট লিডার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাধারণ স্কাউট ও কাব সদস্যবৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: