নিজস্ব প্রতিবেদক: দোলন চন্দ্র বৈষ্ণব বর্তমানে BMET তে পরিসংখ্যান কর্মকর্তা হিসাবে কর্মরত রয়েছেন বর্তমানে তিনি একজন ঘুষখোর ও দুর্নীতিবাজ কর্মকর্তা হিসাবে পরিচিত।
তার এই দুর্নীতির যথেষ্ট প্রমান ও সরজমিনে এই প্রতিবেদকের প্রতিবেদনে প্রকাশ হয়েছে।
অস্বচ্ছল গরিব পরিবারের সন্তান হয়েও তার, বাবা,মা,ভাই বোনের নামে সম্পদের পাহাড় গড়েছেন।
তিনি চাকুরীতে যোগাদানের পর থেকে গ্রামের বাড়িতে অনেক জমি কিনেছেন বিশ লাখ টাকা খরচ করে বাড়ী করেছেন তার ব্যাংক একাউন্ট আছে কয়েকটি এই প্রতিবেদকের নিকটে তার ব্যাংক একাউন্টে অনৈতিক লেনদেনের ও দোলন চন্দ্র বৈষ্ণবের বিকাশ একাউন্টে টাকা লেনদেনের তথ্যও এসেছে। তার পরিবারের সদস্যদের পিছনে মাসে ৬০/৭০ হাজার টাকা খরচ এসব টাকার উৎস ও ব্যাংক লেনদেন এবং বিকাশের লেনদেনের বিষয়ে দোলন চন্দ্র বৈষ্ণব কে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে ওনি বলেন এই বিকাশ নাম্বার আমার কিন্তু লেনদেনের বিষয়ে এড়িয়ে যান ওনাকে আরও জিজ্ঞাসা করলে ব্যাংক লেনদেনের বিষয়েও কোন তথ্য দেন নাই।
এই প্রতিবেদক আরও জানতে পেরেছেন দোলন চন্দ্র বৈষ্ণবের ঘুষের অর্থ ভারতে তার আত্বীয়র নিকট পাচার করে দিচ্ছেন এ বিষয়ে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলুক শাস্তি দেওয়া হউক।
0 coment rios: