বুধবার, ২৬ জুন, ২০২৪

দিনাজপুরে বৃদ্ধাকে গলাকেটে হত্যাকান্ডে - ৩ আসামী গ্রেফতার


এসএম মাসুদ রানা দিনাজপুর প্রতিনিধি: মঙ্গলবার (২৫ শে জুন) সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের জেলা পুলিশ কনফারেন্স রুমে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বীরগঞ্জ থানার মামলা নং-১০/১২৯, তাং-০৭/০৬/২০২৪ খ্রিঃ মামলাটি একটি ক্লুলেস হত্যা মামলা। মামলাটি রুজু পরবর্তীতে দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ পিপিএম (বার) মহোদয়ের সরাসরি দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন (বীরগঞ্জ সার্কেল অতিরিক্ত দায়িত্বে) ও সার্বিক সহযোগিতায় বীরগঞ্জ থানা পুলিশ বিরামহীন অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত নৃশংস হত্যা কান্ডের ক্লু উদ্ঘাটন করা হয়। হত্যা কান্ডে সরাসরি জড়িত ভিকটিম রেজিয়া বেগমের দেবর আব্দুলের ছেলের ঘরের নাতী আসামী জাকির হোসেন (২৬) কে প্রথমে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মতে ভিকটিমের দেবর রেনু মিয়ার ছেলে অপর আসামী হাসিম মিয়া ও মেয়ের ঘরের নাতী মোঃ রমজান আলীকে গ্রেফতার করিয়া পুলিশ হেফাজতে গ্রহন করা হয়। আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা ঘটনার কথা স্বীকার করেন।


ঘটনার সংক্ষিপ্ত বিবরনীতে জানা যায়,

 অত্র মামলার ভিকটিম রেজিয়া বেগম (৭৫) এর ছেলে মোঃ সুনু মিয়া থানায় এজাহার দায়ের করেন যে, গত ০৬/০৬/২০২৪ খ্রিঃ রাতের খাওয়া দাওয়া শেষে রাত্রি অনুমান ০৯.০০ ঘটিকার সময় বাদীর পরিবারের সকলেই নিজ বাড়ীতে ঘুমিয়ে পরেন। ০৭/০৬/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় বাদী ব্যবসায়ীক কাজে বাহিরে চলে যান। ০৭/০৬/২০২৪ খ্রিঃ মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ শুনিয়া বাদী তাহার পিতার বসত বাড়ীতে মায়ের শয়ন ঘরে যাইয়া খাটের উপর বাদীর মা রেজিয়া বেগম (৭৫) এর গলার মাঝখানে কাটা রক্তাক্ত জখম, মাথার ডান পাশে ও কপালের উপরে কাটা রক্তাক্ত জখম অবস্থায় মৃতদেহ খাটের উপর পরে থাকতে দেখেন এবং ঘরের ভিতরে প্লেইনশীটের ট্রাংকের তালা ভাঙ্গিয়া ট্রাংকে থাকা গরু ও গম বিক্রয়ের নগদ ১,৫৭,০০০/-(এক লক্ষ সাতান্ন হাজার) টাকা, সাত আনা ওজনের স্বর্ণালংকার, মূল্য অনুমান ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ) হাজার টাকাসহ বাদীর পিতার নিজনামীয় সমূদয় জমির দলিলসহ অন্যান্য কাগজপত্র হত্যাকান্ড ঘটাইয়া চুরি করিয়া নিয়া গিয়াছে। সঙ্গোপনে প্রবেশ করিয়া বর্ণিত মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় বাদীর মা বাধা প্রদান করিলে অজ্ঞাতনামা আসামীগন বাদীর মাকে নৃশংসভাবে হত্যা করে বাদীর মায়ের শয়ন ঘরের খাটের উপর ফেলে রেখে পালিয়ে যায়।


আসামীঃ অজ্ঞাতনামা এক/একাধিক।

তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ জাকির হোসেন (২৬), পিতা- মৃত বাবুল মিয়া, ২। মোঃ হাসিম মিয়া (৪৩), পিতা- মোঃ রেনু মিয়া, উভয় সাং- ধনগাঁও পশ্চিম, জুম্মা হাট, ৩। মোঃ রমজান আলী (২৫), পিতা- কাজল মিয়া, সাং- দেউলী, সর্বথানা- বীরগঞ্জ, জেলা-দিনাজপুর।


মালামাল উদ্ধারঃ আসামী মোঃ জাকির হোসেন এর দেওয়া তথ্য ও দেখানো মতে মামলার হত্যা কান্ডে ব্যবহৃত 'দা' এবং লষ্ঠিত জমির দলিল উদ্ধার করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: