সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম : কুড়িগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ বুধবার কুড়িগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম খেলার উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাঈদ হাসান লোবান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, উপাধ্যক্ষ আবু জোবায়ের আল মুকুল, অধ্যক্ষ হারুন উর রশিদ, ক্রীড়া অফিসার আকরাম হোসাইন প্রমুখ।
খেলায় ১৪টি কলেজ অংশগ্রহন করবে। উদ্বোধনী খেলায় ফুলবাড়ী উপজেলার সাইফুর রহমান সরকারি কলেজ একাদশ ১-০ গোলে রাজারহাট উপজেলার মীর ইসমাই হোসেন সরকারি ডিগ্রী কলেজকে পরাজিত কওে বিজয়ী হন।
0 coment rios: