স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: সনাতন ধর্মাবম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী
জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ ৭ জুলাই রোববার।রোববার ৭ জুলাই সনাতনী রীতি অনুযায়ৌ,প্রতিবছর চন্দ্র আষাড়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথ যাত্রা।সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে রোববার (৭ জুলাই)।
এ লক্ষে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে খুলনার দাকোপে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২০২৪ উদ্ভোধন করা হয়েছে।উপজেলা রথযাত্রা উদযাপন কমিটি এ উৎসবের আয়োজন করেছে। আজ রোববার ৭ জুলাই বেলা ১২ টারদিকে চালনা বৌমার গাছতলা উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ্র মন্দির প্রঙ্গণে উপজেলা রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক ড,সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব গোবিন্দ্র বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।
রথ যাত্রার তাৎপর্য তুলেধরে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার, ,চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়,উপজেলা নির্বাহী অফিসার এর সহধর্মীনী অধ্যাপক জয়শ্রী চক্রবর্তী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়ন্তী রাণী সরদার, এবিএম রুহুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গৌতম সাহা, দেবাশীষ ঢালী, মোহনলাল সাহা, বিকেন্দ্র নাথ গাইন , পরিমল চন্দ্র বিশ্বাস , শেখর রায় , শিশির বিশ্বাস, অমরেশ কুমার ঢালী, ভবেন্দ্র নাথ রায় , শিবপদ মন্ডল, সমরেন্দ্র নাথ সরকার, পরিমল রায় । সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
0 coment rios: