বুধবার, ১২ জুন, ২০২৪

কক্সবাজারে চলছে রোহিঙ্গা শরণার্থী বিষয়ক ব্যতিক্রমধর্মী ফটোগ্রাফি

 


রেজাউল করিম,ঈদগাঁও, কক্সবাজার: বিশ্ব শরণার্থী দিবস- ২০২৪ উপলক্ষ্যে বুধবার (১২ জুন) সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয়েছে 'রেজিলিয়েন্স-সক্ষমতা '  শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।

কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে নানা প্রতিকূলতার মধ্যে রোহিঙ্গা শরণার্থীদের সক্ষমতার বিষয়বস্তু এতে তুলে ধরা হয়েছে। রোহিঙ্গা শরণার্থী আলোকচিত্রী ও মানবিক সহায়তা সংস্থার কর্মীদের তোলা ছবি এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।

কক্সবাজার আর্ট ক্লাবের সহযোগিতায় ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং রোহিঙ্গা শরণার্থী সাড়াদানে কর্মরত মানবিক সহযোগিতা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এর উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আইএনজিও এবং এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রায় ১০ লাখ শরণার্থী অকল্পনীয় কষ্টের মধ্যেও যে প্রতিনিয়ত অবিশ্বাস্য সক্ষমতা দেখাচ্ছে তারই প্রমাণ দিচ্ছে এ ছবিগুলো।

 আন্তর্জাতিক শরণার্থী সংস্থা- আইওএম  কক্সবাজারের জাতীয় যোগাযোগ কর্মকর্তা তারেক মাহমুদ জানান, ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস পর্যন্ত এ আলোকচিত্র প্রদর্শনী চলবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: