জাহাঙ্গীর খাঁন, সিনিয়র স্টাফ রিপোর্টার: ভেড়ামারা রেল বাজার মাছের আড়তে গত ০৬/০৭/২০২৪ইং তারিখে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জনকে জরিমানা করা হয় এবং তারা ক্ষমা প্রার্থনা করেন যে, আর কোন দিন আমরা এ ধরনের মাছ কিনব না এবং বিক্রয় করিব না। ঠিক একদিন পর আজ ০৭/০৭/২০২৪ইং তারিখ রোজ রবিবার আবারো একজন অসাধু আড়তদার পূনরায় জেলিযুক্ত মাছ আমদানি করেন এবং বিক্রয় করিবার জন্য প্রস্তুতি নেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে চৌকস অফিসার ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন বিষয়টি অতি দ্রুত আমলে এনে সরজমিনে মাছের আড়তে অভিযান চালান। ঘটনাস্থালে তার প্রমাণ মেলে, এসময় বাঙ্গালীর একই কথা ভুল হয়ে গেছে স্যার, আর হবে না, আমরা জানতাম না, ক্ষমা করে দেন। কিন্তু ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন বিষয়টি নিয়ে গত ০৬/০৭/২০২৪ইং তারিখে হ্যান্ড মাইকে নিয়ে আড়তদার এবং মাছ বিক্রেতাদের উদ্দেশ্যে বার বার তাগিদ দিলেও পূনরায় একই ভুল করেন। এ সময় মোঃ বজলুর রশীদ নামের একজন আড়তদারকে ৮,০০০/= হাজার টাকা জরিমানা করা হয় এবং মাছ গুলো জব্দ করে নিকস্থ মহিলা মাদ্রাসায় দেয়া হয়।
অভিযান চলাকালীন সময়ে ভেড়ামারা থানার পুলিশ সদস্য, আনসার সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
0 coment rios: