সোমবার, ১ জুলাই, ২০২৪

সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে প্রত্যয় গ্রুপের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

 

শেখ মারুফ হোসেন, সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হওয়ায়  সাংবাদিক হাফিজুর রহমান শিমুলকে সন্মাননা স্মারক তুলে দেন প্রত্যয় গ্রুপের সুযোগ্য ম্যানেজিং ডিরেক্টর মোঃ সিরাজুল ইসলাম। সোমবার (৩০ জুন-২৪) বিকালে প্রত্যয় কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সন্মাননা স্মারক দেওয়া হয়।এ সময়ে উপস্থিত ছিলেন প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ নাজমুল হুদা, ভাইচ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও প্রত্যয় আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলমগীর কবীর প্রমুখ। উল্লেখ্য যে, গত ২২ জুন-২৪ তারিখে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনে হাফিজুর রহমান শিমুল ১১৮ টি ভোটের মধ্যে ৮৬টি ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন। তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কালিগঞ্জ উপজেলার সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটির বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, সুজন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, কবিতা পরিষদের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জাতীয় দৈনিক ভোরের পাতা, আঞ্চলিক দৈনিক দেশ সংযোগ ও সাতক্ষীরার সর্বাধিক প্রচারিত দৈনিক যুগেরবার্তা পত্রিকার কালিগঞ্জ উপজেলা সংবাদদাতা হিসাবে দীর্ঘদিন  কর্মরত আছেন। তাছাড়া  অনলাইন নিউজ পোর্টাল "বিজয় নিউজ 24 ডটনেট" এর সম্পাদক ও প্রকাশক তিনি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: