খলিলুর রহমান,সাতক্ষীরা : সাতক্ষীরায় কোটা আন্দলনের পক্ষে-বিপক্ষে আন্দলনকারী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থান নেয়। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪ টার দিকে আন্দলনকারীরা জেলা শহরের নারিকেলতলা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে।
এদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা একই সময় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে পাল্টা মিছিল বের করে। পরে তারা মুখোমুখি অবস্থান নেয়। সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ দুই গ্রুপের মাঝখানে ব্যারিকেট তৈরী করে।
এ সময় ছাত্রলীগের সমর্থকরা লাঠি ও লোহার রড হাতে নিয়ে মহাড়া দিতে থাকে।
অপরদিকে, আন্দোলনকারীরা নারিকেলতলা মোড়ে সাতক্ষীরা-খুলনা মহা সড়কের উপর বসে পড়ে এবং যান চলাচল বন্ধ করে কোটা আন্দোলনের পক্ষে শ্লোগান দিতে থাকে। সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় আমাদের অনেক ভাই ও বোনেরা আহত হয়েছে। তাদের রক্ত ঝরেছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই।
0 coment rios: