স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান: দাকোপের লাউডোব ইউনিয় পরিষদ উপ-নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুবলীগনেতা তন্ময় রায় লাউডোব ইউনিয়ন বাসীকে ঈদল আজহা এর শুভেচ্ছা জানিয়েছেন।তন্ময় বলেন,আত্নত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার মহোৎসব ঈদুল আজহা বনে আনুক অনাবিল শান্তি।দুর হয়ে যাক মানুষে মানুষে বিভেদ।কিছু মুর্হুতের জন্য হলেও থমকে যাক সকল রাগ অনুরাগ।,শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। মহান আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির মূল শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশুত্ব কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য
0 coment rios: