বুধবার, ৩১ জুলাই, ২০২৪

সাতক্ষীরায় গ্রাম্য চিকিৎসকদের জাল সনদ তৈরীর হোতা গ্রেপ্তার

সাতক্ষীরায় গ্রাম্য চিকিৎসকদের জাল সনদ তৈরীর হোতা গ্রেপ্তার

খলিলুর রহমান,সাতক্ষীরা : সাতক্ষীরায় গ্রাম্য চিকিৎসকদের প্রশিক্ষণের জাল সনদ তৈরি করে বাণিজ্যের অভিযোগে এস.এম হুমায়ুন কবির (৪৫) নামে এক গ্রাম ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে সাতক্ষীরা শহরের মিনি মার্কেটের হাসান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৩১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত গ্রাম ডাক্তার এস.এম হুমায়ুন কবির সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ী এলাকার মৃৃত সলেমান আলীর ছেলে। তিনি আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির টেনিংয়ের সনদ তৈরি করে বিক্রি করতেন বলে জানা গেছে।

আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি সূত্রে জানা গেছে, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি গাজীপুরে অবস্থিত ও সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান। যা বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ দিয়ে থাকে। গ্রাম ডাক্তার এস.এম কবিরও ওই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেয়। প্রশিক্ষণ শেষে তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারস্থ খাদ্য গুদামের পাশে সেবা মেডিকেল ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। সেখানে প্রশিক্ষণের নামে জাল সনদ তৈরি করে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিলেন তিনি।

এ প্রসঙ্গে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব মোঃ আমিনুল ইসলাম বলেন, গোপনে খবর পেয়ে সাতক্ষীরাতে এসে দেখি হুমায়ুন কবির আমাদের প্রতিষ্ঠানের নামে প্রেস থেকে জাল সনদ তৈরি করে ব্যবসা করে আসছেন। এ বিষয়ে থানায় এজাহার দায়ের করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মিনি মার্কেটের হাসান প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে প্রতারক ডাক্তার হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল স্যংখ্যাক জাল সনদ উদ্ধার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্ররেণ করা হয়েছে।

ডিবির হারুনকে বদলি

ডিবির হারুনকে বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদকে গোয়েন্দা বিভাগের (ডিবি) দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। নতুন ডিবিপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেলে এ বদলির আদেশ হয়েছে।


হারুন অর রশীদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন)–এর দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে ডিবিপ্রধানের নতুন দায়িত্ব পাওয়া মহা. আশরাফুজ্জামান এর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

বিরামপুর সীমান্তে আড়াই কেজি সাপের বিষ জব্দ

বিরামপুর সীমান্তে আড়াই কেজি সাপের বিষ জব্দ

 



এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৬ কোটি টাকা মূল্যের প্রায় আড়াই কেজি সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শুক্রবার (২৬ জুলাই) ভোরের দিকে উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে সাপের বিষ জব্দ করে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ জানান, বিরামপুরের দামোদরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিলো। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সাপের বিষ ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ জব্দ করে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি ২ লাখ টাকা।

বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আন্দোলন নিয়ে পুলিশ সদর দপ্তরের বার্তা

আন্দোলন নিয়ে পুলিশ সদর দপ্তরের বার্তা

 

বুধবার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।  আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর মতো সহিংস কর্মকাণ্ড পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। 

যেকোনো দাবি আদায়ের নামে অরাজক পরিস্থিতি তৈরি করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা, সম্পদ বিনষ্ট করা কোনভাবেই কাম্য হতে পারে না।

তাছাড়া, চলমান আন্দোলনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির হীন উদ্দেশ্যে এবং উসকানি প্রদানের লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এসব গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। 

বিদ্যমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর মতো সহিংস কর্মকাণ্ড পরিহার করে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ পুলিশ সবার প্রতি আহ্বান জানাচ্ছে। জনগণের জানমালের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।

বুধবার, ১৭ জুলাই, ২০২৪

 


নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল চুরির অভিযোগ জসিম নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায়পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাহীনগর গ্রামের পাইকের বাড়ির মৃত মোস্তফা সর্দারের ছেলে মো.লোকমান (৫৫) ও একই ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়ির শেখ আব্দুল আজিজের ছেলে আশরাফুল ইসলাম রাব্বি ওরফে শেখ রাব্বি (২৪।  


বুধবার (১৭ জুলাই) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় পৃথক অভিযান চালিয়ে সোনাইমুড়ী ও চাঁদপুর থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।


নিহত মো. জসিম উদ্দিন (৩৫) উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়ির মনু মিয়ার ছেলে। গত সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।


পুলিশ আসামি রাব্বির বরাত দিয়ে জানায়, দেড় মাস আগে আসামি সায়মনের একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ভিকটিম মৃত জসিম উদ্দিন নিয়ে যায়। পরবর্তীতে এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে জসিম সায়মনের মোটরসাইকেল ও মোবাইল দিয়ে দেওয়ার শর্তে ত্রিশ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পরেও মোটরসাইকেল ও মোবাইল না দিলে সায়মন গোপনে জসিমকে হত্যার পরিকল্পনা করে।


পুলিশ আরও জানায়, গত ১৪ জুলাই মামলার ১ নং আসামি সায়মন তার অজ্ঞাত দুই বন্ধুসহ একটি মোটরসাইকেল যোগে জসিমের বাড়িতে গিয়ে মোটরসাইকেল ও টাকা প্রদানের বিষয় নিয়ে তাকে হত্যার হুমকি ধামকি দিয়ে যায়। ঘটনার দিন ১৫ জুলাই দুপুর ৩টার দিকে ভিকটিম জসিম হঠাৎ তার নিজ বসতঘরে এলে সায়মনকে কল করে জসিমের বাড়িতে আসার সংবাদটি জানায় রাব্বি। এর কিছুক্ষণ পরেই সায়মন একটি মোটরসাইকেল যোগে আরো ২ জনকে নিয়ে জসিমের বাড়িতে যায়। এরমধ্যে সায়মনের বাবা গ্রেপ্তারকৃত আসামি লোকমান অন্য একটি মোটরসাইকেলে ভিকটিম জসিমের বাড়ির সামনে যায়। হঠাৎ বাড়ির ভেতরে গুলির শব্দ হয়। তারপর আসামি সায়মন তার অজ্ঞাত ২ বন্ধুসহ দৌঁড়ে এসে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

রাব্বি আরো জানায়, সে ২০ হাজার টাকার প্রলোভনে সায়মনের বড় ভাই দুলালের কথা মতো সায়মনকে ভিকটিম জসিম উদ্দিনের বাড়িতে আসার খবর জানায়।


সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন বলেন, মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যা মামলার এজাহারামীয় ২ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে ৮ কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের   মামলায় -- মাহমুদ মেশিনারির মালিক ও ম্যানাজার সৌরভ জেল হাজতে ।

ঠাকুরগাঁওয়ে ৮ কোটি ২৬ লাখ টাকা আত্মসাতের মামলায় -- মাহমুদ মেশিনারির মালিক ও ম্যানাজার সৌরভ জেল হাজতে ।

 

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: পিএইচপি এরাবিয়ান হর্স ঢেউ টিন ও আনোয়ার সিট টিন দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ মেশিনারির মালিক মাহমুদ আলম, তার ম্যানাজার সাকির হোসেন সৌরভ সহ ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। 


গতকাল বাদী পক্ষের আইনজীবী ইন্দ্র নাথ রায় মামলার শুনানি শেষে এ তথ্য জানান। তিনি বলেন,  সম্প্রতি গত ১১ জুলাই আসামীগণ আদালতে হাজিরা দিতে গেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত, রাণীশংকৈল, ঠাকুরগাঁও বিজ্ঞ বিচারক আরিফুর রহমান আসামীদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


মামলার আসামীরা হলেন-- ঠাকুরগাঁও পৌরশহরের হাজীপাড়া মহল্লার হাফিজ উদ্দীনের ছেলে মাহামুদ আলম (৫৩), শান্তিনগর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে সাকির হোসেন সৌরভ (২৮) ও জাকির হোসেন শাওন (২৪) এবং সৌরভের স্ত্রী ফরিদা পারভিন (২৩)। 


অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ মেশিনারির মালিক মাহমুদ আলম  পিএইচপি এরাবিয়ান হর্স ঢেউ টিন ও আনোয়ার সিট টিনের ডিলার হিসেবে অনেক দিন যাবৎ ব্যবসা পরিচালনা করে আসছেন। দীর্ঘদিনের ব্যবসায়ীর সূত্র ধরে মাহমুদ আলম ও তার ম্যানেজার সাকির হোসেন সৌরভ উভয়ের যোগসাজসে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কোম্পানির অফার ও মূল্য ছাড়ের কথা বলে, মামলার বাদী গোবিন্দ চন্দ্র মন্ডল সহ ৮ ব্যবসায়ীর কাছ থেকে ৮ কোটি ২৬ লাখ টাকা মাহমুদ আলমের ব্যাংক হিসাব, সৌরভের ব্যাংক হিসাব এবং সৌরভের স্ত্রী ফরিদা পারভিনের ব্যাংক হিসেবে গ্রহণ করেন।


নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মামলার আসামি মাহমুদ আলম ও তার ম্যানেজার সাকির হোসেন সৌরভ ঢেউ টিন ও সিমেন্টের টিন দিতে গড়িমসি শুরু করে। এক পর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। পরে গোবিন্দ চন্দ্র মন্ডল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে- ২০২৩ সালের ৫ জানুয়ারি মামলা দায়ের করেন। 


বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিআইবি) কে তদন্তের দায়িত্ব প্রদান করেন। পিআইবি তদন্ত শেষে চলতি বছরের ৯ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় আসামীগণ পূর্ব পরিকল্পিত ভাবে বাদী পক্ষের ৮ কোটি ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন।

কোটার নামে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে, হুইপ ইকবালুর রহিম এমপি

কোটার নামে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে, হুইপ ইকবালুর রহিম এমপি

 

এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: যেসব শিক্ষার্থী আমি ‘রাজাকার’ বলে মুক্তিযুদ্ধের শহীদদের অপমান করেছে, ধর্ষিতা মা-বোনদের কলঙ্কিত করেছে তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, কোটার নামে আজকে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে একাত্তরের পরাজিত শক্তিরা শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে নামিয়ে দিয়েছে। পরাজিত শক্তিদের উদ্যোশ্যে একটাই, শেখ হাসিনা সরকারকে উৎখাত করা। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। 


তিনি বলেন, আজকে বিএনপি-জামাত শিবির তাদের আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন করাচ্ছে। নিয়মতান্ত্রিক আন্দোলন করেন সরকার বাধা দিবে না। আর যদি কোটা আন্দোলনের নামে জনগনের জানমালের নিরাপত্তায় বিঘ্নিত ঘটালে সরকার ছাড় দিবে না। এই দিনাজপুরে কোটা আন্দোলনের নামে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


হুইপ বলেন, আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ রোপনের বিকল্প নাই। বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। শুধু বৃক্ষ রোপন করলেই হবে না। বৃক্ষকে সঠিক পরিচর্যা করতে হবে। বৃক্ষ বেঁচে থাকলে আমরা বাঁচবো, বাংলাদেশ বাঁচবে। সরকারের পক্ষ থেকে এবার দিনাজপুর জেলায় প্রায় ২ লক্ষ্য গাছের চারা বিতরন করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগনের উন্নয়নের জন্যই কাজ করছেন। 


বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা চিন্তা করছেন সুষ্ঠু পানি ব্যবস্থার জন্য। অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আমরা অর্জন করেছি। দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবে পরিনত হয়েছে। শখ হাসিনা সরকার তথ্য প্রযুক্তি মাধ্যমে মানুষের জীবন মানের উন্নয়ন করছে। ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা রোবটিক টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি।


মঙ্গলবার দিনাজপুর গোর এ শহিদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য বিষয়ক ছিল “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ’’।


দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ, সহকারী বন সংরক্ষক নুরন্নাহার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, দিনাজপুর পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এ্যাড. শামীম আলম সরকার বাবু। সঞ্চালনে ছিলেন ফুলবাড়ী টেকনিক্যাল কলেজের প্রভাষক হারুন উর রশীদ। এর আগে বেলুন ও ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন এবং স্টল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে   ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া !

ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া !

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কোটা বিরোধী আন্দোলকারীদের সাথে দফায় দফায় ছাত্রলীগের সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ১৬ জুলাই  মঙ্গলবার দুপর আড়াইটা থেকে আন্দোলকারীরা সমবেত হতে থাকে। কয়েকঘন্টা চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  জানা যায়, দুপুর আড়াইটার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে জড়ো হয়। পরে তারা একটি মিছিল নিয়ে শহরের চৌরাস্তার দিকে অগ্রসর হলে অপরদিক থেকে ছাত্রলীগের নেতা-কর্মীগণ আন্দোলনকারীদের উপর ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তজনার সৃষ্টি হলে পুলিশ এসে উভয় পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরক্ষনেই আন্দোলনকারীদের সাথে শহরের বিভিন্ন স্থান থেকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জড়ো হতে থাকে। এ সময় পুলিশ এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে শান্ত করার চেষ্টা করে। আন্দোলনকারীরা মাঠ থেকে বেরিয়ে মিছিল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন শ্লোগান দিয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের আটকিয়ে দেয়। কিন্তু তারা পুলিশ ব্যারিকেট ভেঙ্গে চৌরাস্তার দিকে অগ্রসর হয়। আবারও চৌরাস্তা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন স্থানে অবস্থায় নেয়। আন্দোলনকারীদের একটি অংশ প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটের সামনে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। 

অপর একটি অংশ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনেসহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এ সময় চৌরাস্তা থেকে পুরাতন বাসষ্ট্যান্ড পর্যন্ত সড়কে যান চলাচল ও দোকানপাঠ কমপক্ষে ৩ ঘন্টা বন্ধ থাকে। উভয় পক্ষের মধ্যে উত্তজনার সৃষ্টি হলে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, গ্যাস গান ইত্যাদি নিক্ষোপ করে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষে উভয় পক্ষের পায় ৫০ জন আহত হয় এবং পুলিশ সদস্যরাও আহত হন বলে জানা যায়। পরে বিকেল ৬টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভেতর হতে আন্দোলনকারীদের বুঝিয়ে তাদেরকে বের করে বাড়ি পাঠিয়ে দেন। এদিকে সাবেক ছাত্র নেতা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কোটা আন্দোলকারীদের বোঝানোর চেষ্টা করলেও তারা উত্তেজিত হয়ে পরে। এক পর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ মোস্তাফিজুর রহমান রিপনকে সরিয়ে অফিস কক্ষে রাখেন। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা  পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও বিকেল সাড়ে ৬টার পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। তদন্ত সাপেক্ষে পরবর্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। 

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৬ জুলাই মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা, ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোর্শেদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) মোছা: লিজা বেগম, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়তে হোসেন, ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মজিদ আপেল, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারমান মোশারুল ইসলাম সরকার, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: সফিকুল ইসলাম, হরিপুর উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম পুস্প, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ -সহকারী পরিচালক মো: সাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মাসুদুর রহমান বাবু, ঠাকুরগাঁও চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো: সামসুজ্জামান দুলাল প্রমুখ। সভায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়। 

আলফাডাঙ্গায় প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আলফাডাঙ্গায় প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

 


আরিফুজ্জামান চাকলাদার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় পৌর বাজার চৌরাস্তায় উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।


 উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।

উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজার সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলমের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, আশরাফ উদ্দিন তারা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন প্রমুখ।

যুবকের আত্মহত্যা মোহরানা টাকা পরিষদ না করতে পারায়

যুবকের আত্মহত্যা মোহরানা টাকা পরিষদ না করতে পারায়

 


উপজেলা প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার গ্রাম-ঝলমলিয়া এলাকার রনি আলী (২৭) নামের এক যুবক বিবাহ বিচ্ছেদের পর মোহরানার টাকা পরিশোধ করতে না পারায় নিজ বাড়ির বারান্দার রুয়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার করেছে। 


মঙ্গলবার ১৬ই জুলাই তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। মৃত রনি আলী গ্রাম-ঝলমলিয়া এলাকার মৃত আব্দুস শাত্তারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী পুঠিয়া উপজেলার ফুলবাড়ী হাজীপাড়া গ্রামের শামিমার সাথে বিবাহ বিচ্ছেদের হয়। বিবাহ বিচ্ছেদের এক বছর পরে আবার নাটর-সিংড়া এলাকার দুলালিকে দ্বিতীয় বিবাহ করে মৃত রনি। কিন্তু দ্বিতীয় বিবাহের পর থেকে আবাও দ্বিতীয় স্ত্রী দুলালীর সাথে বিভিন্ন কারণে ঝগড়া-মারামারি হতো। এমত অবস্থায় আজ থেকে দুই মাস আগে দ্বিতীয় স্ত্রীর সাথেও তার বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু তার মোহরানা টাকা বাকি ছিল। মোহরানার টাকা পরিষদের জন্য মৃত রনি কে চাপ দেওয়া হয়। মোহরানা টাকা কিছুতে পরিষদ না করতে পারায় মানসিকভাবে ভেঙে পড়ে রনি।


মৃত রনির মা রোকেয়া জানায়, আজ দুপুরে মৃত রনি তার মাকে বলছিল মা আমি যদি না থাকি আমার মেয়েকে দেখে রেখো। এরপর তার মা বাড়ির পাশে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। বাড়ি ফিরে দেখে তার ছেলে আত্মহত্যা করেছে।


আত্মহত্যার বিষয় নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, ঘটনাস্থলে পরিদর্শন করেছি। মূলত মোহরানার টাকা পরিশোধ করতে না পারায় যুবক আত্মহত্যা করেছে। বিষয়টি নিয়ে কেউ বাদী হয়নি তাই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে লাশ রেখে এসেছি।

সাতক্ষীরায় কোটা আন্দলনকারী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে

সাতক্ষীরায় কোটা আন্দলনকারী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে

 


খলিলুর রহমান,সাতক্ষীরা : সাতক্ষীরায় কোটা আন্দলনের পক্ষে-বিপক্ষে আন্দলনকারী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থান নেয়। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪ টার দিকে আন্দলনকারীরা জেলা শহরের নারিকেলতলা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে।

এদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা একই সময় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে পাল্টা মিছিল বের করে। পরে তারা মুখোমুখি অবস্থান নেয়। সেখানে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ দুই গ্রুপের মাঝখানে ব্যারিকেট তৈরী করে।

এ সময় ছাত্রলীগের সমর্থকরা লাঠি ও লোহার রড হাতে নিয়ে মহাড়া দিতে থাকে।

অপরদিকে, আন্দোলনকারীরা নারিকেলতলা মোড়ে সাতক্ষীরা-খুলনা মহা সড়কের উপর বসে পড়ে এবং যান চলাচল বন্ধ করে কোটা আন্দোলনের পক্ষে শ্লোগান দিতে থাকে। সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় আমাদের অনেক ভাই ও বোনেরা আহত হয়েছে। তাদের রক্ত ঝরেছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই।

রবিবার, ১৪ জুলাই, ২০২৪

ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান  বর্জন ।

ঠাকুরগাঁওয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান বর্জন ।

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম চৌধুরী এর অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত কাজে বাধা, অনুষ্ঠান কক্ষে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকেরা। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর অনুষ্ঠান  বর্জন করেন ঠাকুরগাঁও জেলার সাংবাদিকরা । রোববার ( ১৪ জুলাই) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর একটি অনুষ্ঠানে পেশাগত কাজে ঠাকুরগাঁও জেলার সাংবাদিকেরা উপস্থিত হন। এ সময় সাংবাদিকদের অনুষ্ঠান কক্ষে প্রবেশের বাঁধা দেওয়া হয়। এ ঘটনায় উপস্থিত সকল সাংবাদিকেরা এর প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন, এবং প্রতিবাদস্বরূপ ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অনুষ্ঠান বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় সাংবাদিকরা বলেন, আমাদেরকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী অনুষ্ঠানে প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করছি। এ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমীন সরকার বলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের একটি অনুষ্ঠানের সকল সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয়। দাওয়াত দেওয়ার পরও তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাদেরকে বসার কোন জায়গা দেওয়া হয়নি। আমরা সকল সাংবাদিকেরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সকল অনুষ্ঠান বর্জন করলাম। ঠাকুরগাঁও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাষ্টের সভাপতি জিয়াউর রহমান বকুল বলেন, আজকে শ্রম ও কর্মসংস্থার প্রতিমন্ত্রীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এটি গণমাধ্যমের জন্য একটি হুমকিস্বরূপ এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ঠাকুরগাঁও প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক ইতেফাক’র জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু বলেন, আজকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থানের প্রতিবন্ধী অনুষ্ঠানে আমার সংবাদকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং পেশাগত দায়িত্ব পালনে বাঁধা দেওয়া হয়। আমি তারপরও সে অনুষ্ঠানে প্রবেশ করি এবং দেখি যে আমার প্রেস ক্লাবের সভাপতি মুনসুর আলী অনুষ্ঠানে পিছনে। তার জন্য কোন ধরনের চেয়ারের ব্যবস্থা করা হয়নি এরই প্রতিবাদে আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।  এই জেলা প্রশাসক অনেকদিন ঠাকুরগাঁও জেলা কর্মরত রয়েছেন, এই 

 কারণে অনেক কিছু  সাংবাদিকদের সঙ্গে অনেক সময়   দুর্ব্যবহার ও খারাপ আচরণ করেছেন।

সাতক্ষীরা মেডিকেলে শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় মানববন্ধন

সাতক্ষীরা মেডিকেলে শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় মানববন্ধন

 


খলিলুর রহমান,সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেলের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ডা. অপরাজিতা আখির আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সামেক এর শিক্ষার্থীরা । রোববার (১৪ জুলাই) দুপুরে মেডিকেল কলেজের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইন্টার্ন চিকিৎসক প্রিতম দাস, ৫ম বর্ষের শিক্ষার্থী রায়হান কবির, সামিয়ান বিন ইমু, সাহারা সামান্তা রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান ডা. শংকর কুমার ও তার পরিবারের অন্যান্য সদস্যদের মানসিক নির্যাতন সইতে না পেরে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন তার ছেলের স্ত্রী ডা. অপরাজিতা আখি। স্বামীর পরিবারের সদস্যদের করা মানসিক নির্যাতন সইতে না পেরে সে নিজে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে ডা. শংকর কুমারকে ইডুকেশন কো-অর্ডিনেটর ও সামেক হাসপাতালের গাইনী বিভাগের প্রধান এর পদ থেকে অসারণের দাবি করেন বক্তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যত দ্রুত সম্ভব দোষীদের শাস্তির দাবি জানাই। একই সাথে সামেকের গাইনি বিভাগের প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটর ডাক্তার শংকর কুমার বিশ্বাসকে অপসারণ করতে হবে। আমাদের দাবি না মানলে আমরা ক্লাসে ফিরব না।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সামেকের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ও একাডেমিক কো-অর্ডিনেটরের রুমের সামনে অবস্থান নিয়ে বিক্ষ প্রদর্শন করে। এ সময়ে স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

প্রসঙ্গত, ৬ মাস আগে সাতক্ষীরা মেডিকেলের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ডা. অপরাজিতা আখির সাথে বিয়ে হয় সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রধান ডা. শংকর কুমার বিশ্বাসের ছেলে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগে এম এস কোর্সে অধ্যায়নরত ডা. রাহুল দেব বিশ্বাসের। অপরাজিতা আখির বাবার বাড়ি যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায়। বিয়ের পর থেকে স্বামীর পরিবারের সদস্যদের কাছ থেকে ‘শুকনো মেয়ে’ সহ বিভিন্ন অপমানসূচক কথা শুনতে হতো আখির। মাসখানেক আগে তিনি সাতক্ষীরা থেকে নওয়াপাড়ায় চলে যান। গত বুধবার তিনি ডা. রাহুল দেব বিশ্বাসের কাছ থেকে ডিভোর্স লেটার পান। এসব কারণে শুক্রবার রাতে তিনি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন বলে সাতক্ষীরা মেডিকেলের শিক্ষার্থীরা দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে আখির শশুর অধ্যাপক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, মৃত্যুর খবর পেয়ে আমি অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে আখির মরদেহ নিয়ে সৎকার করি। আখি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। তাছাড়া তার মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় বা অন্য কোথাও কোন অভিযোগ করা হয়নি।

বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

 


ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন থানার নবাগত অফিসার্স ইনচার্জ জাব্বারুল ইসলামের চৌকস নেতৃত্বে বোরহানউদ্দিনে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) ভোর ৪:৫০ ঘটিকায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন চৌরাস্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।


আটককৃত আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামের মো. আজাহার মীরের ছেলে।


এ বিষয়ে রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি ঢাকার সদরঘাট থেকে তাসরিফ-১৪ নামে একটি যাত্রীবাহী লঞ্চে এক ব্যক্তি ইয়াবাসহ হাকিমউদ্দিনে আসছেন। ওই সংবাদের ভিত্তিতে আজ ভোরের দিকে অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন থানার পুলিশ।


এ সময় লঞ্চ থেকে নেমে একটি অটোরিকশায় করে আসা আওলাদ হোসেন ওরফে আলাউদ্দিনকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাব্বারুল ইসলাম সাংবাদিকদের জানান,আমরা গোপন সংবাদের ভিত্তিতে হাকিমদ্দিন লঞ্চ ঘাটে গতকাল থেকে অবস্থান করে, আজ ভোরে এস আই সিজার হোসেন, সঙ্গীয় এস আই হেলালুর রহমান এর টিম তাকে আটক করে, আটককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় শিকার করেন। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।

এসপি স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা মাদকের জিরো টলারেন্স ঘোষণা করেছি, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

র‍্যাবের মহা-পরিচালকের দেয়া  ত্রাণ ও স্বাস্থ্য সেবা পেয়ে খুশি কুড়িগ্রামের চরবাসীরা

র‍্যাবের মহা-পরিচালকের দেয়া ত্রাণ ও স্বাস্থ্য সেবা পেয়ে খুশি কুড়িগ্রামের চরবাসীরা


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম : কুড়িগ্রামের চলাঞ্চলের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন র‍্যাবের মহা-পরিচালক ব্যারিস্টার মো: হারুন অর রশিদ। দেয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্য সেবাও। বন্যার সংকটকালীন সময়ে ত্রাণ ও স্বাস্থ্য সেবা পেয়ে খুশি চরবাসীরা। আর বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়ানোর কথা জানায় সরকারি সংস্থাটি। 


সরেজমিনে বন্যার পানি নেমে যাওয়া ব্রহ্মপুত্র নদের পাড়ে অসহায় বন্যা দুর্গতদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দিচ্ছেন র‍্যাবের মহা-পরিচালসহ অন্যান্যরা। আর সেই ত্রাণের প্যাকেট মাথায় নিয়ে পানি মাড়িয়ে বাড়িতে ফিরছেন বন্যার্তরা।


প্রায় দুই সপ্তাহ ধরে বন্যা কবলিত থাকায় খাদ্য সংকটে পড়েছেন জেলার ৯ উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষ। নদ-নদীর পানি হ্রাস পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খাদ্য সংকটে পড়েছেন কবলিতরা। এ অবস্থায় বন্যা কবলিতদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও সবার ভাগ্যে জুটছে না তা। এই পরিস্থিতিতে ত্রাণ সহায়তা নিয়ে চরাঞ্চলের বন্যার্তদের মাঝে হাজির র‍্যাবের মহা-পরিচালক। 


রোববার সকাল ১১ টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেয়া হয়। দুঃসময়ে এসব ত্রাণ সহায়তাসহ স্বাস্থ্য সেবা পেয়ে খুশি চরঞ্চলের বন্যা দুর্গতরা।


চর যাত্রাপুরের বাসিন্দা জামেলা বেগম জানান, ১৫ দিন ধরে বানের পানিতে আছি। কোন কাজ কাম নাই। খাবারও শেষ হয়ে গেছে। কোন সহযোগীতাও মেলে নাই। আজ  (রোববার) একটা ত্রাণের প্যাকেট পেয়েছি। এটা আমাদের খুব উপকারে আসবে।


সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর জানান, আমার ইউনিয়নে ১২ হাজার পরিবার বন্যা কবলিত। তাদের মধ্যে মাত্র দেড় হাজার পরিবারকে সরকারি সহায়তা দেয়া সম্ভব হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে যে সহায়তা দেয়া হল তা বন্যার্তদের উপকারে আসবে। আরো সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।


ত্রাণ বিতরণের পর র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো: হারুন অর রশিদ, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি হত্যা, ধর্ষণ, চাদাবাজি ও সন্ত্রাসীসহ অন্যান্য আসামীদের গ্রেপতার করে জনগণের মাঝে আস্থা অর্জন করেছে। এর পাশাপামি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায মানুষের পাশে দাড়াতে র‍্যাব সর্বদা আন্তরিক বলে জানান তিনি।


ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আটা,চিড়া, মুড়ি, গুড়, বিস্কিটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও স্থনীয় জনপ্রতিনিধিরা।

সুবর্ণচরে বৃদ্ধকে জবাই করে হত্যা  অপরিচিত মুঠোফোন কলের সূত্র ধরে হত্যাকান্ডের রহস্য উদঘাটন,গ্রেপ্তার ৩

সুবর্ণচরে বৃদ্ধকে জবাই করে হত্যা অপরিচিত মুঠোফোন কলের সূত্র ধরে হত্যাকান্ডের রহস্য উদঘাটন,গ্রেপ্তার ৩

 


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে আব্দুল খালেক ওরফে খাজা মিয়াকে (৮০) জবাই করে হত্যা তেরদিন পর ক্লুলেস এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সাথে হত্যাকান্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে।  

 

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চররশিদ গ্রামের মন্তাজ মিয়ার বাড়ির মো.জয়নাল আবেদীরে ছেলে আইয়ুব আনছারী (২৯), পশ্চিম চরজব্বর গ্রামের শফিক উল্যার ছেলে আব্দুল হাকিম (২৩) ও একই গ্রামের রেজাউল হক চৌধুরীর ছেলে মো.রাজু (২২)।


রোববার (১৪ জুলাই)  বিকেল ৫টায় নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন।


নিহত খাজা মিয়া উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চর রশিদ গ্রামের খালেক মিয়ার বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ৫সন্তানের জনক ছিলেন।


প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, বৃদ্ধ খাজা মিয়ার হত্যাকান্ডের শিকার হওয়ার দুই দিন আগে তার ছোট ছেলে আব্দুল্যার মোবাইলে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে এবং তার বাবাকে মেরে ফেলার হুমকি দেয়। পুলিশ ওই মোবাইল নম্বরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সন্দিগ্ধ আসামি আইয়ুব আনছারীকে সনাক্ত করে গ্রেপ্তার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের আইয়ুব আনছারী এই হত্যাকান্ডে তার সহযোগী হিসেবে আব্দুল হাকিমের নাম প্রকাশ করে। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল হাকিমকে উপজেলার কাঞ্চন বাজার এলাকা থেকে আটক করে। এরপর পুলিশ দুই আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আদালত আইয়ুবকে ৪ দিন ও আব্দুল হাকিমের ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।


পুলিশ জানায়, রিমান্ডে থাকা সন্দিগ্ধ আসামি আব্দুল হাকিম পুলিশের কাছে আরো একজনের জড়িত থাকার বিষয়ে তথ্য দেয়। তার ভাষ্যমতে অপর সন্দিগ্ধ আসামি মো.রাজুকে আটক করে। এরপর রাজুকে থানায় এনে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাজু পুরো ঘটনা পুলিশের কাছে স্বীকার করে।


আসামি রাজু পুলিশকে জানায়, গত ৫ জুলাই শুক্রবার সন্ধ্যার দিকে আইয়ুব আনছারীর উদ্যোগে স্থানীয় কাঞ্চন বাজারে স-মিলের সামনে তারা তিনজন একত্রিত হয়। ওই সময় আইয়ুব আনছারী অপর দুইজনকে জানায় যে, চরজব্বর থানার মামলা নং- ০২, এর বাদী শফিকের সাথে মামলার বিষয়ে কথা হয়েছে। শফিক আব্দুল খালেক খাজা অথবা খাজার ছোট ছেলে আব্দুলকে শায়েস্তা করার ইচ্ছা প্রকাশ করে। যদি আইয়ুব শফিকের সাথে থাকে তাহলে ওই মামলার বাদী শফিক আইয়ুবকে মামলা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করবে। আসামি আইয়ুব আনছারী শফিকের এই প্ররোচনায় প্ররোচিত হয়ে আব্দুল খালেক খাজা অথবা খাজার ছোট ছেলে আব্দুলকে মেরে ফেলার ছক আঁকতে শুরু করে।


প্রেস ব্রিফিংয়ে পুলিশ আরও জানায়, আসামি আইয়ুব আনছারী অপর দুই আসামিকে আব্দুল খালেক খাজা মিয়াকে মেরে ফেলার পরিকল্পনা জানায় এবং কে কি দায়িত্ব পালন করবে তা বন্টন করে দেয়। আব্দুল হাকিমকে দায়িত্ব দেওয়া হয় কাঞ্চন বাজারে ভিকটিমের গতিবিধি পর্যবেক্ষণের জন্য। বিনিময়ে আইয়ুব আনছারী আব্দুল হাকিমকে নগদ ২হাজার টাকা দেয় এবং কাজ হয়ে গেলে আরো টাকা দিবে মর্মে জানায়। অপর সহযোগী রাজু কে পরবর্তীতে ৫হাজার টাকা দিবে বলে আশ্বস্থ করে। ঘটনার দিন গত ৬ জুলাই শনিবার বিকেল ৪টা থেকে আব্দুল হাকিম কাঞ্চন বাজারে ভিকটিমকে খোঁজাখুজি শুরু করে। মাগরিবের নামাজের পর আব্দুল হাকিম খাজা মিয়াকে জিরোপয়েন্টে দেখতে পেয়ে বিষয়টি আইয়ুব আনছারীকে জানায়। এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে ভিকটিম আব্দুল খালেক খাজা মিয়াকে আবুল কালামের সাথে জিরো পয়েন্টে দেখে নিশ্চিত হয়ে ভিন্নপথে দ্রুত ঘটনাস্থল সংলগ্ন মাদরাসার সামনে থাকা আইয়ুব আনছারীর সাথে রাত সাড়ে ৮টার দিকে গিয়ে মিলিত হয়। এর ২/৩ মিনিট পর অপর সহযোগী রাজু সেখানে উপস্থিত হয়। পরবর্তীতে তিনজনই ভিকটিম আসার অপেক্ষায় ভিকটিম খাজা মিয়ার বাড়ির প্রবেশের রাস্তায় খড়ের স্তূপের পিছনে ওঁৎ পেতে থাকে।


নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন বলেন, হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী আইয়ুব আনছারী খড়ের স্তূপের পিছন থেকে বের হয়ে ভিকটিমকে আক্রমণ করে। আইযুব আনছারী ডান হাত দিয়ে ভিকটিমের সামনে থেকে গলা চাপ দিয়ে ধরে এবং বাম হাত দিয়ে ভিকটিমের পিঠে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের ফলে ভিকটিমের হাতে থাকা বেতের লাঠিটি পড়ে গেলে ভিকটিম মাটিত লুটিয়ে পড়ে। এরই মধ্যে আইয়ুব আনছারী ভিকটিমের তলপেটের বাম পার্শ্বে উপর্যুপুরি দুইবার ছুরিকাঘাত করে। তখন খড়ের স্তূপের আড়াল থেকে আব্দুল হাকিম ও রাজু (২২) এসে সন্দিগ্ধ আসামি আইয়ুব আনছারীর নির্দেশে সন্দিগ্ধ আসা আব্দুল হাকিম (২৩) ভিকটিমের বাম হাত মাটিতে চাপিয়া ধরে এবং মো.রাজু ভিকটিমের মাথা চাপিয়া ধরিলে সন্দিগ্ধ আসামি আইয়ুব আনছারী ভিকটিমের বুকের উপর হাঁটু গেড়ে বসে ডান হাত দিয়ে ভিকটিমের গলার সামনের অংশে ছুরি চালিয়ে জবাই করে হত্যা করে। আভিযানিক দল পুলিশ রিমান্ডে থাকা আইয়ুব আনছারীর দেওয়া তথ্য মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে।  

কোটা সংস্কারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

কোটা সংস্কারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ কোটা সংস্কারের দাবিতে ঝিনাইদহে সাধারণ ছাত্র ছাত্রীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। ১৪ই জুলাই ২০২৪ রোজ রবিবার বেলা ১১ ঘটিকায় ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠ থেকে ঝিনাইদহে বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বাহির হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অবশেষে পায়রার চত্বরে একটি সমাবেশ করে। উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন শারমিন সুলতানা সমষ্টি পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন। সমাবেশে বক্তব্য রাখেন নুসরাত জাহান সাথী, এলমা, রেহান,  স্বাধীন,  সাইদুর,  এনামুল। 

সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি পাঠান।

শনিবার, ১৩ জুলাই, ২০২৪

 শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার” এর ভিত্তিপ্রস্তর স্থাপন

শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার” এর ভিত্তিপ্রস্তর স্থাপন


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ, ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি বলেছেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাষ্ট্রিতে যেনো ব্যাপক পরিসরে কাজ করতে পারে সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাই-টেক পার্ক স্থাপনের কাজও সমান্তরালে চলমান রয়েছে। এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর এক হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। তিনি ১৩ জুলাই শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়ায় “শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার” এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

তিনি বলেন, এস.এস.সি ও এইচ.এস.সি পর্যায়ে শিক্ষার্থীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে একাডেমিয়া এবং আইটি ইন্ডাষ্ট্রির মধ্যে সেতুবন্ধন প্রতিষ্ঠা করা হবে এর মাধ্যমে। ফলে আইটি--আইটিইএস খাতে বাংলাদেশের যুব সমাজের আত্ম-কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও জেলার আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়ে গেলে কার্যক্রম শুরু হবে। এটি চালু হলে ঠাকুরগাঁও জেলার তরুন-তরুণিরা প্রত্যন্ত অঞ্চলে বসেই ইউরোপ আমেরিকার বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে ডলার আয় করবে। ডলার আয়ের জন্য আর বিদেশে পারি দেওয়ার প্রয়োজন নেই। আর এই তরুণ প্রজন্মের হাত ধরেই আমরা ২০৪১ সালেল মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিযোগিতার এই যুগে তরুণদের টিকে থাকতে হলে প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। সরকার এজন্যই একটি প্রযুক্তি নির্ভর জাতি গড়ে তূলতে কাজ করে চলেছে। ঠাকুরগাঁও জেলার যে গতানুগতিক ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয়ে এসেছে আমাদের ছাত্র-ছাত্রীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা তৈরি করে আইটি ইন্ডাষ্ট্রিতেও এখন ঠাকুরগাঁও জেলা বাসীর অবদান রাখার ক্ষেত্র প্রস্তুত হলো। এর মাধ্যমে যুব সমাজের আত্ম-কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। 

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা এমপি, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন এমপি, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ এনডিসি (গ্রেড-১), প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কের) মিথুন সরকার, ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মজিদ আপেল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার , সালন্দর ইউনিয়নের সভাপতি মাজেদুর রহমান, সাধারণ সম্পাদক আবু দাইয়াম জনি ,  সালন্দর  ইউপির চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট , সহ আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবন্দ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এটি বাস্তবায়ন করছে। মোট ২ দশমিক ১৮ একর জায়গা নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়া মৌজায় এটি নির্মিত হচ্ছে। ঠাকুরগাঁও সহ ১৩টি জেলায় এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১১৫ কোটি টাকা।  অপরদিকে বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কের মান যাচাইয়ের জন্য নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট--ড্রাইভ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন ‘হার পাওয়ার” শীর্ষক প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও জেলার ২৬৫ জন নারী প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ, ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।

অবাধে গাছকাটা বন্ধ ও পৌরসভার জলাবদ্ধতা নিরসনের দাবিতে  পঞ্চগড়ে বাপার সংবাদ সম্মেলন

অবাধে গাছকাটা বন্ধ ও পৌরসভার জলাবদ্ধতা নিরসনের দাবিতে পঞ্চগড়ে বাপার সংবাদ সম্মেলন

 


বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি: বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণার পাশাপাশি অবাধে গাছকাটা বন্ধ, পঞ্চগড় পৌরসভার জলাবদ্ধতা নিরসন, পঞ্চগড় শহরকে পরিবেশবান্ধব শহরে পরিনত করার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার গ্রহণ এবং আবাসনের নিমিত্তে নিয়মমাফিক বিল্ডিং ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের কার্যক্রমে দায়িত্বে নিযুক্ত সকলকে সততা নিষ্ঠার সাথে কাজ করে পঞ্চগড়কে পরিবেশের বিরূপ প্রতিক্রিয়ার প্রভাব থাকে রক্ষা এবং পঞ্চগড় পৌরসভার জলাবদ্ধতার কারনে অনেকেই বিভিন্ন প্রকার পানিবাহিত রোগবালাই এ ভুগছেন যার উদাহরণ হিসাবে বলা যায় হাসপাতালে আবাসিক রোগীর তিলধারণের জায়গা নেই। হাসপাতালের প্রবেশপথে জলাবদ্ধতার ফলে আগত রোগীদের ভোগান্তির করুণ দশা থেকে রক্ষা করার দাবি জানানো হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখা ত্রৈমাসিক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাপার সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের এ দাবি জানান। এসব দাবি মানা না হলে প্রতিবাদসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান। 

তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন। পরিবেশের ক্ষতি করে বা পরিবেশ বিধ্বংসী কোন প্রকার কার্যকলাপ পরিলক্ষিত হলে বাপা প্রতিবাদ করে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগপত্র স্মারকলিপি প্রদান ছাড়াও মানববন্ধন করে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হয় এবং বর্তমান ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সবুজ পৃথিবী গড়তে বাপা সর্বদা জনসচেতনতামূলক প্রচার প্রচারনা করে থাকে। দুষণমুক্ত সবুজ পঞ্চগড় গড়তে সর্বদা সচেষ্ট ও পরিবেশের ক্ষতি অথবা ব্যত্যয় দেখলে সকলকে সাথে নিয়ে প্রতিবাদ করে। 

তিনি অভিযোগ করে বলেন, গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, পঞ্চগড় বনবিভাগ পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় ছয় হাজারের অধিক গাছ কাটার প্রস্তুতি নিয়েছে যা কোন ক্রমেই হতে দেয়া যায় না। বনবিভাগ সংশ্লিষ্ট দপ্তরসহ প্রশাসন ও সরকারকে জানাতে চাই, আমরা বনবিভাগের গাছ কাটার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই, গাছ কেটে ফেলার সিদ্ধান্ত থেকে সরে আসুন অন্যথায় গাছ কেটে ফেলার বনবিভাগের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনে কঠোর আন্দোলন ও কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

তিনি বলেন,বর্ষার শুরুতেই সারাদেশের ন্যায় পঞ্চগড়েও বৃক্ষরোপণের মহাযজ্ঞে সামিল হতে বাপা পঞ্চগড়ে এক হাজার ফলদ, ঔষধি গাছ লাগানোর পরিকল্পনা করেছে উপযুক্ত স্থানে ও বাপা পঞ্চগড় সদস্যদের বাসা বাড়িতে।

এ সময় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সহসভাপতি কাজী মকছেদুর রহমান, সরকার হায়দার উপস্থিত ছিলেন।

এর আগে বাপার সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাজী মহছেদুর রহমান, শহীদুল ইসলাম শহীদ, সরকার হায়দার, মানিক খান, কামরুজ্জামান টুটুল, বাঁধন প্রধান, ইভান, সিগ্ধা খন্দকার নিহা বক্তব্য দেন। বক্তারা পরিবেশে ক্ষতিকর জন্য প্রতিদিন রাতের আঁধারে হোটেল রেস্তোরার বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, পাথর ভাঙ্গা মেশিন চলছে উম্মুক্ত পরিবেশে, শব্দদুষণ, পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপ্টাস চারার উৎপাদন বন্ধ করার দাবিসহ নানা বিষয় তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা এসব ইস্যু নিয়ে সচেতনতার পাশাপাশি আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সভাটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল।

 


স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপ উপজেলায় ঐতিহ্যবাহী নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে খুলনা -১ আসনের মাননীয় সাংসদ সদস্য ননীগোপাল মন্ডল এর  সম্মানে এক বিশাল গন সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৩ ই জুলাই শনিবার বিকাল ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের কার্ষকারী কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আবদুল্লাহ ফকিরের সভাপতিত্বে ও সুতারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম জুলফিকার আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবার্ধিত অতিথি খুলনা -১ আসনের মানীয় সাংসদ সদস্য ননীগোপাল মন্ডল। এ সময় এমপি ননীগোপাল বলেন,দাকোপ-বটিয়া ঘাটা বাসী যে আশা-আকাংখা সামনে রেখে আমাকে ভোট দিয়েবিজয়ী করেছেন সেই প্রত্যাশা পূরণ করায় আমার মূল লক্ষ্য। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।এমপি ননীগোপাল মন্ডল আরো  বলেন, আমি জনগণের ভালাবাসায় সিক্ত। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তা কখনো ভোলার নয়। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।আমার জীবনে আর কোন কিছু পাওয়ার নেই।এই এলকার মানুষের জন্য কাজ করাটায়এখন আমার লক্ষ্য।আপনাদের সাথে দেখা হবে উন্নয়নে কোন সংবর্ধনা অনুষ্ঠানে নয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড জি এম কামরুজ্জামান, যুবলীগ নেতাগাজী সাইফুল ইসলাম, উপজেলা ভাইসচেয়ারম্যান কিশোর কুমার রায়,  প্রাক্তন শিক্ষক গাজী শাহাবুদ্দিন, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, প্রধান শিক্ষক মোতাহার হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য মিহির রায়,নিমাই মন্ডল, খোকন ঢালী, সাবেক ইউপি সদস্য মফিজুল ইসলাম গাজী, নিমাই চাঁদ মন্ডল, মহিলা সদস্য জায়েদা বেগম,সমাজসেবক আবুমুছা ঢালী,ইদ্রিস আলী,সুতারখালী ইউপির সেচ্ছাসেবলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক  সভাপতি এস এম আনিসুর রহমান, শিক্ষক আবদুল আজিজ সরদার, রেজাউল করিম ঢালী, ইউনিয়নযুবলীগের সাধারণ সম্পাদক  ইয়াসিন আরাফাত মিলন,ডাঃবঙ্কিম চন্দ্র মিস্ত্রি, পলাশ রায়,শহিদুল সানা,

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা প্রয়োজন তাই করা হবে--স্বাস্থ্য মন্ত্রী,

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা প্রয়োজন তাই করা হবে--স্বাস্থ্য মন্ত্রী,

 

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: সারাদেশের হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে জেলায় জেলায় পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা.সামন্ত লাল সেন। তিনি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা যা প্রয়োজন আমি তাই করার ব্যবস্থা করবো।

শনিবার (১৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বিশ শয্যা বিশিষ্ট ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পীরগঞ্জ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অপারেশন না হওয়া ও বিশেষজ্ঞ চিকিৎসক থেকে ও না বসার প্রশ্মে তিনি বলেন, চিকিৎসেবা নিশ্চিত করাই আমার কাজ। এতে আমার যা যা করা দরকার তা সব আমি করবো। কারণ আমি নিজেও ডাক্তার তাই কি কি সমস্যা তা আমার জানা আছে।

এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা.নূর নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতালটি জেলা গণপূর্ত বিভাগের তত্বাবধানে ১০ কোটি ২৫ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে জাহাজ শ্রমিককে কুপিয়ে জখম

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে জাহাজ শ্রমিককে কুপিয়ে জখম


 

আরিফুজ্জামান  চাকলাদার: ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে লোহাগড়া উপজেলার বালু ব্যবসায়ী  জসিম গং এর সন্ত্রাসী বাহিনী  হেলাল শেখ (৪২) উপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


গত ১০ জুলাই  বুূধবার একই উপজেলা টগরবন্দ  ইউনিয়নে  পানাইল  দক্ষিণ পাড়া কেরামতের বালুর চাতাল সংলগ্ন পাকা রাস্তার উপর  হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী হেলাল। 


এ ব্যাপারে ভুক্তভোগীর বাবা জাহাঙ্গীর শেখ  বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


সরজমিন ও স্হানীয় সূত্রে জানা যায়,হেলাল শেখ জাহাজ ট্যাংকার শ্রমিক গত ১০ জুলাই বেলা ১২ টার দিকে বাড়িতে  আসে।বিকালে ৫ টার দিকে বন্ধু নয়নকে নিয়ে  বকজুড়ি ঘাটে ঘুরতে যায়।ফেরার পথে পূর্বপরিকল্পিত ঔৎ পেতে থাকা সন্ত্রাসী বাহিনী বালু ব্যবসায়ী  জসিম গং হাতে দেশীয় অস্ত্র সহ হামলা শিকার হয়। তার শোর চিৎকারে পার্শ্ববর্তীরা এগিয়ে এসে উদ্ধার করে  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আরো জানা যায় তিন মাস আগে হেলালের ছোট ভাই জিহাদ ও জসিমের ছোট ভাই নাসির এর কাছে টাকা ধার পেত।বিভিন্ন সময়  টাকা চাওয়া নিয়ে ভুল বোঝাবুঝি  হওয়ায় একদিন নাসির সন্ধ্যার  দিকে টাকা পরিশোধ করার কথা বলে বকজুড়ি ঘাটের ডেকে নিয়ে একই কায়দায় জিহাদের উপর হামলা চালায়।জসিম মীমাংসা করার জন্য পানাইল বাজারে সালিশি বসলে মীমাংসা না হয়ে পরবর্তীতে মামলা হয়।তার জের ধরে পূর্ব  পরিকল্পিতভাবে এই হামলা চালায়।


থানায় অভিযোগকারী জাহাঙ্গীর শেখ বলেন,নদীর ওপাড়ে লোহাগড়া থানা চর আড়িয়ারা সহ বেশ কয়েকটি গ্রামের লোকজন লাঠিয়াল ও দাঙ্গাবাজ। মামলা,হামলা, ঘর বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ নিত্যদিনে সাথী।প্রায় প্রায় খুন হয়ে থাকে ঐ সব এলাকায়। ওরা নদী ভাংগনের পরে আমাদের পাশে লোহাগড়া শেষ সীমানা আদর্শ গ্রামে এসে বসবাস করছে।ঔই বাহিনী  আমাদের এলাকায়  মদ,গাজা,ইয়াবাসহ নেশার অভয় আশ্রম করেছে।প্রতিবাদ করলে ওদের সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী এভাবে সকলে উপর হামলা চালায়।


বালু ব্যবসায়ী  জসিম সত্যতা স্বীকার করে বলেন,জিহাদের সাথে আমার ছোট ভাইয়ের( নাসির) তাসখেলার একটা টাকা নিয়ে ঝামেলা ছিল, পানাইল বাজার গিয়ে মিমাংশা করতে গিয়ে ফেরার পথে আমাকে মেরে রাস্তার খাদে ফেলে রাখে।তার জেরে ছোট ভাই বেরাদার ওর(জিহাদ) বড় ভাইকে কয়েকটা চর থাপ্পড় মেরেছে।


আলফাডাঙ্গা থানার এসআই বিনয় বাড়ৈয় বলেন, অভিযোগ হাতে পেয়েছি। মামলা রেকড করে, আসামীদের গ্রেফতার করা হবে।

ইতালি বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক এর  রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

ইতালি বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

 


জাকির হোসেন সুমন,  ব্যাুরো প্রধান ইউরোপ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক এর মৃত্যুতে শোক প্রকাশ করে দোয়া ও মিলাদের  আয়োজন করে ভেনিস শাখা বিএনপি ।  ভেনিসের মেসত্রে বায়তুল ম মুর জামে মসজিদে আয়োজিত  মাহফিলে মরহুমের   রুয়ের মাগফেরাত কামনায করে  দোয়া করা হয়। সে সময়  মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ভেনিস বিএনপির সভাপতি  আব্দুল আজিজ সেলিম  ,  সাধারণ সম্পাদক আরফান মাস্টার ,  সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর ,  উপদেষ্টা আক্তার মোল্লা ,  আলমগীর হোসেন ,  ভেনিস বিএনপির সহ-সভাপতি আনোয়ার ইসলাম রুমি ,  যুগ্ম সম্পাদক দিপু নাসির ,  প্রচার সম্পাদক মিথুন মাঝি ,   সম্মানিত সদস্য মনসুর পেদা ,  বিএনপি নেতা আব্দুর রব ,  আব্দুল বাসেত , আমির হোসেন ,  নজরুল হোসেন ,  স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক খায়ের হাওলাদার  সহ আরো অনেকে।  মিলাদ শেষে তবারকের বিতরন করা হয়।

শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

ছোট ভাইয়ের মরদেহ আনতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের মরদেহ আনতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু

 


নোয়াখালী প্রতিনিধি: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী ছোট ভাইয়ের মরদেহ আনতে যাওয়ার পথে বাসে স্ট্রোক করে মারা যান বড় ভাই। পাঁচ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।


শুক্রবার (১২ জুলাই) বিকেলে ছোট ভাইয়ের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। গতকাল বৃহস্পতিবার ১১ জুলাই দুপুরে বড় ভাইয়ের জানাজা শেষে উপজেলার জয়াগ ইউনিয়নের আনন্দীপুর গ্রামের সরওয়ার্দী পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গত বুধবার ১০ জুলাই রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। 


মো. দ্বীন ইসলাম (৫৮) ও তাজুল ইসলাম (৫৫) নোয়াখালী সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আনন্দীপুর গ্রামের সরওয়ার্দী পাটোয়ারী বাড়ি সিদ্দীক উল্যাহ মিয়ার ছেলে।


জয়াগ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ( মেম্বার) মো.মাকছুদুর রহমান বলেন, তাজুল ইসলাম গত ২০ বছর ধরে জীবন জীবিকার তাগিদে ওমানে বসবাস করছে। গত পাঁচ দিন আগে সে ওমানে স্ট্রোক করে মারা যায়। শুক্রবার ১২ জুলাই সকালে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা ছিল। এজন্য বড় ভাই দ্বীন ইসলাম দুদিন আগে ঢাকা চলে যায়। যাত্রা পথে সে বাসের মধ্যে স্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  


মেম্বার মাকসুদুর রহমান আরও বলেন, দ্বীন ইসলামও দীর্ঘ দিন ওমানে ছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়ছে গত দেড় বছর আগে দেশে চলে আসেন। পরে তার সন্তানেরা তাকে আর ওমান যেতে দেয়নি।    

 

জয়াগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আকবর বলেন, শুক্রবার সকালে তাজুলের মরদেহ মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর তার স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেয়। তারা এসে পৌঁছলে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ  ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। ১২ জুলাই শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেন । ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ৩৬পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ১০৫ গ্রাম গাঁজা ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার নতুন গড়েয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঐ গড়েয়া চোঙ্গাখাতা শাহাপাড়া গ্রামের মো: আনোয়ার হোসেনের ছেলে মোঃ জাহিদ আলম (১৯) কে  ২২ পিচ ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। অন্যদিকে পীরগঞ্জ পৌরসভার মিত্রবাটি ভাই ভাই ক্রোকারিজের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় পীরগঞ্জ উপজেলার চোপড়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে মো: নূরনবী (৩০) কে ১৪ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ গ্রেফতরা করা হয়। এছাড়াও রানীশংকৈল থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বাচোর আমজুয়ান আবাত্তাকীয় মাদ্রাসা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ গ্রামের মো: আব্দুল হকের ছেলে মো: রিপন বাপ্পী (২৪) কে ১০৫ গ্রাম শুকনো গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ৪৩০টাকা সহ গ্রেফতার করা হয়। অপরদিকে হরিপুর উপজেলার বকুয়া বহরমপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার সিংহাড়ি গ্রামের মো: আজহারুল ইসলামের ছেলে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মো: রায়হান (১৬) কে ১২ বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করা হয়। এ সময় ঐ গ্রামের মো: আব্দুল বাসেদের ছেলে মো: আলী আকবর ভুট্ট্রা (৩৫) পালিয়ে যায়।  

বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।  

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন



তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: হাওরের রানীখ্যাত ভাটির জেলা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়েছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, (১০ জুলাই) বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত ০৫.০০.০০০০.১৩৯.১৯.০০৯.২০.৩১৭ নাম্বার স্মারকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীনকে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।


প্রসঙ্গত, ৩৩ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য সালমা পারভীন ২০২৩ সালের ১৩ ডিসেম্বর তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সততা ও দক্ষতার সাথে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেন। প্রায় সাত মাসের ব্যবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন তাহিরপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য নিজেকে আত্ম নিয়োগ করেন।তিনি শিক্ষা থেকে শুরু করে প্রতিটি সেক্টরের খবরা খবর রাখতেন।


এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন তাহিরপুর উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়ম দুর্নীতি প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করেন। এতে তৎকালীন সরকার দলীয় এবং সরকার বিরোধীরা তার কাছে কোনো ধরণের অনৈতিক সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করতে শুরু করে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সততা ও দক্ষতার মূল্যায়ন করে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন প্রদান করেন।


জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন এ প্রতিবেদককে বলেন, তাহিরপুর সুনামগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছিলেন সারা দেশে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হোক, সে হিসেবেই আমাকে তাহিরপুরে পদায়ন করে ছিলেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমার বিশ্বাস দক্ষতার সাথে আমি সে দায়িত্ব পালনে সক্ষম হয়েছি। তাছাড়া হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণের মতো একটি জটিল ও জনগুরুত্বপূর্ণ কাজও আমি সফলভাবে সম্পন্ন করেছি। অবহেলিত, অনুন্নত ভাটির জনপদ তহিরপুরবাসীর জীবিকা নির্বাহের প্রধান উৎস হচ্ছে বোরো ফসল। তাই এবিষয়ে আমি কারো সাথে কোন আপোষ করিনি। এ ছাড়াও গত ১৫ দিনের ব্যবধানে জেলাসহ তাহীরপুরবাসী দুবার বন্যায় আক্রান্ত হয়েছেন। সে ক্ষেত্রেও আমি সর্বাত্মকভাবে তাহিরপুরবাসীর পাশে ছিলাম।


সেই সাথে তাহিরপুরের উন্নয়ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তারপরেও আমার ভুলত্রুটি হওয়া স্বাভাবিক। তবে তহিরপুরবাসী আমাকে সার্বিকভাবে সহযোগীতা করেছেন। এজন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং তাহিরপুর বাসীর কাছে কৃতজ্ঞ। আমার পরবর্তী কর্মস্থলের জন্য আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ তাহিরপুরাসীর কাছে আমি দোয়া প্রার্থী।

সাতক্ষীরায় খনন শেষের আগেই ফের ভরাট হচ্ছে বেতনা নদী

সাতক্ষীরায় খনন শেষের আগেই ফের ভরাট হচ্ছে বেতনা নদী

 


খলিলুর রহমান,সাতক্ষীরা : সাতক্ষীরার বাণিজ্যিক রুট হিসেবে পরিচিত ছিল বেতনা নদী।এক সময় বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা নদীপথে সাতক্ষীরা শহরে আসতেন বাণিজ্য করতে। কিন্তু পলি জমে ও দখলের কারণে নদীটি ভরাট হওয়ায় বন্ধ হয়ে যায় বাণিজ্যিক রুটটি। পানিপ্রবাহ ফিরিয়ে আনতে ২০২২ সালে নদীটির খনন শুরু হলেও তা খুব একটা কাজে আসছে না বলে মনে করেন নদীপাড়ের বাসিন্দারা। কারণ হিসেবে তারা বলছেন, মাটি কেটে রাখা হচ্ছে নদীপাড়েই। এখন চলছে বর্ষা মৌসুম। ফলে বৃষ্টির পানিতে সেই মাটি আবার নদীতে পড়ে ভরাট হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, একের পর এক হাতবদলের কারণে নদী পুনর্খননকাজ দায়সারাভাবে করা হচ্ছে। একেক ঠিকাদারি প্রতিষ্ঠান কিছুদিন কাজ করার পর টাকা নিয়ে চলে যায়। পরবর্তী সময়ে আসে অন্য ঠিকাদারি প্রতিষ্ঠান। এভাবে একের পর এক হাতবদল হওয়ায় কাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দাবি, প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। বর্তমানে দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। এখন পর্যন্ত কাজের অনুকূলে ৪৮ শতাংশ বিল পরিশোধ করা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা কাজটি নিয়েছি কিছুদিন হলো। এর আগে আক্কাস আলী নামে এক ঠিকাদার কাজ করছিলেন। তবে তিনি কাজ রেখে চলে যান। পরবর্তী সময়ে মূল ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের দায়িত্বে দিয়েছে। দ্রুতই কাজ শেষ করব বলে আশা করছি।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ কোটি টাকা ব্যয়ে সদর উপজেলার হাজিপুর থেকে কলারোয়া পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার নদী খনন করা হচ্ছে। পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম আজাদকে ২০২২ সালের ৩০ জুন কার্যাদেশ দেয়া হয়। ১০ মাস মেয়াদি প্রকল্পকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ২১ জুন। ১০ মাসের পরিবর্তে দুই বছর পেরিয়ে গেলেও কাজের তেমন অগ্রগতি হয়নি।

নদী বাঁচাও আন্দোলন কমিটির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আশেক ইলাহী বলেন, পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে বেতনা নদী পুনর্খননে অনিয়ম করছেন। 

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, ঠিক বর্ষা মৌসুম সামনে রেখে নদী খনন শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। যেই বর্ষা চলে আসে, তখন কাজ বন্ধ রাখা হয়। প্রকল্পে বরাদ্দ অর্থও দেয়া হয়েছে কাজের অগ্রগতি বিবেচনা না করে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, আমি সাতক্ষীরায় সদ্য যোগদান করেছি। বেতনা নদী পুনর্খননে কোনো অনিয়ম হলে সেটা মেনে নেয়া হবে না। কাজটি দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে জোর তাগিদ দেয়া হয়েছে।

দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়ক  অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত হতে হবে-খুলনায় কৃষি -  সচিব

দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়ক অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত হতে হবে-খুলনায় কৃষি - সচিব

 

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, কৃষি দেশের প্রধান চালিকা শক্তি। দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব রয়েছে। দেশের উন্নয়নের জন্য নারী-পুরুষ উভয়কে অর্থনৈতিক কর্মকান্ডে যুক্ত হতে হবে। অন্যের ওপর নির্ভশীল হওয়া যাবে না। দেশের সকল মানুষকে জনসম্পদে পরিণত করতে পারলে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে রূপান্তরিত হবে।

 তিনি আজ (শুক্রবার) বিকালে খুলনা দিঘলিয়া উপজেলার সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 সচিব আরও বলেন, স্বাধীনতা পরর্বতী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন  আমার দেশের মানুষ যেন খাওয়ার কষ্ট না পায়। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। বর্তমানে বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, সরকার কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। দেশের কোন মানুষ না খেয়ে থাকে না। কৃষির আরো বিকাশের জন্য কৃষি কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত পালন করতে হবে। সরকারের দেয়া সকল সুযোগ-সুবিধা কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন সচিব।

 প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের ফোকাল পারসন ড. বিজয় কৃষ্ণ বিশ^াস, খুলনা বড় বাজার ব্র্যাক ব্যাংকের ক্লাস্টার ম্যানেজার এস এম আশরাফুল ইসলাম ও দিঘলিয়া উপজেলার কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন। দিঘলিয়া উপজেলা কৃষি অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

 প্রশিক্ষণে দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২০ জন কৃষক অংশ নেন। পরে কৃষি সচিব সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

ঠাকুরগাঁওয়ে প্রাচীন বিবি সখিনার মাজার রাতের আঁধারে মাটি খুঁড়ে বিশাল গর্তের সৃষ্টি করেছে কে, বা, কারা !

ঠাকুরগাঁওয়ে প্রাচীন বিবি সখিনার মাজার রাতের আঁধারে মাটি খুঁড়ে বিশাল গর্তের সৃষ্টি করেছে কে, বা, কারা !


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ঐতিহাসিক প্রাচীন সন্ধারই সাতঘরিয়া বিবি সখিনার মাজারে রহস্যজনক গর্ত করেছে কে বা কারা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাতের আঁধারে কংক্রিটের ঢালাই ভেঙে মাটি খুঁড়ে বিশাল গর্তের সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে মাজারে গিয়ে গর্তটি দেখতে পান স্থানীয়রা। আগেরদিন রাতে কোনো এক সময় গর্তটি খনন করেছে বলে ধারণা করা হচ্ছে। মাজারটির ঠিক মাঝখানে এক বুক সমান গর্ত করা হয়েছে। আগের দিন সন্ধ্যায়ও মাজারের অবস্থা ঠিক ছিলো বলে জানায় স্থানীয়রা। 

স্থানীয়রা জানিয়েছেন, মাজারটি কবে এখানে হয়েছে তার সঠিক ইতিহাস কেউ বলতে পারে না। মাজারটিকে কেন্দ্র করে এখানে কবরস্থান ও ঈদগাঁহ মাঠ গড়ে উঠেছে। এলাকাবাসীর দাবী, মাজারটিতে কোনো মানত করলে উপকার পাওয়া যায়। সে কারণে এখানে মানুষ এসে দোয়া দরুদ পড়ে, মানত করে। মাজারের পরিচর্যা করে। এটি রাণীশংকৈল উপজেলার একটি ঐতিহাসিক মাজার যা বিবি সখিনার মাজার হিসেবে পরিচিত। মাজার তছনছ করার মত এমন ঘটনা কারা ঘটিয়েছে তা উদঘাটন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার বলেন, ‘শোনার পরেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাটি ফাঁকা, মাজারের খাদেমও সন্ধ্যায় বাসায় চলে যান। রাতের আঁধারে কেউ এমন কান্ড ঘটাতে পারে। তবে কী কারণে এভাবে খোঁড়াখুঁড়ি করা হয়েছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করবে।

বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

বাগাতিপাড়ায় বাউয়েটে আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় বাউয়েটে আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা প্রতিনিধি নাটোর: নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আইন ও বিচার বিভাগের আয়োজনে “স্কাইলাইট হলে” বিকেলে সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১০ জুলাই ২০২৪)অনুষ্ঠানে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মিজানুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ অ¤øান কুসুম জি¯œু। স্বাগত বক্তব্য প্রদান করেন বাউয়েট আইন অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড.শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচক ছিলেন,নাটোরের যুগ্ম জেলা ও দায়রা জজ শামসুল আল্-আমীন,সিনিয়র সহকারী জজ ইসমত আরা তুশি ও সহকারী জজ ফাতেমা তুজ জোহুরা। অনুষ্ঠানে বাউয়েট বিভিন্ন অনুষদের ডীনগণ, বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার এডমিন, ছাত্র কল্যাণ উপদেষ্টা, প্রক্টর, সম্মানিত শিক্ষকমন্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বাউয়েট আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন,আইনের দৃষ্টিতে সবাই সমান উল্লেখ করে, জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে তার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। সেমিনার আয়োজন করায় বাউয়েট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠান শেষে অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

রাণীশংকৈলে  আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

 


রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (১১ জুলাই) আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।

এ উপলক্ষে এদিন সকাল ১১ টায়  উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও সারমিন আক্তার, উপজেলা কমপ্লেক্স  স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক আবু তাহের, কোচল বিওপি কমান্ডার হাবিলদার মাসুদ রানা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল,আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জিতেন চন্দ্র রায়,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী,ভোরের ডাক প্রতিনিধি বিজয় কুমার রায়, দৈনিক দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, মাসিক আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ওসি তার বক্তব্যে বলেন আমার থানয় পুলিশ সদস্যদের সংখ্যা কম হওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে। সভায় ইউএনও গতমাসের আইনশৃঙ্খলার বিবরণী পড়ে শুনান।  প্রসঙ্গত: আইনশৃংখলা কমিটির সভায় পাটগাঁও গ্রামে গরু চুরি, আলম ব্যাটারির দোকানে দিনে দুপুরে ২০ লক্ষ টাকা চুরি, ভরনিয়া মাদ্রসায় ছাত্রীর ধর্ষনের চেষ্টা  মাদ্রাসার শিশু নিখোঁজ, পৌরশহর ও নেকমরদ চৌরাস্তায় লাগাতার যানযট, হাসপাতালে সাপেকাটা রোগীর চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যু, মাদকসেবিদের বিরুদ্ধে পুলিশের টহল জোরদার বিষয়ে আলোচনা করা হয়। সভাপতি তার বক্তব্যে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানদের এসব সমস্যা সমাধানের নির্দেশ এবং আইনশৃঙ্খলা জোরদারসহ সকলের সহযোগিতা কামনা করেন।

চোরাপথে চা পাতা বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে  হুঁশিয়ারি চা বোর্ড চেয়ারম্যানের

চোরাপথে চা পাতা বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে হুঁশিয়ারি চা বোর্ড চেয়ারম্যানের

 


বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে উত্তরাঞ্চলের চা শিল্প ও চা আইন- ২০১৬ অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম।

জেলা প্রশাসক মো জহুরুল ইসলামের সঞ্চালনায় চায়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ করণীয় ও চা আইন-২০১৬ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চা বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা আমির হোসেন।

কর্মশালায় অন্যদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল্লাহ, মৈত্রী চা কারখানার সৈয়দ মনসুর আলম, স্মল টি গার্ডেন অনার্স অ্যান্ড টি ট্রের্ডাস অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকস, ক্ষুদ্র চা চাষী রফিকুল ইসলাম, হারুন উর রশিদ বাবু ও জ্যেষ্ঠ গণমাধম কর্মী শহীদুল ইসলাম শহীদ বক্তব্য রাখেন।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান বলেন, কারখানা খারাপ পাতা নেবে না, কিন্তু কর্তন করা যাবে না। বৃষ্টিতে ভেজা পাতা ১০ শতাংশ কর্তন গ্রহণযোগ্য। এই সিদ্ধান্ত যারা মানছে না বাড়ি ফিরে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। এছাড়া চোরাপথে চা পাতা বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে কারখানার লাইসেন্স বাতিল করা হবে। কর্মশালায় বাংলাদেশ চা বোর্ডের সচিব রুহুল আমিনসহ চা শিল্পের সঙ্গে সম্পৃক্ত শতাধিক অংশীজন উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ।

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ।

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় এক মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  সম্প্রতি  গত ৮ জুলাই সোমবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মাদ্রাসার সভাপতি আব্দুল করিম পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে স্থানীয়দের আর্থিক সহযোগিতায় রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামে ‘ভরনিয়া দারুল হাদীস ওয়াদ দাওয়াহ্ আস্-সালাফিয়্যা’ মাদ্রাসাটি গড়ে ওঠে। মাদ্রাসাটির দুটি শাখা রয়েছে। একটি ছাত্রীদের জন্য আবাসিক এবং অপরটি ছাত্রদের জন্য অনাবাসিক। আবাসিকে ১৫-১৬ জন কিশোরী থাকেন। মাদ্রাসা সভাপতি আব্দুল করিম রাতে প্রায় সময় আবাসিকে যাতায়াত করতেন এবং মেয়েদের জুস খাওয়াতেন। জুসে মেশানো থাকতো চেতনানাশক ঔষুধ। এরপর ছাত্রীদের ধর্ষণ করতেন। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ৮ জুলাই  সোমবার সব ছাত্রীদের ছুটি দেওয়া হলেও তিন জন ছাত্রীকে সভাপতির নির্দেশে ছুটি দেওয়া হয়নি। মাদরাসার সভাপতি আব্দুল করিম ঐ রাতে গিয়ে ঐ তিন কিশোরীকে ঘুমের ঔষুধ মেশানো জুস খাওয়ান। কিশোরীরা ঘুমিয়ে গেলে গভীর রাতে মাদরাসার ভেতরে প্রবেশ করে এক কিশোরীকে ধর্ষণ করেন। বিষয়টি পরদিন জানাজানি হলে স্থানীয় লোকজন প্রতিবাদ জানান, এবং আব্দুল করিমের বাড়ি ঘেরাও করেন। ভুক্তভোগী কিশোরী জানান, সভাপতি আব্দুল করিম প্রায় সময়ই মাদ্রাসায় আসতেন এবং মাঝে মধ্যে ছাত্রীদের জুস খাওয়াতেন। জুসের মধ্যে ঘুমের ঔষুধ থাকতো। সবাই যখন ঘুমিয়ে যেত তখন সভাপতি তাদের ওপর নির্যাতন চালাতেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মইন উদ্দীন কাবুল বলেন, ‘বিষয়টি জানাজানি হলে আমরা এক শিক্ষককে ঘটনাটি তদন্তে ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলতে বলি। তাদের সঙ্গে কথা বললে, অভিযোগের সত্যতা পাওয়া যায়। তারা সভাপতির বিচার চেয়েছেন।’

অভিযোগের বিষয়টি নিয়ে কথা বলতে মাদরাসার সভাপতি আব্দুল করিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রকিবুল হাসান বলেন, ভরনিয়া গ্রামে ‘ভরনিয়া দারুল হাদীস ওয়াদ দাওয়াহ্ আস্-সালাফিয়্যা মাদ্রাসা’র আবাসিক ‘বালিকা হিফজুল কুরআন’ বিভাগে কিছু কোমলমতি ছাত্রী যারা ছিলো তাদের সাথে অনৈতিক কাজ করেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মাদ্রাসার সভাপতি আব্দুল করিমে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিরামপুরে ট্রাক্টর উল্টে প্রাণ গেলো চালকের

বিরামপুরে ট্রাক্টর উল্টে প্রাণ গেলো চালকের

 

এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে ট্রাক্টর নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে মশিউর রহমান (৩৭) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে কাটলা টু বিরামপুর সড়কের হরিহরপুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর শৈইলান গ্রামের মতিউর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান,বৃহস্পতিবার দুপুরে ট্রাক্টর নিয়ে জমি চাষ করছিলেন মশিউর। জমি চাষ করে বিকেলে বাড়ির উদ্দ্যেশে ট্রাক্টরটি নিয়ে আসছিলেন। এসময় কাটলা টু বিরামপুর সড়কের হরিহরপুর এলাকায় উঠতে গিয়ে ট্রাক্টরটি চাকা সিল্পি কেটে ট্রাক্টরটি উল্টে গিয়ে চালক মশিউর রহমান ট্রাক্টরের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 


বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বলেন,জমি চাষ করে ফিরার পথে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিটক হস্তান্তর করা হয়েছে।


খুলনার দাকোপের উন্নয়নে এনজিও'র সাথে এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

খুলনার দাকোপের উন্নয়নে এনজিও'র সাথে এমপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

 


স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: খুলনার দাকোপের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্হা একটি গুরুত্বপুর্ণ অবদান রেখে চলেছে।তবে জিও এনজিওর সকল কার্যক্রম সমম্বিতভাবে সচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্জিত করতে পারলে জণকল্যানমূখী কার্যক্রম আরো গতিশীল হবে।আজ ১১ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩ টারদিকে দাকোপ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলায় কর্মরত এনজিও কর্মিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির  বক্তৃতায় খুলনা১ আসনের সংসদ সদস্য ননীগোপাল মন্ডল এ সব কথা বলেন।

দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের পরিচালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায়,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার,উপজেলা আ'লীগের সাবেক সাধারন সম্পাদক

 অসিত বরন সাহা,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড,জিএম কামরুজ্জামান দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, আইসিটি কর্মকর্তা সমীর বিশ^াস, এনজিও প্রতিনিধি পরিতোষ কুমার মৃধা, আজিজুল হক, মোঃ ইকবল হোসেন, পল বাড়ৈ, শোয়েব উদ্দিন, আজিজুর রহমান, রওশন আরা আকতার, বিপাশা রায়, মিজানুর রহমান, লিলি কর্মকার, মিলন চৌধুরী, লিপিকা বৈরাগী, ছবি সাহা রায়, ব্রজেন্দ্রনাথ শীল, বিলিয়াম বিশ্বাস,মোঃ জাহাঙ্গীর আলম, প্রলহাদ কুমার দাস, মনোজ বস, বিপুল মন্ডল, সঞ্জয় কুমার দাস, পলি দাস প্রমুখ।

লালপুরে চিকিৎসা সেবার নতুন দিগন্তের উন্মোচন "ডক্টরস পয়েন্ট"

লালপুরে চিকিৎসা সেবার নতুন দিগন্তের উন্মোচন "ডক্টরস পয়েন্ট"

 


শরিফুল ইসলাম লালপুর(নাটোর)প্রতিনিধি: চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই নতুন ভবনে ১১ জুলাই বৃহস্পতিবার সকালে নতুন আঙ্গিকে ডক্টরস পয়েন্ট এন্ড ডায়াবেটিক সেন্টার এর শুভ উদ্বোধন করেন নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড আবুল কালাম আজাদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ।

এছাড়াও এ সময় চিকিৎসক, গ্রাম্য চিকিৎসক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১০ জুলাই, ২০২৪

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করেছে

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করেছে

 


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম : কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্রের ৩টি পয়েন্টে ও দুধকুমরের পানি ১টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বসতবাড়ী ও রাস্তাঘাট থেকে পানি ধীর গতিতে নামতে থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের তীব্র সংকটে পড়েছে বানভাসীরা। বাড়ি-ঘর থেকে পানি না নামায় এখনও ঘরে ফিরতে পারেনি বন্যা কবলিত মানুষজন। 

এ দিকে, বন্যার্তদের জন্য জেলা প্রশাসন থেকে ৫শ ৩২ মেট্টিক টন চাল, ২২ হাজার শুকনো খাবার প্যাকেট ও ৩২ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে জন প্রতিনিধিরা। 

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর জানান, আমার ইউনিয়নের ৮হাজার ৫শ পরিবারের মধ্যে ৬ হাজার পরিবারই বন্যা কবলিত। জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত চাল ও চিড়া মিলে ১৫ টন বরাদ্দ দেয়া হয়েছে। যা আমি দেড় হাজার পরিবারের মাঝে বিতরণ করেছি। বাকী পরিবারদেরকে কোন ত্রাণ সহায়তা দিতে পারিনি। সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান জানান, বন্যার পানি কমলেও এখনোও বানভাসীদের দুর্ভোগ কমেনি।  তার ইউনিয়নে সরকারিভাবে ৪ টন চাল বরাদ্দ পেয়েছেন এবং ১০ কেজি করে .৪ শত  পরিবারের মাঝে বিতরণ করেছেন। যা চাহিদার তুলনায় অপ্রতুল।


স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার, হাতিয়া পয়েন্টে ২৩ সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে ২২ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে হচ্ছে। 

অপরদিকে দুধকুমরের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদ-নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

ডিসি’র নির্দেশে আলফাডাঙ্গায় বাল্য বিবাহ বন্ধ

ডিসি’র নির্দেশে আলফাডাঙ্গায় বাল্য বিবাহ বন্ধ

 


আরিফুজ্জামান চাকলাদার: ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের (পিএএ) নির্দেশনায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের  দশম শ্রেণির এক ছাত্রী।


বুধবার (৯  জুলাই ) দিবাগত রাতে পৌরসভার ৮ নং ওয়ার্ড সরকারি ডিগ্রী কলেজের সামনে সৌদি প্রবাসী  রবিউল ইসলামের বাড়িতে এ  ঘটনা ঘটে।


ইউএনও প্রতিনিধি  ও স্হানীয়  সূত্রে জানা যায়,  রবিউল ইসলামের বাড়িতে তাঁর দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ৯ জুলাই দুপুরে গায়ে হলুদের  আয়োজন শেষ করেন ।পরের দিন বুধবার পার্শ্ববর্তী উপজেলা বোয়ালমারী শেখর ইউনিয়নে শেখর গ্রামে ওহাব মোল্লার ছেলে নাজমুল মোল্লা পুলিশ কনস্টেবল এর সাথে বিবাহ হবে। পরে রাতে গোপন তথ্যের মাধ্যমে উপজেলা প্রশাসনের প্রতিনিধি রবিউল ইসলাম  ও আলফাডাঙ্গা থানার এসআই বিনয় বাড়ই সঙ্গী ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে জন্ম নিবন্ধন ওয়েবসাইটে যাচাই করে বয়স কম থাকায় বিয়ে বন্ধ করার নির্দেশ দেন।তারা বলেন প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেওয়া যাবে না এই মর্মে মোবাইলে ভিডিও  সহ স্বীকার উক্তি নেন তার মায়ের কাছ থেকে।তারপরে  যদি কোন বিকল্প  পন্থা অবলম্বন করে  বিবাহ দেন এর পরে অভিভাবক বাবা, মাকে জেল জরিমানা আওতায় আনা হবে।


পুলিশ কনস্টেবল নাজমুল মোল্লা একাধিক পথে যোগাযোগের চেষ্টা করেও তার সাথে যোগাযোগ ও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার মুঠোফোনে  জানান, একটি গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি দশম শ্রেণী ছাত্রী  গায়ে হলুদের আয়োজন  সম্পন্ন হয়েছে। পরের দিন বিবাহ হবে এমন সংবাদ আমাকে জানালে আমি তাৎক্ষণিক রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে ইউএনও কে বিবাহ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ।