ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। নতুন ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে।
বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেলে এ বদলির আদেশ হয়েছে।
হারুন অর রশীদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন)–এর দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে ডিবিপ্রধানের নতুন দায়িত্ব পাওয়া মহা. আশরাফুজ্জামান এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।
0 coment rios: