এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে মশিউর রহমান (৩৭) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে কাটলা টু বিরামপুর সড়কের হরিহরপুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর শৈইলান গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,বৃহস্পতিবার দুপুরে ট্রাক্টর নিয়ে জমি চাষ করছিলেন মশিউর। জমি চাষ করে বিকেলে বাড়ির উদ্দ্যেশে ট্রাক্টরটি নিয়ে আসছিলেন। এসময় কাটলা টু বিরামপুর সড়কের হরিহরপুর এলাকায় উঠতে গিয়ে ট্রাক্টরটি চাকা সিল্পি কেটে ট্রাক্টরটি উল্টে গিয়ে চালক মশিউর রহমান ট্রাক্টরের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বলেন,জমি চাষ করে ফিরার পথে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিটক হস্তান্তর করা হয়েছে।
0 coment rios: