শুক্রবার, ৭ জুন, ২০২৪

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৩১ জন অসহায় মানুষকে এমপির বিশেষ বরাদ্ধ প্রদান ।

 


মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা:  প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৩১ জন অসহায় মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্ধের ২ লক্ষ ১১ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি । এমপির বিশেষ বরাদ্ধ থেকে এ সময় কাউকে ১০ হাজার ও কাউকে ৫ হাজার করে মোট ২ লক্ষ ১১ হাজার টাকা ৩১ জনের মধ্যে বিতরণ করা হয়। এমপি সুজন বলেন, আমি এমপি হয়েছি আপনাদের ভোটে,আপনাদের বিপদে আপদে পাশে থাকবো এটাই আমার কর্তব্য। আমি আগেও ছিলাম আগামীতেও থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন,বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান( মহিলা) সীমা আক্তার সুমনা, ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোমিনুল ইসলাম ভাষানী প্রমূখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: