মোঃ কবির হোসেন স্টাফ রিপোর্টারঃ নির্যাতিতদের সমথর্নে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক বোরহানউদ্দিন থানার সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে ।
২৬ জুন (বুধবার) দুপুর সাড়ে বারোটায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ভোলার উদ্যেগে বোরহানউদ্দিন থানা ভবনের সামনে স্থানীয় গণমাধ্যমে কর্মী সহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন । এ সময় ভোলা জেলা এনটিভির স্টাফ রিপোর্টার মোঃ আফজাল হোসেন বলেন : ২৬ জুন এটা হচ্ছে নির্যাতিতদের সমথর্নে আন্তর্জাতিক সংহতি দিবস , একই দিনে সারা বাংলাদেশে এই দিবসটি পালিত হয় এবং প্রতি বছর আমরা এই দিবসটি পালন করে আসছি তিনি আরও বলেন যারা বিভিন্ন ভাবে নির্যাতনের স্বীকার হোন তাদের সমর্থনে আজকের এই সংহতি দিবস
এসময় মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ভোলা জেলা এন টিভি স্টাফ রিপোর্টার, মোঃ আফজাল হোসেন , গণমাধ্যম কর্মী, মোঃ কবির হোসেন , মোঃ আবুল বাশার , মোঃ রিয়াজ ফরাজী , এইচ এম ইকবাল হোসেন , মোঃ আরিফ পন্ডিত , মোঃ আশিক পন্ডিত, এইচ এম শরীফ , মোঃ ইউসুফ হোসেন অনিক , মোঃ সোহেল , মোঃ ইকবাল মাতাববর, মোঃ আক্তার হোসেন সহ বিভিন্ন পেশাজীবি মানুষ ।
0 coment rios: