জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের নির্বাচিত ১০ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১১টা এবং দুপুর ১২টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় নির্বাচিত প্রার্থীদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি।
এ সময় নির্বাচিত প্রতিনিধিদের বিভাগীয় কমিশনার বলেন, আপনারা জনগণের সেবার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন। আপনারা এখন ওই এলাকার জনপ্রতিনিধি। নির্বাচিত এলাকার উন্নয়নের আপনারা ভূমিকা রাখবেন এটাই আমরা প্রত্যাশা করি।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থাপনা করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (স্থানীয় সরকার বিভাগ) দেবজিৎ সিংহ । জৈন্তাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লিয়াকত আলী, ভাইস-চেয়ারম্যান সাহাদ উদ্দিন (সাদ্দাম), মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: সুনারা বেগম সহ সিলেট জেলার গোয়াইনঘাট ও কোম্পনীগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস-চেয়ারম্যান এবং হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান বৃন্দ ।
এ সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া সহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
0 coment rios: