এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: মঙ্গলবার ৪ই জুন সকাল সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ এ নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবীর কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন । পর্যায়ক্রমে নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
এ সময় বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবীর, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, বিরামপুর সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব রুহুল আমীন সরদার, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক মশিহুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ডাঃ তহেরা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা সমবায় কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমূখ। এছাড়াও স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ অত্র উপজেলা সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
0 coment rios: