ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশ সদস্যদের জ্যাকেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেণ মোঃমিজানুর রহমান, এসি মোহাম্মদপুর জোন, ডিএমপি, ঢাকা। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক কমিউনিটি পুলিশং এবং ছিনতাই,চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে পুলিশকে সহায়তা কাজে কাজ করবেন এই কমিউনিটি পুলিশ।
মঙ্গলবার (৪জুন) বিকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাম্তার মোড়ে যানজট নিরসন ও পুলিশের কাজে সহযোগিতা কর্মরত ট্রাফিক কমিউনিটি পুলিশ সদস্যদের জ্যাকেট বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন মোহাম্মদপুর থানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃমিজানুর রহমান, এসি মোহাম্মদপুর জোন, ডিএমপি, ঢাকা।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃশহিদুল ইসলাম, এসি পেট্রোল, মোহাম্মদপুর জোন,ডিএমপি, ঢাকা। মোঃমাহফুজুল হক ভূঞা পিপিএম, (অফিসার ইনচার্জ) মোহাম্মদপুর থানা,ডিএমপি, ঢাকা।মোঃ তোফাজ্জল হোসেন (ওসি অপারেশন),মোঃ সবুজ রহমান (ওসি তদন্ত)।
আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ রেজাউল রায়ের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃনাজমুল।
0 coment rios: