মুশফিক হাওলাদার বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলার লালমোহনে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করেছেন।তারুণ্যের প্রেরণা নামের সেচ্ছাসেবী সংগঠন।
১৬ জুন রবিবার সকালে ধলিগৌরনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাটওয়ারীর হাট বাজার এলাকায় বেশ কিছু পরিবারের মধ্যে এই গরুর মাংস বিতরণ করা হয়।
এসময় প্রত্যেকের হাতে ৫০০ গ্রাম করে গরুর মাংস তুলে দেন তারুণ্যের প্রেরণা সংগঠনের সদস্যরা।
মাংস বিতরণ শেষে সংগঠনের নেতারা বলেন,তারুণ্যের প্রেরণা সব সময়ই সমাজের হতদরিদ্র ও বিপন্ন মানুষের পাশে থাকবে।এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।
এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের প্রেরণা'র উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো.কবির সর্দার, মো.ছিদ্দিকুর রহমান মো.শিহাব উদ্দিন, হাফেজ মো.ইয়াসিন,সভাপতি মুহা.জিহাদ বীন নূরনবী,সহ-সাধারণ সম্পাদক এবং ব্লাড ব্যাংক বিষয়ক সম্পাদক হিমেল, শিক্ষা সম্পাদক মো.সোহাগ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো.আরমান হোসেন জীবনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
0 coment rios: