খলিলুর রহমান, সাতক্ষীরা : আরইবি কতৃক শোষণ নিপীড়নের প্রতিবাদে টানা কর্মসুচির মধ্যে সারাদেশের ন্যায়ে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কালো কাঁপড়ে মুখমন্ডল ঢেকে মানববন্ধন করেছে। ৯ ই জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা পিবিএস এর সদর দপ্তর পাটঘেলঘাটায় মানবন্ধন সহ কেন্দ্রীয় কর্মসুচী পালন করে। কর্মবিরতির কর্মসুচী পবিত্র কোরাআন তেলাওয়াত ও গীতা পাঠের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু করা হয়।পরবর্তিতে কর্মক্ষত্রের বৈষম্যের বিষয়ে দাবী আদায়ের জোর প্রতিবাদী আলোচনার সাথে (অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন ও চুক্তি হতে মুক্তি চাই) এই স্লোগানে স্লোগানে মুখর ছিল পিবিএস ক্যম্পাস।নির্যাতন নিপীড়ন আর দুঃশাসনের কবল থেকে মুক্তি পেতে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সংগ্রাম চালিয়ে যাবে বলে জোর গলায় আলোচনা চলতে থাকে।এরই মধ্যে ক্রমান্নয়ে দাবী আদায় না হওয়া পর্যন্ত কঠোর থেকে কঠোরতর কর্মসুচী পালন করবে বলে দৃঢ় চিত্তে ঘোষনা করা হয়।
টানা কর্মসুচীর মধ্যে এই প্রথম বারের মত কালো কাঁপড়ে নাক,মুখ চোঁখ ঢেকে একযোগে ৭৫০ জন কর্মাকর্তা কর্মচারীরা দাবী আদায়ে আন্দোলন বেগবান করে তোলেন।
এ কর্মবিরতি চলাকালিন সময়ে গ্রাহক এক দিকে সেবা বঞ্চিত হচ্ছে,অন্যদিকে সরকার এ খাত থেকে বকেয়ার কারনে বিদ্যুৎ উৎপাদনে চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে অভিজ্ঞ মহলের অভিমত।
এ বিষয়ে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।
0 coment rios: