আরিফুজ্জামান চাকলাদার: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কেন্দ্রীয় বিএনপি'র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে ।
গত শনিবার (১ জুন) বিকেল ৫.৪৫ মিনিটের সময় হাসপাতাল রোড অস্হায়ী দলীয় কার্যালয়ে আয়োজন করে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন দলের একাংশ ।
উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুবদলের সভাপতি খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি নজরুল ইসলামের সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. আব্দুল আজিজ,উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান,পৌর যুবদলের সভাপতি সৈয়দ মিজানুর রহমান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মিলন।
0 coment rios: