রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা প্রতিনিধি নাটোর: নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আইন ও বিচার বিভাগের আয়োজনে “স্কাইলাইট হলে” বিকেলে সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১০ জুলাই ২০২৪)অনুষ্ঠানে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মিজানুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ অ¤øান কুসুম জি¯œু। স্বাগত বক্তব্য প্রদান করেন বাউয়েট আইন অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড.শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আলোচক ছিলেন,নাটোরের যুগ্ম জেলা ও দায়রা জজ শামসুল আল্-আমীন,সিনিয়র সহকারী জজ ইসমত আরা তুশি ও সহকারী জজ ফাতেমা তুজ জোহুরা। অনুষ্ঠানে বাউয়েট বিভিন্ন অনুষদের ডীনগণ, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার এডমিন, ছাত্র কল্যাণ উপদেষ্টা, প্রক্টর, সম্মানিত শিক্ষকমন্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বাউয়েট আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন,আইনের দৃষ্টিতে সবাই সমান উল্লেখ করে, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। সেমিনার আয়োজন করায় বাউয়েট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠান শেষে অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
0 coment rios: