সুজন আলী রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের দোকানে আগুন লেগে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
২৩ জুন রবিবার সকালে উপজেলার নেকমরদ বাজার এলাকার মেসার্স একতা হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিস স্টোর এর দোকান ঘর এবং একটি কসমেটিকস দোকানের গুদামে ঘরে আগুন লাগে এতে দোকান ও গুদামে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে প্রায় আনুমানিক লক্ষাধিক টাকার মত ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ এক লক্ষ ৬০ হাজার টাকা। বৈদ্যুতিক শট সার্কিট থেকে ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন লাগতে পারে।
0 coment rios: