শনিবার, ১৩ জুলাই, ২০২৪

ইতালি বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

 


জাকির হোসেন সুমন,  ব্যাুরো প্রধান ইউরোপ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক এর মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া ও মিলাদের  আয়োজন করে ভেনিস শাখা বিএনপি ।  ভেনিসের মেসত্রে বায়তুল ম মুর জামে মসজিদে আয়োজিত  মাহফিলে মরহুমের   রুয়ের মাগফেরাত কামনায করে  দোয়া করা হয়। সে সময়  মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ভেনিস বিএনপির সভাপতি  আব্দুল আজিজ সেলিম  ,  সাধারণ সম্পাদক আরফান মাস্টার ,  সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর ,  উপদেষ্টা আক্তার মোল্লা ,  আলমগীর হোসেন ,  ভেনিস বিএনপির সহ-সভাপতি আনোয়ার ইসলাম রুমি ,  যুগ্ম সম্পাদক দিপু নাসির ,  প্রচার সম্পাদক মিথুন মাঝি ,   সম্মানিত সদস্য মনসুর পেদা ,  বিএনপি নেতা আব্দুর রব ,  আব্দুল বাসেত , আমির হোসেন ,  নজরুল হোসেন ,  স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক খায়ের হাওলাদার  সহ আরো অনেকে।  মিলাদ শেষে তবারকের বিতরন করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: