শনিবার, ২২ জুন, ২০২৪

উচ্ছেদ অভিযান বিরত রাখতে ভোলাগঞ্জ পাথর ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান

 


কোম্পানীগঞ্জ প্রতিনিধি : বিকল্প পুনর্বাসনের জন্য ভূমি ও সময় চেয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন দিয়েছেন ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকার ব্যবসায়ীরা। পাশাপাশি বর্ষা মৌসুমে উচ্ছেদ অভিযান বিরত রাখার দাবিও জানানো হয়।

শনিবার (২২ জুন) দুপুরে আবেদনপত্র হস্তান্তর করার সময় ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু, শাহ নুর আলী মেম্বার, ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপন, সহ সভাপতি কয়েছ মিয়া, জাফর আহমদ, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, কোষাধ্যক্ষ পারভেজ আহমেদ, প্রচার সম্পর্কে রুকন আহমদ, সদস্য মোশাররফ হোসেন, রাজা মিয়া, বশির আহমদ, জুলহাস মিয়া, কাউছার, কামরুজ্জামান, চান মিয়া ও তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

ব্যবসায়ীরা জানান, ভোলাগঞ্জকে স্থলবন্দর ঘোষণা করে সরকার ভোলাগঞ্জ দশ নম্বর এলাকার বিস্তীর্ণ ভুমি অধিগ্রহণ করেছে। পর্যটন কেন্দ্র উন্নয়নের নামেও ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে। অথচ, এখানে তিন শতাধিক পাথর ভাঙ্গার ছোট মেশিন স্থাপন করে শত শত ব্যবসায়ী ও হাজারো শ্রমিক জীবিকা নির্বাহ করে আসছেন। সময় না দিয়ে হঠাৎ উচ্ছেদ অভিযানের ফলে এসব ব্যবসায়ী ও শ্রমজীবিরা তাদের রোজগার হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

তারা আরও জানান, ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণেও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমতাবস্থায় পুনর্বাসন ছাড়া এসব পাথর ভাঙ্গার মেশিন উচ্ছেদ হলে ব্যবসায়ীরা সব হারিয়ে পথে বসবে৷ যদি উচ্ছেদ করতেই হয়, তাহলে পুনর্বাসন এবং নির্দিষ্ট সময় দেওয়ার দাবি জানান তারা। 

প্রসঙ্গত, ভোলাগঞ্জকে দেশের ২৪তম স্থলবন্দর ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয় ২০১৯ সালে। ইতিমধ্যে জায়গা অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থলবন্দর কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। এই কার্যক্রমের অংশ হিসেবে এখান থেকে পাথর ভাঙার মিল সরাতে মাঠে নামে প্রশাসন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: