সুজন আলী, রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনার্মেন্টের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন মঙ্গলবার মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ফুটবল টুনার্মেন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়ন পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি সহকারী শিক্ষা অফিসার সীমান্ত কুমার বসাক, প্রধান শিক্ষক বখতিয়ার হোসেন ও ফারজানা আক্তারী। এসময় উপস্থিত ছিলেন অনান্য সহকারী শিক্ষকগণ, ছাত্রছাত্রী বৃন্দ, খেলোয়ার বৃন্দ, দর্শকবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোশারফ হোসেন।
0 coment rios: