আরিফুজ্জামান চাকলাদার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় পৌর বাজার চৌরাস্তায় উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।
উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজার সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলমের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, আশরাফ উদ্দিন তারা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।
0 coment rios: